লোকসভা ভোটার আগে মোদি সরকারের মাস্টারস্ট্রোক, লিটার প্রতি 10 টাকা কমতে পারে পেট্রল-ডিজেলে

আমাদের দেশে দিনের পর দিন পেট্রোল ডিজেল আকাশ ছোঁয়া দামের দিকে এগিয়ে চলেছে। যেই কারণে বর্তমানে ব্যাটারি চালিত যানবাহনের দিকে মানুষের ঝোঁক অনেকটাই বেড়েছে, যাদের কাছে পাম্পে যাওয়া ছাড়া উপায় নেই তাদের জন্য বড়ই কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এইরকম পরিস্থিতিতে যদি সরকারের তরফ থেকে পেট্রোল ডিজেলের দাম কম হওয়ার খবর আসে তাহলে সাধারণ মানুষের কাছে তা দারুণ খুশির খবর হয়ে দাঁড়ায়।

google news

এই বছর অর্থাৎ 2024 সালে লোকসভা নির্বাচন, তার আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে পেট্রোল ডিজেলের দাম কমানো হতে পারে বলে এমনটাই বিভিন্ন সংবাদমাধ্যম থেকে খবর পাওয়া গেছে। এই খবর কতটা সঠিক এবং কত টাকা দাম কমানো হতে পারে আসুন সে বিষয়ে বিস্তারিত জানা যাক।

Samsung Galaxy S24 Ultra Vs Apple iPhone 15 Pro Max কোন ফোনটি কেনা উচিৎ

লিটার পিছু পেট্রোল ডিজেলে 10 টাকা কমানো হতে পারে

নতুন বছরে এপ্রিল এবং মে মাসে এদেশে লোকসভা ভোট করা হবে। এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারি বা মার্চ মাসের শুরুর দিকেই পেট্রোল-ডিজেলের দাম সরকারের তরফ থেকে লিটার পিছু 10 টাকা কমানো হতে পারে বলে বিভিন্ন মাধ্যম থেকে খবর পাওয়া গেছে। আপনাদের জানিয়ে রাখি দু’বছর আগে সেন্ট্রাল এক্সাইজ পলিসি কমানোর কারণে প্রতি লিটারে পেট্রোলের দাম 8 টাকা এবং ডিজেল 6 টাকা সস্তা হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে ক্রুড ওয়েল বা অপরিশোধিত তেলের দাম কম হলেও এক্ষেত্রে ভারতবাসীর কাছে কোনোরকম সুবিধা আসেনি।

Realme 12 Pro Max ফ্লিপকার্টের সাইটে নতুন মডেলটির ফিচার ফাঁস হয়ে গেলো, কী কী চমক থাকছে জানুন

তবে পেট্রোল-ডিজেলের দাম কমানোর ব্যাপারে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম নিশ্চয়তার বার্তা প্রকাশ করা হয়নি। এই খবর যদি সত্যি হয় তাহলে এই জল্পনায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিজেই সিলমোহর দেবেন। আপনাদের জেনে রাখা ভালো চলতি আর্থিক বর্ষের তৃতীয় ত্রৈমাসিকে জ্বালানি বিক্রি করে পেট্রোলিয়াম সংস্থাগুলি 75 হাজার কোটি টাকা লাভ করেছে। যার কারণেই সাধারণ মানুষকে সান্তনা দিতে জ্বালানি তেলের দাম কমানোর জল্পনা ব্যাপকভাবে ছড়িয়েছে।

তবে বিভিন্ন রাজ্যে ট্যাক্স এর পরিমাণ কম বেশি হওয়ার কারণে পেট্রোল-ডিজেলের দামের ফারাক সেই ভাবে নজরে পড়ে না। যেমন ধরুন বর্তমানে রাজধানী শহর দিল্লিতে প্রত্যেক লিটার পেট্রোল এবং ডিজেলের দাম 96.71 টাকা এবং 89.62 টাকা। অন্যদিকে স্বপ্নের নগর মুম্বাই শহরে দাম দাঁড়ায় 106.31 টাকা ও 92.78 টাকা। মুম্বাই শহরের মতো আরও অন্যান্য শহরে পেট্রোল-ডিজেলের দাম ইতি মধ্যে তিন অঙ্কের দোরগোড়ায় পৌঁছে গেছে। এক কথায় বলতে গেলে পেট্রোল-ডিজেলের দাম সেঞ্চুরি করে ফেলেছে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment