OnePlus কোম্পানির OnePlus 12 লঞ্চ হবার সাথে সাথেই OnePlus 13 স্মার্টফোনটির লিক সামনে আসতে শুরু করে দিয়েছে। এখন পর্যন্ত এই OnePlus 13 স্মার্টফোনটি সম্পর্কে জানা গিয়েছে এই স্মার্টফোনটি OnePlus 12 স্মার্টফোনের আপগ্রেটেড ভার্সন হতে চলেছে। বিভিন্ন সোশালমিডিয়া প্লাটফর্ম ও বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে এই নতুন আপকামিং স্মার্টফোন OnePlus 13 সম্পর্কে বেশ কয়েকটি লিক সামনে এসেছে। আপনি যদি একজন OnePlus লাভার হয়ে থাকেন ও এই নতুন স্মার্টফোনটিতে কোন কোন ধরনের ফিচার থাকছে সেই সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের এই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।
OnePlus 13 Specification
আমরা www.gsmarena.com সার্টিফিকেশন সাইট থেকে জানতে পেরেছি যে এই নতুন আপকামিং OnePlus 13 স্মার্টফোনটির পিছনের দিকের ক্যামেরা আইল্যান্ডটি একটি নতুন ডিজাইনের সাথে লঞ্চ হতে চলেছে। এছাড়াও, এই স্মার্টফোনটিতে আপনি 6,000 mAh এর মতো একটি বড়ো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং এই স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে বলে জানা গিয়েছে। আপনি যদি OnePlus 13 স্মার্টফোনটির ক্যামেরা সংক্রান্ত যে সকল লিক সামনে এসেছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে নিচের প্রতিবেদনটি ভালো করে পড়ুন।
OnePlus 13 ক্যামেরা
Weibo-তে Digital Chat Station নামে পরিচিত একজন বিখ্যাত টিপস্টারের এই OnePlus 13 স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে কথা বলার সময় জানিয়েছেন OnePlus কোম্পানির এই নতুন স্মার্টফোনটি তিনটি 50 MP ক্যামেরা সেন্সরের সাথে লঞ্চ করবে।
এই বিখ্যাত টিপস্টারের কথা আমরা যদি সত্যি মনে করে চলি, তাহলে এই OnePlus 13 স্মার্টফোনটির পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাটিও 50 MP এর হতে চলেছে এবং এই ক্যামেরাটিতে 3x অপটিক্যাল জুম থাকতে চলেছে। এছাড়াও, জানা গিয়েছে এই টেলি ক্যামেরাটি কিছু Hasselblad জাদুকরী প্রযুক্তিও সমর্থন করবে।
আমরা এর আগে OnePlus 12 স্মার্টফোনটির ক্ষেত্রে লক্ষ করেছি একটি 50 MP প্রধান ক্যামেরা, একটি 64 MP 3x টেলিফটো ক্যামেরা এবং একটি 48 MP আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। যা দেখে আমরা আসা করছি, নতুন আপকামিং OnePlus 13 স্মার্টফোনটির ক্যামেরা আরো উন্নত দক্ষতার সাথে লঞ্চ হতে চলেছে খোলা বাজারে। তবে, আসলেই OnePlus 13 স্মার্টফোনটি তার ক্যামেরায় কতটা উন্নতি ঘটায় তা জানতে আমাদের আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে।
OnePlus 13 লঞ্চের তারিখ
OnePlus 13 স্মার্টফোনটি অবশ্যই Snapdragon 8 Gen 4 SoC প্রসেসর দ্বারা চালিত হবে। OnePlus 12 স্মার্টফোনটির লঞ্চের সময় অনুযায়ী দেখলে OnePlus 13 স্মার্টফোনটি অক্টোবর মাসে লঞ্চ হতে চলেছে। যার কারনে বলাই যায়, OnePlus কোম্পানি তার OnePlus 12 এর আপগ্রেটেড ভার্সন OnePlus 13 স্মার্টফোনটির লঞ্চ হবার তারিখ নভেম্বর মাসেই ঘোষণা করে দেবে।
আরও জানুন
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে ও সমস্ত ফোনের ব্যাপারে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।