মাত্র 10 হাজার টাকায় 14GB র‍্যাম ও 8,000mah ব্যাটারির সাথে লঞ্চ হল Teclast T50 HD ট্যাবলেট, ফিচার্স জানলে আপনিও চমকে যাবেন

অবশেষে অনেক প্রতীক্ষার পর Teclast T50 HD ট্যাবলেটটি বাজারে সফলভাবে পা রাখল। জনপ্রিয় ট্যাবলেট নির্মাতা কোম্পানি টেকলাস্টের বাজেট মূল্যের দুর্দান্ত এবং বড় ডিসপ্লে যুক্ত একটি ট্যাবলেট। এই ট্যাবলেটটিতে সংস্থাটি চমৎকার কিছু বৈশিষ্ট্য দিয়েছে যেমন, Unisoc T606 প্রসেসর, 14 GB র‍্যাম, 256 GB পর্যন্ত স্টোরেজের সুবিধা। এছাড়াও রয়েছে আইপিএস এইচডি ডিসপ্লে এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন 8000 mAh এর একটি ব্যাটারি। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক Teclast T50 HD ট্যাবলেটটির বিস্তারিত স্পেসিফিকেশন এবং দাম।

google news

Teclast T50 HD চমৎকার ফিচার্স এবং স্পেসিফিকেশন

Teclast T50 HD দুর্দান্ত এই ট্যাবলেটটিতে ব্যবহার করা হয়েছে 1920 x 1200 পিক্সেল রেজুলেশন এর সাথে 60 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লেটির সাইজ 11 ইঞ্চির এবং এটি আইপিএস হাই ডেফিনেশন সাপোর্ট যুক্ত ডিসপ্লে, এই ডিসপ্লেটির মাধ্যমে আপনি অতি সহজেই উৎকৃষ্ট মানের ছবিযুক্ত সিনেমা দেখতে পারবেন। এর সাথেই ডিসপ্লেটির পিকচার কোয়ালিটি আপনাকে আকর্ষিত করতে বাধ্য করবে।

Realme GT6 ভারতে আসছে AI-সহ ফিচার, লঞ্চের তারিখ জেনে নিন

ডিসপ্লেটি (টি- কালার 3.0) প্রযুক্তির সাথে সর্বোচ্চ 400 নিট পিক ব্রাইটনেস অফার করে। ,ডিসপ্লেটিতে ব্যবহার করা এম্বেডেড প্রযুক্তি যেকোনো ছবিকে জীবন্ত উপলব্ধি করাতে সক্ষম, এছাড়াও আপনার চোখকে সুরক্ষিত করার জন্য ট্যাবলেটটিতে (TUV) লো ব্লু লাইট সার্টিফিকেসন পেয়েছে। যার ফলে আপনি অনেক সময় ধরে ট্যাবলেটটিকে ব্যবহার করলে চোখে কোনরকম ক্ষতির সম্ভাবনা থাকে না।

Teclast T50 HD Battery
Teclast T50 HD Battery

ট্যাবলেটটি চালনা করার জন্য ব্যবহার করা হয়েছে Unisoc T606 প্রসেসর 1.8 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির দুটি A75 হাই-পারফরম্যান্স কোর এবং ছয়টি পাওয়ার-এফিসিয়েন্ট A55 কোর দ্বারা নির্মাণ করা হয়েছে। তবে মনে করা হচ্ছে ট্যাবলেটটির দাম অনুযায়ী এর পারফরম্যান্স অনেকটা ভালো হবে। এছাড়াও 6 GB ফিজিক্যাল র‍্যাম, 8 GB এক্সটেন্ডেড র‍্যাম এবং 256 GB পর্যন্ত স্টোরেজ অফার করা হয়েছে।

Realme C63: নতুন ফিচার, রং এবং দাম নিয়ে বাজারে আসছে কবে

যেহেতু Teclast T50 HD ট্যাবলেটটি সাইজে অনেকটাই বড় যার কারণে পাওয়ার ব্যাকআপের জন্য 8000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি যুক্ত করা হয়েছে। এর সাথেই ব্যাটারিটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং এটি USB Type-C চার্জারের মাধ্যমে চার্জ করা যাবে। দুর্দান্ত এই ট্যাবলেটিতে ওজন রাখা হয়েছে মাত্র 530 গ্রাম এবং এটি 7.8mm থিকনেস যুক্ত।

Teclast T50 HD দাম

দামের ব্যাপারে যদি বলা হয় Teclast T50 HD ট্যাবলেটটি চীনের বাজারে লঞ্চ হয়েছে এবং সেখানে ট্যাবলেট টি পাওয়া যাচ্ছে (799 ইউয়ান) যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় 9,400 টাকা। তবে এই ট্যাবলেটটি চীনের রিটেল প্ল্যাটফর্ম থেকে কেনার জন্য উপলব্ধ করা হয়েছে, যদিও বিশ্বের বাজারে চমৎকার এই ট্যাবলেটটি কবে লঞ্চ হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম তথ্য সামনে আসেনি।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment