OnePlus Nord 4: জুলাইয়ে আসছে নতুন চমক, দেখুন সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার

OnePlus কোম্পানি গত এপ্রিল মাসে তাদের নতুন স্মার্টফোন OnePlus Nord CE4 খোলা বাজারে লঞ্চ করেছে। এখন শোনা যাচ্ছে OnePlus কোম্পানি তাদের নতুন স্মার্টফোন OnePlus Nord 4 খুব শীগ্রই খোলা বাজারে আনতে চলেছে। এমনকি OnePlus Nord 4 স্মার্টফোনটি জুলাই মাসের তৃতীয় সপ্তাহে – অর্থাৎ জুলাই 15 থেকে জুলাই 21 এর মধ্যে লঞ্চ হবার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনি যদি OnePlus Nord 4 স্মার্টফোনটি সম্পূর্ণ Specification, দাম ও এই স্মার্টফোনটির সম্পূর্ণ ফিচার সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।

google news

OnePlus Nord 4 সম্পর্কিত তথ্য

সার্টিফিকেশন সাইট www.gsmarena.com থেকে পাওয়া OnePlus Nord 4 সম্পর্কিত এই তথ্য থেকে আমরা খুব সহজেই আপনাদের জানিয়ে দিতে পারি, এই OnePlus Nord 4 স্মার্টফোনটি OnePlus Nord 3 স্মার্টফোনের উত্তরসরি স্মার্টফোন হিসাবে খোলা বাজারে লঞ্চ হতে চলেছে। এছাড়াও, আমরা আরও বলতে পারি এই স্মার্টফোনটি OnePlus Nord 3 স্মার্টফোন লঞ্চ হবার ঠিক এক বৎসর পর খোলা বাজারে লঞ্চ হতে চলেছে।

OnePlus Nord 4

OnePlus Nord 4 Specification

OnePlus কোম্পানির এই নতুন স্মার্টফোন OnePlus Nord 4 সম্ভবত একটি নতুন নামের সাথে খোলা বাজারে লঞ্চ করা হবে। আশা করা হচ্ছে, এই নতুন স্মার্টফোনটি OnePlus Ace 3V নাম নিয়ে খোলা বাজারে আত্মপ্রকাশ করবে, যা মার্চ মাসে চীন দেশে লঞ্চ করা হয়েছিল। এখান থেকে আমরা বলতে পারি এই OnePlus Nord 4 স্মার্টফোনটি Qualcomm এর Snapdragon 7+ Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে, যা 7-সিরিজের মধ্যে সবচেয়ে কার্যক্ষম SoC।

আমাদের ধারণা অনুযায়ী OnePlus কোম্পানি যদি সত্যিই এই OnePlus Nord 4 স্মার্টফোনটিকে পুনরায় নতুন নাম লঞ্চ করে, তাহলে আপনি এই স্মার্টফোনটির মধ্যে 6.74-ইঞ্চির 1240×2772 120 Hz AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন, যার সর্বোচ্চ উজ্জ্বলতা 2,150 নিট থাকবে।

এছাড়াও, এই স্মার্টফোনটি মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করা হবে একটিতে 12GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ ও অপরটিতে 16GB RAM + 512GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এবং এই স্মার্টফোনে 50 MP প্রধান ক্যামেরা OIS সহ, 8 MP আল্ট্রাওয়াইড ক্যামেরা ও 16 MP সেলফি ক্যামেরা থাকবে। OnePlus Nord 4 স্মার্টফোনটিতে আপনি 5,500 mAh এর একটি বিশাল ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং এই স্মার্টফোনটির OS Android 14 এর সাথে OxygenOS 14 দ্বারা চালিত হবে।

আরও জানুন

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে ও সমস্ত ফোনের ব্যাপারে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment