অবশেষে দেখা মিলল বহু চর্চিত Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6-এর ছবি, দেখুন কেমন হবে

স্যামসাঙ খুব তাড়াতাড়ি বাজারে আনতে চলেছে তাদের নতুন ফোল্ডেবল Samsung Galaxy Z Fold 6 যেখানে দুটি মডেল থাকবে, একটি বইয়ের মত Samsung Galaxy Z Fold 6 এবং অন্যটি ফ্লিপ স্টাইলের Samsung Galaxy Z Flip 6. গত কয়েক মাস ধরেই সংস্থাটির এই দুটি স্মার্টফোন রেন্ডারে এসেছিল। তবে এখন এই ফোন দুটির অফিসিয়াল প্রমো ইমেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এই ইমেজগুলি স্যামসাংয়ের কাজাখাস্থান শাখার একটি ওয়েবসাইটে দেখা মিলেছিল, তারপর সেগুলি সেই ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। ইন্টারনেট থেকে ইমেজগুলি সরিয়ে নেয়ার আগেই চারিদিকে ছড়িয়ে পড়েছে।

google news

এই পোস্টারের মাধ্যমে Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6 ডিভাইস দুটির ডিজাইন কিরকম থাকবে তা জানা গেছে। দক্ষিণ কোরিয়ার অন্যতম স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি এই জুলাই মাসে 10 তারিখে গ্যালাক্সি আনপ্যাক ইভেন্টের মাধ্যমে বেশ কয়েকটি ডিভাইস সকলের সামনে আনবে বলে জানা গেছে।

Samsung Galaxy Z Fold 6 and Z Flip 6 image
Samsung Galaxy Z Fold 6 and Z Flip 6 image

Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6 প্রমো ইমেজ সকলের সামনে এলো

স্যামসাঙ এর অফিসিয়াল প্রমো পোস্টার এর মাধ্যমে প্রকাশ পাওয়া Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6 ডিভাইস দুটি রেন্ডারের সাথে অনেক মিল দেখা গেছে, ফোল্ড ডিজাইনের সাথে আসা ডিভাইসটিতে শার্প কর্নার এবং বক্সি ডিজাইন ও পিছনের দিকে একটি পিল আকৃতির লম্বা ক্যামেরা সেটআপ রয়েছে। যদিও ডিভাইসটির এজগুলি আগের মডেলের তুলনায় খানিকটা কম গোলাকার হবে। তবে Samsung Galaxy Z Fold 6 স্মার্টফোনটি ধূসর রঙের সাথে দেখা মিলেছে, মনে করা হচ্ছে এই মডেলটি সিলভার শ্যাডো কালার নামে বাজারে আনা হবে। স্মার্টফোনটিতে অসাধারণ একটি সূক্ষ্ম পরিবর্তন করা হয়েছে যেখানে ক্যামেরা সেন্সর গুলিতে একটি খাঁজকাটা টেক্সচারের সাথে একটি রিং রয়েছে।

আরো পড়ুন: iPhone 16 Pro Max এবং iPhone 16 Pro: বিশ্বের সবচেয়ে পাতলা বেজেলসহ নতুন মডেল সম্পর্কে বিস্তারিত জানুন

Samsung Galaxy Z Flip 6 স্মার্টফোনটিতে পূর্ববর্তী মডেলের থেকে সেরকম বড় কিছু পরিবর্তন থাকবে না বলে জানা গেছে, এই হ্যান্ডসেটটি ডিজাইন আগের মতই থাকবে। লক্ষণীয় বিষয়ে এই ডিভাইসটিতে পাওয়ার বটনে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত করা হয়েছে এবং পিছনের দিকে একটি ফোল্ডার আইকন আকৃতির কভার ডিসপ্লে দেখতে পাওয়া যাবে। ক্যামেরা মডিউল গুলিতে আগের মতই অনুভূমিক এবং সেন্সার রিং গুলি ডিভাইসের বডি কালার একই রকম থাকবে। ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে এই হ্যান্ডসেটটির রং হালকা নীল থাকবে, এছাড়াও ক্যামেরার রিংগুলিও একই কালারের সাথে দেখতে পাওয়া যাবে।

সংস্থার আসন্ন এই নতুন Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6 স্মার্টফোন দুটিতে দুর্দান্ত এবং শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারির সাথে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে, এখন ডিভাইস দুটির তথ্য বিশেষভাবে সামনে না আসলেও আমরা খুব শীঘ্রই হ্যান্ডসেট দুটির বিস্তারিত তথ্য নিয়ে আসবো।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment