রেডমি আবারো নতুন চমকের সাথে Redmi K80 সিরিজের স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। সংস্থার এই সিরিজে থাকছে Redmi K80 এবং Redmi K80 Pro. তবে মনে করা হচ্ছে নতুন এই স্মার্টফোনটি Redmi K70 সিরিজের আপগ্রেড ভার্সন হবে। সংস্থার তরফ থেকে যদিও এখনো পর্যন্ত সেই ভাবে কোনোরকম তথ্য সামনে না আসলেও বিশেষ কিছু সূত্র থেকে ডিভাইসটির ফিচার্স সম্পর্কে জানা গেছে। লিক হওয়া তথ্য অনুযায়ী Redmi K80 Pro স্মার্টফোনটিতে 2K ডিসপ্লে, Qualcomm Snapdragon 8 Gen 4 SoC প্রসেসর থাকবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক রেডিমির তরফ থেকে আসন্ন এই স্মার্টফোনটির বিস্তারিত তথ্য।
Redmi K80 Pro এর বিশেষ কিছু বৈশিষ্ট
- টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে যে Redmi K80 Pro-এ 2K ডিসপ্লে থাকবে, যা আমরা এর আগে Redmi K70 Pro-স্মার্টফোনে দেখেছি।
- টিপস্টারের মতে, আসন্ন “ফ্ল্যাগশিপ-এর মতো” স্মার্টফোনটি Redmi K70 Pro-তে একটি 50MP 2x টেলিফটো সেন্সরের তুলনায় একটি 50MP 3x টেলিফোটো লেন্স দেখাবে৷
- K80 Pro এখনও লঞ্চ হওয়া Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেটের সাথে আসতে পারে। ইতিমধ্যে, পূর্বসূরিতে Snapdragon 8 Gen 3 SoC বৈশিষ্ট্যযুক্ত।
Redmi K80 Pro স্মার্টফোনের ফিচার্স
ডিজিটাল চ্যাট স্টেশন রেডিমির এই নতুন ডিভাইসটির সম্পর্কে তথ্য প্রকাশ্যে এনেছে ,তথ্য অনুযায়ী Redmi K80 Pro স্মার্টফোনে হাই পারফরমেন্সের জন্য থাকতে পারে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Gen 4 এছাড়া 2K রেজুলেশন যুক্ত ডিসপ্লে। পাওয়ার সম্প্রদান করার জন্য থাকছে 5500 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি, এই ব্যাটারিটি চার্জ করার জন্য 120 ওয়াটের এই ফাস্ট চার্জার অফার করা হয়েছে।
ফটোগ্রাফির অভিজ্ঞতা উন্নত করার জন্য পিছনের দিকে আকর্ষণীয় ট্রিপল ক্যামেরা সেটাপ দেওয়া হয়েছে। যেখানে 50 মেগাপিক্সেলের তিনটি টেলিফোটো ক্যামেরা সেন্সর থাকবে। এছাড়াও থাকছে একটি অতি সংবেদনশীল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা স্মার্টফোনটিকে সুরক্ষা প্রদান করবে।
Redmi K80 Pro কবে লঞ্চ হবে
আমরা যারা স্মার্টফোন প্রেমিক তারা অবশ্যই জানি চীনের বাজারে রেডিমির K সিরিজের স্মার্টফোন গুলি ব্যাপক ভাবে জনপ্রিয় এবং নির্ভর যোগ্য। তবে ভারতীয় বাজারে কবে এই স্মার্টফোনটি আসবে সেই বিষয়ে কোনোরকম তথ্য সামনে আনেনি সংস্থাটি।