আকর্ষণীয় নজর কারা ডিজাইনের সাথে অবশেষে বাজারে পা রাখলো Infinix Note 40 Series Racing Edition

Subham

Infinix Note 40 Series Racing Edition Launched

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ অর্থাৎ 6ই জুন Infinix Note 40 Series Racing Edition হ্যান্ডসেট গুলি বাজারে অবতরণ করল। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে Note 40 Series এর অধীনে থাকা Infinix Note 40, Infinix Note 40 5G, Infinix Note 40 Pro, Infinix Note 40 Pro 5G এবং Infinix Note 40 Pro+ 5G প্রত্যেকটি মডেলের Racing Edition বাজারে এসে গেছে। কোম্পানির তরফ থেকে যে বিশেষ সংস্করণ করা হয়েছে সেখানে ডিভাইস গুলির বাইরের দিকগুলি দেখতে আলাদা হলেও স্পেসিফিকেশনগুলি কিন্তু রেগুলার মডেলের মতোই একই রকম থাকছে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক Infinix Note 40 Series Racing Edition দাম এবং অন্যান্য যেসব বৈশিষ্ট্য গুলি আছে তার সম্পর্কে বিস্তারিত তথ্য।

google news

অবশেষে লঞ্চ হল Infinix Note 40 Series Racing Edition স্মার্টফোন

Infinix Note 40 Series-এর বিশেষভাবে সংস্করণ করা মডেল গুলি বিএমডাব্লিউ গ্রুপ ডিজাইন ওয়ার্কস এর সাথে যৌথভাবে প্রয়াসের ফল বাজারে এসেছে। হ্যান্ডসেটের পিছনের অংশে দেখতে পাওয়া আইকনিক লাইন গুলির মাধ্যমে ‘উইং অফ স্পিড’ ডিজাইনটিকে আকর্ষণীয়ভাবে সকলের সামনে তুলে ধরা হয়েছে। রেসিং গাড়ির টায়ারে যেমন বিশেষ গ্রিপ থাকে সেই রকমই হ্যান্ডসেটটির পিছনে ছোট ছোট রিজের মত রেখা গুলি দিয়ে খাঁজ তৈরি করা হয়েছে। বিশেষ এই ডিজাইনটি ইউ ভি ট্রান্সফার প্রিন্টিং প্রসেসের মাধ্যমে পুষ্পঠিত করা হয়েছে।

আরও পড়ুন: অবশেষে দেখা মিলল বহু চর্চিত Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6-এর ছবি, দেখুন কেমন হবে

Infinix Note 40 Series Racing Edition Launched
Infinix Note 40 Series Racing Edition Launched

রেসিং এডিশনে যে পাঁচটি স্মার্টফোন তালিকা বদ্ধ করা হয়েছে সেখানে প্রত্যেকটি হ্যান্ডসেটে গ্লসি ফিনিশের সাথে সিলভার কালার অপশনে দেখতে পাওয়া যাবে। এছাড়া রিয়ার ক্যামেরা মডেলগুলি আকর্ষণীয় করার জন্য ট্রাই কালার ব্যবহার করা হয়েছে। ইনফিনিক্স এর এই রেসিং এডিশনে সফটওয়্যার এর মধ্যে বিশেষ কিছু পরিবর্তন করা হয়েছে, যেখানে ব্যবহারকারীরা উৎকৃষ্ট মানের ওয়ালপেপার এবং ইউজার ইন্টারফেস দেখতে পাবেন। যা রেসট্র্যাক থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে, ইনফিনিক্স এর এই সিরিজের টপ মডেল Infinix Note 40 Pro+ 5G স্মার্টফোনটিতে বিশেষ কিছু পরিবর্তন দেখা গেছে। যেখানে (3D Curved AMOLED) ডিসপ্লে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 108 মেগাপিক্সেলের সুপার জুম ক্যামেরা, 100 ওয়াট অলরাউন্ড ফাস্ট চার্জ 2.0 এবং 20 ওয়াট ওয়্যারলেস ম্যাগচার্জ দেখতে পাওয়া যাবে।

আরও পড়ুন: iPhone 16 Pro Max এবং iPhone 16 Pro: বিশ্বের সবচেয়ে পাতলা বেজেলসহ নতুন মডেল সম্পর্কে বিস্তারিত জানুন

Infinix Note 40 Series Racing Edition মডেল গুলির দাম

  • Infinix Note 40 Racing Edition- দাম শুরু 209 ডলার (প্রায় 17,500 টাকা)
  • Infinix Note 40 5G Racing Edition – দাম শুরু 259 মার্কিন ডলার (প্রায় 21,625 টাকা)
  • Infinix Note 40 Pro Racing Edition – দাম শুরু 279 ডলার (প্রায় 23,300 টাকা)
  • Infinix Note 40 Pro 5G Racing Edition – দাম শুরু 309 ডলার (প্রায় 25,800 টাকা)
  • Infinix Note 40 Pro+ 5G Racing Edition – দাম শুরু 329 ডলার (প্রায় 27,470 টাকা)

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment