Realme GT6 ভারতে আসছে AI-সহ ফিচার, লঞ্চের তারিখ জেনে নিন

Realme কোম্পানি গতকাল তার GT সিরিজের নতুন ফোন বিশ্ববাজারে লঞ্চের ব্যাপারে আভাস দিয়েছে। আমরা সকলেই ইতিমধ্যে জানি যে Realme কোম্পানি অফিসিয়াল ভাবে তার GT সিরিজের Realme GT6T স্মার্টফোনটি ভারতে লঞ্চ কোড়ার কথা জানিয়েছে। তার ঠিক পরেই, গতকাল Realme কোম্পানির তরফ থেকে জানানো হয় খুব শীগ্রই Realme GT6 স্মার্টফোনটিও ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। আপনি যদি একজন Realme লাভার হয়ে থাকেন বা Realme কোম্পানির এই নতুন স্মার্টফোনটিতে Specification কী থাকছে, এই সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news

Realme কোম্পানির থেকে অফিসিয়াল

আমরা Realme কোম্পানির সহ-সভাপতি ও গ্লোবাল মার্কেটিং এর প্রেসিডেন্ট Chase Xu এর Twitter অর্থাৎ X হ্যান্ডেলের দ্বারা করা একটি পোস্ট থেকে জানতে পেরেছি Realme কোম্পানি খুব শীগ্রই তাদের GT সিরিজের একটি নতুন ফোন ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। Chase Xu দ্বারা পোস্ট করা ভিডিওটি মাত্র ৩০ সেকেন্ডের হলেও, ওই ভিডিও থেকে GT সিরিজের নতুন ফোন ভারতের বাজারে লঞ্চ হবার ব্যাপারে নিশ্চিত ইঙ্গিত বোজা যাচ্ছে। আপনারা যারা ভিডিওটি দেখতে আগ্রহী, তাদের জন্য আমরা ভিডিওটি নিচে দিয়েদিলাম।

আমরা এই ভিডিওটিতে স্পষ্ট দেখতে পাচ্ছি নিউজপেপারের ওপর 20 জুন তারিখটি উল্লেখ আছে এবং তার ওপরে GT6 স্মার্টফোনটির একটি ছবি এবং ট্যাগলাইন ‘Power meets AI’ দেখা যাচ্ছে। যেই ট্যাগলাইনটি আমাদের জানান দিয়েছে এই স্মার্টফোনটি একটি AI সমৃদ্ধ ডিভাইস হতে চলেছে। এছাড়াও, আমরা ইতিমধ্যেই এই স্মার্টফোনের রিটেইল বক্সের লিক থেকে জানতে পেরেছি যে এই স্মার্টফোনটি একটি AI সমৃদ্ধ ডিভাইস হতে চলেছে। এছাড়াও, এই স্মার্টফোনটি লঞ্চ হবার ব্যাপারে আমরা আরও নিশ্চিত হয়েছি www.gsmarena.com সার্টিফিকেশন সাইট দ্বারা করা একটি পোস্ট থেকে। যেখানে খুব শীগ্রই Realme কোম্পানি দ্বারা এই Realme GT6 স্মার্টফোনটি লঞ্চ হবার ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।

Realme GT6 Specification

এখনো পর্যন্ত Realme কোম্পানির কোনো অফিসিয়াল্স এর দ্বারা এই স্মার্টফোনটির Specification সম্পর্কে জানা যায়নি, তবে Realme কোম্পানির দ্বারা আয়োজিত 3 জুন “Real Talk” শো-এর 2য় পর্ব প্রকাশ হতে চলেছে, যেখানে আমরা আশা করি GT6 সম্পর্কে Specification সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানতে পারব।

Realme GT6 Launch Date Leaked

তবে এখন পর্যন্ত বিভিন্ন সোশালমিডিয়া প্লাটফর্মের মাধ্যমে জানা গিয়েছে এই স্মার্টফোনে Snapdragon 8s Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও, FCC এর সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছে এই স্মার্টফোনটি 5,500 mAh ব্যাটারির সাথে ও 100W চার্জিং সাপর্টের সাথে আসতে চলেছে। এই সিরিজের Pro ভ্যারিয়েন্ট অর্থাৎ Realme GT6 Pro স্মার্টফোনটি 6,000 mAh ব্যাটারি সাপর্টের সাথে লঞ্চ হবে বলে জানা গিয়েছে।

আরও জানুন

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে ও সমস্ত ফোনের ব্যাপারে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment