ভারতের বাজারে আসছে Xiaomi 14 Civi: লাইকা ক্যামেরা ও অসাধারণ ডিসপ্লের সাথে – জানুন বিস্তারিত

এই প্রথম Xiaomi কোম্পানি তাদের Xiaomi Civi সিরিজের স্মার্টফোন চীন দেশের বাইরে লঞ্চ করতে চলেছে যা 12 ই জুন ভারতের বাজারে Xiaomi 14 Civi নাম নিয়ে আসছে। এই Xiaomi 14 Civi স্মার্টফোনটির একটি খুব সুন্দর টিজার লঞ্চ করেছে Flipkart ইকমার্স সাইট। আপনি যদি বাজেটের মধ্যে ভালো একটি 5G স্মার্টফোন কিনতে আগ্রহী হন, তাহলে এই স্মার্টফোনটি আপনার জন্য একটি অনবদ্য অপসন হতে পারে। আপনি যদি এই Xiaomi 14 Civi স্মার্টফোনটির সমস্ত রকম স্পেসিফিকেশন ও এই স্মার্টফোনটির দাম কত হতে চলেছে এই সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news

Xiaomi 14 Civi Specification

Flipkart ইকমার্স সাইটের দ্বারা প্রকাশ করা টিজারটি থেকে আমরা এই অনবদ্য স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বেশ ধারনা করতে পেরেছি। এছাড়া, এই স্মার্টফোনটি সম্ভবত মার্চ মাসে চীন দেশে নতুন নামের সাথে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে, যেখানে এই স্মার্টফোনটি Civi 4 Pro নামে লঞ্চ করা হয়েছে।

Xiaomi 14 Civi

আসুন নিচের প্রতিবেদন থেকে এই Xiaomi 14 Civi স্মার্টফোনটির সমস্ত স্পেসিফিকেশন বিস্তারিত ভাবে জেনে নিই……

Xiaomi 14 Civi Camera

Flipkart ইকমার্স সাইটের দ্বারা প্রকাশ করা টিজারটি থেকে জানা গেছে এই Xiaomi 14 Civi স্মার্টফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যেখানে “সেগমেন্ট প্রিমিয়ার লাইকা প্রফেশনাল ক্যামেরা সিস্টেম” থাকবে যার রেঞ্জ 15mm-50mm হবে, যার সাথে আমরা Civi 4 Pro স্মার্টফোনটির ক্যামেরা সেটআপের মিল খুঁজে পেয়েছি। এছাড়াও, এই স্মার্টফোনটির 50 MP প্রাইমারি ক্যামেরার সাথে OIS সাপোর্ট পাবেন, স্মার্টফোনটিতে একটি 12 MP আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 50 MP এর 2x জুম সহ টেলিফটোগ্রাফির ক্যামেরা পেয়ে যাবেন।

Xiaomi 14 Civi Display

Flipkart ইকমার্স সাইট এই Xiaomi 14 Civi স্মার্টফোনটির ডিসপ্লের ব্যাপারে নিশ্চিত করেছে যে, এই স্মার্টফোনে “25mm সিনেমাটিক HDR”, সেলফি তোলার জন্য 120 ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ 15mm আল্ট্রাওয়াইড ক্যাপচার যুক্ত ডুয়াল ক্যামেরা যা 32MP + 32MP থাকবে, এবং “ফ্লোটিং কোয়াড-কর্ভ ডিসপ্লে” থাকবে এই স্মার্টফোনে। এছাড়াও, Flipkart ইকমার্স সাইট দাবি জানিয়েছে এই স্মার্টফোনের ডিসপ্লের ওপর গরিলা গ্লাস ভিকটাস 2 দেওয়া হবে। এই স্মার্টফোনে আপনি 120 Hz এর রিফ্রেশ রেট এবং “1.5K” রেজোলিউশন পেয়ে যাবেন। ডিসপ্লের এই সকল স্পেসিফিকেশন আমরা এর আগেই Civi 4 Pro স্মার্টফোনটিতে লক্ষ করেছি।

Xiaomi 14 Civi

Xiaomi 14 Civi সম্বন্ধ্যে আরও তথ্য

Xiaomi কোম্পানির এই Xiaomi 14 Civi স্মার্টফোনটি Qualcomm’s Snapdragon 8s Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে (যা Civi 4 Pro স্মার্টফোনটির ক্ষেত্রেও দেখা গিয়েছিল), এবং এই স্মার্টফোনটিতে 4,700 mAh এর একটি বড়ো ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে, যা 67W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

এই Xiaomi 14 Civi স্মার্টফোনটি 7.4mm পাতলা, এবং এই স্মার্টফোনের পেছনে একটি ন্যানোটেক নকল চামড়ার টেক্সচার দেওয়া হয়েছে যা এই স্মার্টফোনটির আগের ভ্যারিয়েন্টের তুলনায় ছয় গুণ বেশি সুরক্ষা প্রদান করে। এই Xiaomi 14 Civi স্মার্টফোনটি মোট তিনটি রঙের সাথে বাজারে উপলব্ধ হতে চলেছে , যেগুলি হল ক্রুজ ব্লু, ম্যাচা গ্রিন এবং শ্যাডো ব্ল্যাক।

এই স্মার্টফোন সম্পর্কিত সকল স্পেসিফিকেশন আমরা এর আগে চীন দেশে লঞ্চ হওয়া Civi 4 Pro স্মার্টফোনটির মধ্যে দেখতে পেয়েছি, যা নিশ্চিত করছে এই Civi 4 Pro স্মার্টফোনটিই নতুন নাম নিয়ে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে।

Xiaomi 14 Civi দাম

Xiaomi 14 Civi স্মার্টফোনটি সম্পর্কিত সকল স্পেসিফিকেশন জানার পর আমাদের সকলেরই এই অনবদ্য স্মার্টফোনটির দাম কত হতে চলেছে এটা জানতে ইচ্ছা করছে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি Flipkart ইকমার্স সাইট এই স্মার্টফোনটির সমস্ত স্পেসিফিকেশন সামনে আনলেও এর দাম সম্পর্কে কিছুই নিশ্চিত করেনি। তাই আপনি যদি এই স্মার্টফোনটির দাম জানতে চান, তাহলে আপনাকে 12 ই জুন Flipkart ইকমার্স সাইটের মাধ্যমে জানতে পারবেন।

আরও জানুন

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে ও সমস্ত ফোনের ব্যাপারে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment