গত সপ্তাহে চীনের বাজারে OnePlus 13s স্মার্টফোনটির ক্যামেরার কিছু স্পেসিফিকেশন সামনে এসেছিলো, কিন্তু এবারে প্রসিদ্ধ টিপ্সটার ডিজিটাল চ্যাট স্টেশন আবারো ক্যামেরা সেন্সর সম্বন্ধিত নতুন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছে। চলুন তাহলে দেখাযাক OnePlus 13s স্মার্টফোনটির বিস্তারিত ফিচার্স গুলি।
OnePlus 13s ক্যামেরা স্পেসিফিকেশন লিক
OnePlus 13s মডেলটিতে ট্রিপল ক্যামেরা সেটাপ থাকবে বলে জানা গেছে, এবং প্রধান ক্যামেরা সেন্সরটি একটি Sony LYT808-এর সাথে আসবে। অন্য দুটি ক্যামেরা সেন্সর গুলি 3x জুমের সাথে IMX882 সেন্সর অফার হবে। তবে কিন্তু তিনটি ক্যামেরা সেন্সর 50 মেগাপিক্সেল রেজুলেশনের সাথে যেমনটা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিলো। তবে মনে করা হচ্ছে মডেলটিতে নতুন ক্যামেরা সেটাপ আগের তুলনায় আরো ভালো কোয়ালিটির ছবি তুলতে সক্ষম হবে।
Samsung Galaxy S24 FE স্মার্টফোনটির ক্যামেরা কেমন হতে চলেছে, সেই তথ্য লিক
OnePlus 13s মডেলটিতে সংস্থাটি শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেটের সাথে একটি শক্তিশালী 6000 mAh-এর ব্যাটারী অফার করেছে। এর সাথেই অতি সংবেদনশীল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং নজর করা আইল্যান্ড ডিজাইনের নতুন একটি ক্যামেরা সেটাপের সাথে আসবে বলে শোনা যাচ্ছে। জানা গেছে যে OnePlus 13s মডেলটি এই বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে। শুধুমাত্র চীনের বাজারের কারণে মডেলটি আন্তর্জাতিক বাজারে আসতে সময় নেবে।