লঞ্চ করার পরই বাজি নিজের হাতে করে নিলো Vivo, সেরা ফ্ল্যাগশিপ ফোনের শিরোপা মাথায় করে নিলো দেখুন বিস্তারিত

জুন মাস পড়তে না পড়তেই জনপ্রিয় বেঞ্চ মার্কিং প্ল্যাটফর্ম আনটুটু (AnTuTu) ইতিমধ্যেই আগের মাসের সেরা কয়েকটি হাই পারফরম্যান্স যুক্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তালিকা সামনে এনেছে। এই তালিকার সবথেকে উপরের স্থান অর্জন করেছে নতুন প্রকাশ পাওয়া Vivo X100S এই স্মার্টফোনটি। তালিকার শীর্ষে থাকার কারণ হলো মিডিয়াটেক-এর লেটেস্ট এবং পাওয়ারফুল চিপসেট Dimensity 9300 এর মাধ্যমে চলে।

google news

এই চিপসেটটি মিডিয়াটেক Dimensity 9300 প্রসেসরের একটি ওভারক্লকড ভার্শন হিসেবে পরিচিত। এই প্রসেসরটিতে গুগলের মাধ্যমে ডেভেলপ করা জেমিনি ন্যানো (Gemini Nano) এবং মেটা (Meta)-এর তৈরি লামা ২ (Llama 2) ও লামা ৩ (Llama 3) সহ বিভিন্ন লার্জ ল্যাংগুয়েজ মডেলের জন্য সাপোর্টের মতো উন্নত এআই (AI) ক্ষমতা দেওয়া রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আনটুটু (AnTuTu) মাধ্যমে প্রকাশিত গত মাসের সেরা পারফর্ম করা ফ্ল্যাগশিপ মডেলের স্মার্টফোনের তালিকা গুলি।

জুনের বাজার গরম করতে আসছে ধাসু চারটি Smartphone, তালিকায় রয়েছে Vivo, Xaiomi

 Vivo X100S Pro
Vivo X100S Pro

গত মাসে AnTuTu-র দেওয়া সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তালিকা

Vivo X100S (MediaTek Dimensity 9300+) – 21,05,621

Oppo Find X7 (MediaTek Dimensity 9300) – 20,94,528

Red Magic 9 Pro Plus (Qualcomm Snapdragon 8 Gen 3) – 20,80,986

iQOO 12 (Qualcomm Snapdragon 8 Gen 3) – 20,79,919

Vivo X100 Pro (MediaTek Dimensity 9300) – 20,45,717

iQOO Neo 9S Pro (MediaTek Dimensity 9300+) – 20,43,384

Vivo X100S Pro (MediaTek Dimensity 9300+) – 20,43,218

Vivo X Fold 3 Pro (Qualcomm Snapdragon 8 Gen 3) – 20,33,054

iQOO 12 Pro (Qualcomm Snapdragon 8 Gen 3) – 20,24,909

Vivo X100 Ultra (Qualcomm Snapdragon 8 Gen 3) – 20,24,787

আনটুটু দ্বারা প্রকাশিত তালিকার র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছে MediaTek Dimensity 9300 প্রসেসের যুক্ত Oppo Find X7 এবং তৃতীয় স্থান অধিকার করেছে Red Magic 9 Pro+ যা কিনা Qualcomm ব্র্যান্ডের প্রথম এন্ট্রি হিসাবে Snapdragon 8 Gen 3 চিপ দেওয়া হয়েছে। এই তালিকার সবথেকে নজর কারা স্থান দখল করেছে iQOO Neo 9S Pro. iQOO Neo সিরিজের ডিভাইসগুলি সাধারণ ভাবে ফ্ল্যাগশিপ মডেলের হয়না, বরং এই স্মার্টফোন গুলি মিড-রেঞ্জ সেগমেন্টকে বিশেষ করে লক্ষ্য করে। তবে যাই হোক এই ডিভাইসটিতে একটি Dimensity 9300+ চিপসেট যোগ করার কারনে এই স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ তালিকায় নিজের জায়গা করে নিতে পেরেছে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment