মার্চ মাস পড়তেই বদলে গেল এই ৫টি নিয়ম | ঝামেলার হাত থেকে বাঁচতে এখুনি দেখে নিন নিয়মগুলি

চলে এল ২০২৪ সালের তৃতীয় মাস মার্চ। প্রতি বৎসরের মতো এই বৎসর মার্চ মাসটি বাজার এবং আর্থিক ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব রাখবে। এর কারণ ভারতবর্ষের মাটিতে আর্থিক বর্ষ হিসাবে এপ্রিল মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত এক আর্থিক বর্ষ হিসাবে ধরা হয়। সে দিক থেকে মার্চ মাস হল ২০২৩ – ২০২৪ অর্থিক বর্ষের শেষ মাস। এর ফলে এই মাসেই সরকারের কাছে অনেক হিসেব-নিকেশ করা, জরুরি কাগজপত্র জমা দেওয়ার মত ব্যাপারগুলি ঘটে।

google news

এছাড়াও, প্রত্যেক মাসের শুরুতে কিছু সরকারি নিয়ম কানুনের পরিবর্তন দেখা যায় প্রশাসনিকভাবে। তাই আজ আমি আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে মার্চ মাস পড়তেই বদলে গেল এই ৫টি নিয়ম এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। আপনি যদি মার্চ মাস পড়তেই কোন কোন নিয়মের পরিবর্তন হল এই সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

মার্চ মাস পড়তেই বদলে গেল এই ৫টি নিয়ম

মার্চ মাস পড়তেই বদলে গেল এই ৫টি নিয়ম। এই নিয়মগুলি কি কি এই নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করলাম। আপনি যদি এই নিয়ম গুলি সম্পর্কে জানতে চান তাহলে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

  1. জ্বালানির দাম
  2. LPG গ্যাস সিলিন্ডারের দাম
  3. ব্যাঙ্কে বড় ছুটি
  4. ফাস্টট্যাগ (FASTag) বাতিল হলে গুণতে হবে মোটা জরিমানা
  5. কঠোর সোশ্যাল মিডিয়া বিধি

1. জ্বালানির দাম

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতিমাসের ১ ও ১৬ তারিখ সকালের মধ্যে পেট্রল, ডিজেল ও সিএনজি গ্যাসের দাম কত থাকবে এই নিয়ে আলোচনা করে। এই নিয়ম মেনেই ১ মার্চ সকাল থেকে নতুন দামে জ্বালানি পাওয়া যাবে। কিন্তু সামনেই লোকসভা নির্বাচন থাকার কারণে জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা কম। বরং সোনা যাচ্ছে ডিজেলের দাম খানিকটা হলেও কমতে পারে। এটা আমাদের মতো সাধারণ মানুষের কাছে একটি স্বস্তির খবর।

2. LPG গ্যাস সিলিন্ডারের দাম

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এই মাসে রান্নার গ্যাসের দাম কত থাকবে তা প্রত্যেক মাসের প্রথম দিনের বৈঠকেই ঠিক করে নেয়। ২০২৩ সালের অগস্ট মাসে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমিয়েছে। তার পর থেকে গত কয়েক মাস আমরা দেখেছি বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কোনো রকম বাড়ায়নি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তবে মনে রাখবেন, বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সবসময়ই ওঠা-নামা করতে থাকে। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই মুহূর্তে রান্নার গ্যাসের দাম বাড়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

মার্চ মাস পড়তেই বদলে গেল এই ৫টি নিয়ম

3. ব্যাঙ্কে বড় ছুটি

প্রত্যেকটি মাসেই কত দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেই সম্পর্কে একটি তালিকা বের করে RBI (রিজাব ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)। মার্চ মাসে কত দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তার তালিকা ইতিমধ্যেই বার করে দিয়েছে RBI। এই ছুটির তালিকার মধ্যে দেখা যাচ্ছে মার্চ মাসে বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের কারণে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কিন্তু আর্থিক বর্ষের শেষ মাসে এত দিনের ছুটি দেখে চিন্তায় পড়েছেন বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকরা।

4. ফাস্টট্যাগ (FASTag) বাতিল হলে গুণতে হবে মোটা জরিমানা

২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ছিল গাড়িতে লাগানো ফাস্ট ট্যাগের KYC সম্পূর্ণ করার শেষ দিন। ১ মার্চ থেকে দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে যারা নির্ধারিত সময়ের মধ্যে ফাস্ট ট্যাগের KYC সম্পূর্ণ করবে না তাদেরকে এই বিষয়ে আগেই জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এর কারণ নির্ধারিত সময়ের মধ্যে KYC সম্পূর্ণ না করলে ফাস্ট ট্যাগ বাতিল হয়ে যাবে।

5. কঠোর সোশ্যাল মিডিয়া বিধি

১ মার্চ এর পর থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স এর মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলিতে কোনো কিছু পোস্ট করা বা শেয়ার করার আগে একটু ভাববেন। কারণ কেন্দ্রীয় সরকার সোশ্যাল মিডিয়ার জন্য একটি নতুন নিয়ম নিয়ে ১ মার্চ থেকে লাগু করেছে। এই নিয়মের মধ্যে বলা আছে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম ভুল তথ্য পোস্ট করেন, তার জন্য আমিনাকে মোটা জরিমানা দিতে হবে।

শেষ কথা

আপনার যদি আমাদের এই প্রতিবেদন থেকে মনে হয় যে আপনি মার্চ মাস পড়তেই বদলে গেল যে ৫টি নিয়ম সেই সম্পর্কে সঠিক ভাবে জানতে পেরেছেন। তাহলে দয়া করে আপনার চেনা পরিচিত যে সকল ব্যাক্তিদের সাথে এই প্রতিবেদনটি শেয়ার করে দিন যাতে তারাও মার্চ মাস পড়তেই বদলে গেল যে ৫টি নিয়ম সেই সম্পর্কে সঠিক ভাবে জানতে পারে। এই ধরনের সকল আপডেট ও দৈনিক বাজার দর সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটি ফলো করুন।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment