ভারত সরকার Jio থেকে BSNL সকল গ্রাহকদের সতর্কতা জারি করলো, SMS আসলেই বিপদ

আমাদের কাছে ভুয়ো কল কিংবা মেসেজ করে প্রতারণা করাটা নতুন কিছু নয়। আমরা মোবাইল ব্যবহারকারীরা সকলেই জানি কিভাবে প্রতারকরা নতুন নতুন ফাঁদ তৈরি করছে প্রতারণা করার জন্য। নতুন বছর আসার পরও এই সমস্যা থেকে এখনো সেই ভাবে মোকাবেলা করা সম্ভব হয়নি। তাই কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণার মাধ্যমে সবকিছু স্পষ্ট হয়ে গেল। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TARI সকল মোবাইল ব্যবহারকারীদের Jio, Airtel, Vodafone Idea, BSNL এই দেশীয় টেলিকম সংস্থাগুলির নাম দিয়ে মোবাইলে আসা মেসেজগুলির সম্পর্কে সতর্কতা জারি করেছে।

google news

TARI এর মতে এই ধরনের মেসেজগুলি সাইবার ক্রিমিনালরা নতুন পদ্ধতিতে প্রতারণা করার জন্য পাঠাচ্ছে। তবে TRAI এর নাম করে মেসেজ পাঠিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ছকে ফাঁসানো হচ্ছে বলে সংবাদমাধ্যমে সংস্থাটির সচিব ভি রঘুনন্দন জানিয়েছেন।

TRAI থেকে মোবাইল ব্যাবহারকারীদের কাছে ছড়াচ্ছে ভুয়ো SMS

ট্রাই এর নাম করে প্রতারকরা সাধারণ মোবাইল ইউজারদের কাছে এসএমএস পাঠাচ্ছে, যেখানে তারা ফোনের কানেকশন বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে বা টাওয়ার ইনস্টলেশন করা হবে, এই বলে অথবা মোবাইল নম্বর ভেরিফিকেশন করার নামে (NOC) চাইছে। এই ধরনের ভুয়ো এসএমএস সম্পর্কে সংস্থাটি অনেকবার সতর্কতা জারি করেছে।

TRAI alert mobile user

ইতিমধ্যে TRAI নিজেই সকলকে SMS পাঠাচ্ছে

ট্রাই এর দেওয়া নির্দেশ অনুযায়ী এখন ভারতের সমস্ত টেলিকম অপারেটর ‘BT-TRAIND’ হেডার আইডি যুক্ত করে একটি মেসেজ দেশের সকলের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এসএমএসটি ভালো করে পড়লে দেখতে পাবেন ওখানে লেখা আছে ‘কখনোই কোনো কোম্পানি মেসেজ পাঠিয়ে বা কলের মাধ্যমে মোবাইল কানেকশন বিচ্ছিন্ন করা কিংবা মোবাইল নম্বর ভেরিফিকেশন করা বা অবৈধ কার্যকলাপের রিপোর্টের কথা কখনোই বলে না। তাই সকলকে এইসব বিষয়গুলি থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত এরকম কোন প্রতারণার সম্ভাবনা হলে অবশ্যই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ করতে ভুলবেন না।

ভারতের মতো এত জনবহুল দেশে যেখানে 1.15 বিলিয়ন এক্টিভ মোবাইল ইউজার রয়েছে, এর মধ্যে রিলায়েন্স জিওতে 450 মিলিয়ন ইউজার, ভারতীয় এয়ারটেল 380 মিলিয়ন এবং ভোডাফোন 220 মিলিয়ন ইউজারের সাথে যুক্ত। এছাড়া ভারত সরকারের নিজস্ব টেলিকম সংস্থা বিএসএনএল 95 সাবস্ক্রাইবার রয়েছে। আর এইসব কারণের জন্যই বছরের প্রথম দিন থেকেই সমস্ত টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহকদের ওয়ার্নিং মেসেজ শেয়ার করতে বলা হয়েছে। কয়েকদিনের মধ্যেই ভারতের সকল মোবাইল ব্যবহারকারীদের কাছে তাদের আঞ্চলিক ভাষায় এই সতর্কবার্তা পৌঁছে যাবে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment