জুনের বাজার গরম করতে আসছে ধাসু চারটি Smartphone, তালিকায় রয়েছে Vivo, Xaiomi

গত মাসে বিভিন্ন স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলি দুর্দান্ত চমকের সাথে বিভিন্ন স্মার্টফোন বাজারে লঞ্চ করেছিল, যা স্মার্টফোন প্রেমিকদের কাছে এক আলাদা উত্তেজনা তৈরি করেছিল। সেই স্মার্টফোনের তালিকায় ছিল Samsung Galaxy F55 5G, Motorola Edge 5 Fusion, Google Pixel 8a, HMD XR21, Realme GT 6T-র মতো স্মার্টফোনগুলি। এখন জানা গেছে এই মাসে অর্থাৎ জুনে ভারতের বাজারে নতুন স্মার্টফোনের ধারা বজায় রাখতে লঞ্চ হতে চলেছে আরো নতুন কিছু হ্যান্ডসেট। এই তালিকায় রয়েছে Xiaomi, Realme, Motorola, Vivo-র মত সংস্থাগুলি।

google news

চলুন তাহলে দেখে নেওয়া যাক এই জুন মাসে যে সব স্মার্ট ফোনগুলি লঞ্চ হতে চলেছে তার বিস্তারিত তথ্য এবং ফিচারস।

নতুন আপডেটে দুর্দান্ত ফিচার | OnePlus 12R এখন আরও শক্তিশালী ও স্থিতিশীল – জানুন বিস্তারিত

এই জুনে লঞ্চ হতে চলেছে চারটি Smartphone

Vivo X Fold 3 Pro- এই তালিকায় প্রথমেই রয়েছে Vivo X Fold 3 Pro আগামী 6 জুন ভারতীয় বাজারে পদার্পণ করতে চলেছে ভিভোর নতুন একটি ফোল্ডেবল স্মার্টফোন। যদিও ভিভোর দেশীয় বাজারে ইতিমধ্যে হ্যান্ডসেটটি লঞ্চ হয়ে গেছে।

four new smartphone launched in june
four new smartphone launched in june

Vivo-র এই নতুন ফোলডেবল স্মার্টফোনটিতে ফিচারস ভরে ভরে দেওয়া হয়েছে, যেখানে রয়েছে 8.03 ইঞ্চির মেন ডিসপ্লে এবং 6.53 ইঞ্চির কভার ডিসপ্লে। রয়েছে Snapdragon 8 Gen 3 র মত শক্তিশালী প্রসেসর, এর সাথেই 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, অফার করা হয়েছে 5700 mAh এর ব্যাটারিটি চার্জ করার জন্য। দুর্দান্ত ফটোগ্রাফির জন্য ট্রিপল ক্যামেরা সেটাপ দেওয়া হয়েছে, যেখানে পেয়ে যাচ্ছেন 64 মেগাপিক্সেলের টেলি ফটো ক্যামেরা সেন্সর, 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের আল্টা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর।

OnePlus Nord 4: জুলাইয়ে আসছে নতুন চমক, দেখুন সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার

Realme GT 6- তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়েলমি জিটি 6, তবে এই স্মার্টফোনটি Realme GT Neo 6-এর রিব্র্যান্ডেড সংস্করণ রূপে চলতি মাসে লঞ্চ হতে চলেছে।

দুর্দান্ত এই স্মার্টফোনটিতে অফার করা হয়েছে 5500 mAh এর শক্তিশালী ব্যাটারি, ব্যাটারিটি চার্জ করার জন্য দেওয়া হয়েছে 120 ওয়াট ওয়ার্ড ফার্স্ট চার্জিং সাপোর্ট। সাথেই মিলবে Qualcomm Snapdragon 8S Gen 3 আধুনিক প্রসেসর, ছবি তোলার জন্য 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করা হয়েছে। এছাড়াও রয়েছে বড় সাইজের 6.78 ইঞ্চির 1.5K এলটিপিও ওলেড ডিসপ্লে যেটি 120Hz রিফ্রেশ রেট যুক্ত।

Xiaomi 14 Civi- শাওমির তরফ থেকে জানানো হয়েছে 12 জুন এই স্মার্টফোনটি ভারতীয় বাজারে পা রাখবে তবে এটি চীনের বাজারে লঞ্চ হওয়া Xiaomi Civi 4 Pro রিব্যান্ডেড সংস্করণ।

শাওমির আগত এই স্মার্টফোনটিতে দেখতে পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ যেখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা,12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর এবং 50 মেগাপিক্সেলের টেলি ফটো ক্যামেরা সেন্সর। এছাড়াও দারুন সেলফি তোলার জন্য দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল ওয়াইড লেন্স এবং 32 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা যুক্ত ডুয়েল ফ্রন্ট ক্যামেরা। এর সাথেই মিলবে 4700 mAh এর ব্যাটারি যা 67 ওয়ার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। 6.55 ইঞ্চির একটি 1.5K ওলেড ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট যুক্ত।

Motorola G85 5G- এই তালিকার শেষে রয়েছে মোটোরোলার এই স্মার্টফোনটি। মটোরোলা প্রেমীদের জন্য জুন মাসটি খুবই জনপ্রিয় হতে চলেছে, সংস্থার এই স্মার্টফোনটি কত তারিখে লঞ্চ হবে সেই বিষয়ে সঠিক তথ্য না থাকলেও এই মাসেই মটোরোলার এই নতুন 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ হবে।

সব থেকে আকর্ষণীয় বিষয় হলো Motorola G85 5G স্মার্টফোনটি সারাবিশ্বে প্রথম স্মার্টফোন হতে চলেছে যেখানে Snapdragon 8 Gen 3 প্রসেসরটি থাকবে। এই স্মার্টফোনটিতে motorola অফার করেছে 5000 mAh এর 33 ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ব্যাটারি। ফটো তোলার অনুভূতি আরো আকর্ষণীয় করার জন্য সংস্থাটি 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ যুক্ত করেছে। তবে একটি লিক হওয়া তথ্য থেকে জানা গেছে আসন্ন এই স্মার্টফোনটির ডিজাইন Edge 50 সিরিজের মত হবে। ভিডিও দেখার অনুভূতি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির 120 Hz রিফ্রেশের যুক্ত একটি পি-ওলেড ডিসপ্লে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment