iPhone 16 Pro Max এবং iPhone 16 Pro: বিশ্বের সবচেয়ে পাতলা বেজেলসহ নতুন মডেল সম্পর্কে বিস্তারিত জানুন

কিছু দিন আগে আমরা জানতে পেরেছি যে, Apple কোম্পানি তাদের নতুন স্মার্টফোনগুলি iPhone 16 Pro Max ও iPhone 16 Pro মডেল দুটিতে বিশ্বের সবচেয়ে পাতলা স্ক্রিন বেজেল ব্যবহার করতে চলেছে। ঠিক এর পরেই আবারও আজ এই দুটি স্মার্টফোন সম্পর্কে নতুন কিছু তথ্য ফাঁস হয়েছে, যা থেকে এই স্মার্টফোনদুটির ডিসপ্লের থিকনেস কত থাকবে সেই সম্পর্কে সঠিক ধর্ণা পাওয়া গেছে। আপনি যদি একজন iPhone লাভার হয়ে থাকেন বা iPhone 16 Pro Max ও iPhone 16 Pro মডেল দুটির মধ্যে একটি কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনি এই স্মার্টফোনগুলি সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news

iPhone 16 সিরিজ স্পেসিফিকেশন

এর আগে আমরা iPhone 15 Pro স্মার্টফোনটি দেখেছি যেখানে স্মার্টফোনটি 146.6 x 70.6 x 8.25 mm থিকনেসের সাথে বাজারে উপলব্ধ এবং এই iPhone 15 Pro স্মার্টফোনটির ওজন 187 গ্রাম। কিন্তু www.gsmarena.com সার্টিফিকেশন সাইট থেকে আমরা এই আপকামিং iPhone 16 Pro স্মার্টফোনটির থিকনেস 149.6 x 71.45 x 8.25 mm থাকবে বলে জানতে পেরেছি।

iPhone 16

এছাড়াও, এই স্মার্টফোনটির ওজন 194 গ্রাম থাকবে বলে জানা গেছে। যেখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি, iPhone 15 Pro স্মার্টফোনটির তুলনায় iPhone 16 Pro স্মার্টফোনটি একটু বড়ো সাইজের হতে চলেছে। যেহেতু, iPhone 16 Pro মডেলটি এর আগের সিরিজের থেকে বড়ো সাইজের হতে চলেছে তাই আমরা বলতে পারি iPhone 16 Pro Max স্মার্টফোনটিও সামান্য বড়ো হতে চলেছে আগের সিরিজের স্মার্টফোনগুলির থেকে।

iPhone 15 Pro Max স্মার্টফোনটির থিকনেস যেখানে 159.9 x 76.7 x 8.25 mm ছিল, সেখানে iPhone 16 Pro Max এর থিকনেস 163.02 x 77.58 x 8.26 mm রাখা হবে বলেই এখন পর্যন্ত জানতে পারা গেছে। এছাড়াও, যেখানে iPhone 15 Pro Max স্মার্টফোনটির ওজন 221 গ্রাম ছিল, সেখানে iPhone 16 Pro Max এর ওজন 4 গ্রাম বাড়িয়ে 225 গ্রাম করা হয়েছে বলে জানা যাচ্ছে।

iPhone 16 Pro স্মার্টফোনটিতে 6.3 ইঞ্চির ডিসপ্লে থাকবে, যেখানে iPhone 15 Pro স্মার্টফোনটিতে 6.1 ইঞ্চির ডিসপ্লে ছিল। এছাড়াও, যেখানে iPhone 15 Pro Max এর ডিসপ্লে 6.7 ইঞ্চির ছিল, সেখানে iPhone 16 Pro Max এর ডিসপ্লে 6.9 ইঞ্চির করা হয়েছে বলে জানা গেছে। যা থেকে আমরা অতি সহজেই বলতে পারি iPhone 15 সিরিজের থেকে iPhone 16 সিরিজের স্মার্টফোনগুলি বড়ো হতে চলেছে।

এবার আমরা যদি আপনাদের বেজেল নিয়ে কথা বলতে যাই, অর্থাৎ শুধুমাত্র স্ক্রিনের বেজেল, মানে এর কিনারার কালো অংশটির কথাবলি, তাহলে যেখানে iPhone 15 Pro এর চারপাশে 1.71 mm বেজেল ছিল, সেখানে iPhone 16 Pro স্মার্টফোনটির বেজেল মাত্র 1.2 mm এর সাথে আসতে চলেছে। এছাড়াও, যেখানে iPhone 15 Pro Max স্মার্টফোনটির বেজেল 1.55 mm এর ছিল, সেখানে iPhone 16 Pro Max স্মার্টফোনটির বেজেল মাত্র 1.15 mm হতে চলেছে। আসা করা হচ্ছে, iPhone 16 সিরিজের স্মার্টফোনগুলি সেপ্টেম্বর মাসে খোলা বাজারে লঞ্চ করা হবে।

আরও জানুন

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে ও সমস্ত ফোনের ব্যাপারে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment