নতুন আপডেটে দুর্দান্ত ফিচার | OnePlus 12R এখন আরও শক্তিশালী ও স্থিতিশীল – জানুন বিস্তারিত

OnePlus কোম্পানি তাদের সদ্য লঞ্চ হওয়া OnePlus 12R স্মার্টফোনটির জন্য একটি নতুন আপডেট নিয়ে এসেছে, যেখানে এই স্মার্টফোনটি OxygenOS 14.0.0.800 সফটওয়ার দ্বারা চালিত হবে। এই আপডেটটি আসার পর OnePlus 12R স্মার্টফোনটিতে ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য পাওয়ার কনজাম্পশন অপ্টিমাইজ করা হয়েছে। এছাড়াও, এই স্মার্টফোনটির অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেলকে 2024 সালের মে মাস পর্যন্ত আপডেট করা হয়েছে। আপনি যদি OnePlus 12R স্মার্টফোনটিতে কোন কোন আপডেট এসেছে সেই সমন্ধে জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news
OnePlus 12R

আপডেটের পর OnePlus 12R

OnePlus 12R স্মার্টফোনটি আপডেটের পর অর্থাৎ OxygenOS 14.0.0.800 আপডেটটি আসার পর, এই স্মার্টফোনটির সিস্টেম স্থিতিশীলতা অনেকটা উন্নত হয়েছে। এছাড়াও, এই স্মার্টফোনটির ভলিউম ও হোম স্ক্রিন সংক্রান্ত যে সকল সমস্যা ছিল, সেই সমস্যাগুলিরও সমাধান করা গেছে। আপনি যদি OnePlus 12R স্মার্টফোনটিতে কোন কোন আপডেট এসেছে সেই সমন্ধে জানতে চান তাহলে নিচের তালিকাটি অবশ্যই দেখুন।

  • সিস্টেমের নিরাপত্তা বাড়ানোর জন্য অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেলকে 2024 সালের মে মাস পর্যন্ত আপডেট করা হয়েছে।
  • সিস্টেমের স্থিতিশীলতা অনেক বেশি উন্নত করা হয়েছে।
  • ব্যাটারি আয়ু বাড়ানোর জন্য পাওয়ার কনজাম্পশন অপ্টিমাইজ করা হয়েছে।
  • স্পিকার এবং ব্লুটুথ ইয়ারফোন থেকে ভলিউম কম আসার ব্যাপারটিও সমাধান করা হয়েছে।
  • অ্যাপ বন্ধ করার পরে হোম স্ক্রিনের ওয়ালপেপার টিমটিম করার সমস্যাটিকেও সমাধান করা হয়েছে।
  • যেখানে কোনো রকম অ্যাপ বন্ধ করার পরে হোমস্ক্রিনে তার নিজের অবস্থান পরিবর্তন করছিল, সেই সমস্যাটিরও সমাধান করা হয়েছে।

আপনি যদি একজন ভারতবর্ষের বাসিন্দা হয়ে থাকে এবং এখনও OnePlus কোম্পানির দ্বারা আনা এই OxygenOS 14.0.0.800 ফার্মওয়্যার সংস্করণ CPH2585_14.0.0.800(EX01) আপডেটটি না পেয়ে থাকেন তাহলে আপনার OnePlus 12R স্মার্টফোনটির সেটিংস মেনুতে গিয়ে ম্যানুয়ালি চেক করে দেখতে পারেন। যদিও, আপডেটটি ধীরে ধীরে ভারতের বিভিন্ন ব্যাচে লঞ্চ করা হচ্ছে তার সত্যেও আপনি আপনার স্মার্টফোনের সেটিংস মেনুতে গিয়ে ম্যানুয়ালি চেক করে দেখতে পারেন।

আরও জানুন

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে ও সমস্ত ফোনের ব্যাপারে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Sorce

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment