Reliance Disney সব ধরণের কন্টেন্ট একজায়গায় পেতে হাত মেলালো রিলায়েন্স ও ডিজনি ১১৫০০ কোটি টাকার বড়ো লগ্নি

ভারতে আবারো নতুন চমকের সাথে হাজির রিলায়েন্স ইন্ডাস্ট্রি। কয়েক দিন ধরেই রিলায়েন্স Viacom18 এবং Disney-র সাথে একটি জয়েন্ট ভেঞ্চার গঠনের কথা বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসছিল, ইতিমধ্যে এই জয়েন্ট ভেঞ্চারটি গঠন করার জন্য চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। যেখানে Viacom18 এবং Star India একসাথে কাজ করবে এই JV তে মোট 11,500 কোটি টাকা বিনিয়োগের কথা বলেছে Reliance Industries.

google news

একটি রিপোর্ট থেকে জানা গেছে নতুন জয়েন্ট ভেঞ্চারটিতে এই মুহূর্তে ট্রানজেকশন ভ্যালু 70,352 কোটি টাকাতে গিয়ে পৌঁছেছে। জয়েন্ট ভেঞ্চারটিতে অংশীদারিত্ব গঠন হওয়ার পর সংস্থাটি রিলায়েন্স ইন্ডাস্ট্রির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। এই জয়েন্ট ভেঞ্চারটিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রির অংশীদারিত্ব থাকবে 16.34% এবং Viacom18 এর অংশ থাকবে 46.82% ও Disney শেয়ার থাকবে 34.84 শতাংশ।

রিলায়েন্স ইন্ডাস্ট্রির জয়েন্ট ভেঞ্চার শেয়ার

সংস্থাশেয়ার শতাংশ
Reliance Industries16.34 শতাংশ
Viacom1846.82 শতাংশ
Disney 34.84 শতাংশ

নবগঠিত এই জয়েন্ট ভেঞ্চারটিতে (JV) চেয়ারপারসনের জায়গায় থাকবেন নিতা আম্বানি এবং ভাইস চেয়ারপারসনের জায়গায় রাখা হয়েছে মিস্টার উদয় শঙ্কর কে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতীয় বিনোদন এবং খেলার জগতের কনটেন্ট এর জন্য ভারতের বৃহত্তম টিভি সো এবং ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এর শীর্ষে অবস্থান করবে।

ATM Card Frauds: ATM থেকে টাকা তোলার সময় এটিএম কার্ড আটকে গেলে এই ভুলটি মোটেও করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে

Reliance Disney

এই জয়েন্ট ভেঞ্চারটিতে যেসব মিডিয়া প্ল্যাটফর্ম গুলির উপস্থিতি দেখতে পাওয়া যাবে সেগুলি হল- Colors, StarPlus, Star Gold, Star Sports, Sports18, JioCinema এবং Hotstar. এখানে একটি মাত্র প্ল্যাটফর্ম এর মাধ্যমে বিভিন্ন মিডিয়া কনটেন্ট গুলি দেখা সম্ভব। রিলায়েন্স ইন্ডাস্ট্রির তরফ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে তারা এই জয়েন্ট ভেঞ্চারটির মাধ্যমে 750 মিলিয়নের বেশি দর্শকদের একত্রিত করতে পারবে।

ডিজনি কোম্পানির সিইও বব ইগার একটি সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছেন- ‘ভারত হল সারা বিশ্বের সবথেকে বেশি জনসংখ্যা যুক্ত বাজার তাই আশা করা যায় আমাদের এই যৌথ উদ্যোগ সফলতা পাবে এবং রিলায়েন্সের এই বিষয়গুলিতে অনেক ভালো দক্ষতা রয়েছে। এই প্লাটফর্ম এর মাধ্যমে আমরা প্রত্যেক ব্যবহারকারীদের দারুন ডিজিটাল পরিষেবা এবং বিনোদন ও খেলার মত দুর্দান্ত বিষয়গুলির পরিষেবা দিতে পারব’। এছাড়াও তিনি আরো বলেন 2024 সালের শেষের দিকে অথবা 2025 সালের প্রথমের দিকে এই চুক্তিটি সম্পূর্ণ করা হবে বলে আশা করা হচ্ছে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment