Samsung Galaxy S24 Ultra Vs Apple iPhone 15 Pro Max কোন ফোনটি কেনা উচিৎ

Samsung Galaxy S24 Ultra Vs Apple iPhone 15 Pro Max :- নমস্কার সকল দর্শক বন্ধুদের, আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আমাদের প্রতিবেদনটিতে ঢোকার জন্য। আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের Samsung Galaxy S24 Ultra Vs Apple iPhone 15 Pro Max কোন ফোনটি কেনা উচিৎ এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো। অনেক অপেক্ষার পর 17 জানুয়ারি, 2024 সালে Samsung কোম্পানি তাদের নতুন স্মারটফোন সিরিজ Samsung Galaxy S24 সিরিজ লঞ্চ করেছে।

google news

এই সিরিজটির মধ্যে আছে Samsung Galaxy S24, Samsung Galaxy S24+ ও Samsung Galaxy S24 Ultra এই তিনটি মোবাইল। এছাড়াও, 2023 সালের 12 সেপ্টেম্বর লঞ্চ হয়েছে iPhone কোম্পানির iPhone 15 সিরিজ। এই সিরিজটির মধ্যে iPhone 15, iPhone 15 Pro ও iPhone 15 Pro Max এই তিনটি মডেল দেখেছি। আজকের প্রতিবেদন থেকে আসুন জেনে নিই Samsung Galaxy S24 Ultra Vs Apple iPhone 15 Pro Max কোন ফোনটি কেনা উচিৎ সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

Samsung Galaxy S24 Ultra Vs Apple iPhone 15 Pro Max কোন ফোনটি কেনা উচিৎ

Samsung Galaxy S24 Ultra Vs Apple iPhone 15 Pro Max কোন ফোনটি কেনা উচিৎ

Samsung Galaxy S24 Ultra Vs Apple iPhone 15 Pro Max কোন ফোনটি কেনা উচিৎ সেটা জানতে গেলে আমাদের এই দুটি ফোনের সমস্ত Specifications সম্পর্কে বিস্তারিত জানতে হবে। টা না হলে আমরা এই দুটি অত্যাধুনিক ফোনের মধ্যে তুলনা করতে পারবনা। আসুন নিচের প্রতিবেদন থেকে Samsung Galaxy S24 Ultra Vs Apple iPhone 15 Pro Max কোন ফোনটি কেনা উচিৎ, ফোন দুটির মধ্যে তুলনা করে জেনে নিই।

Samsung Galaxy S24 Ultra Vs Apple iPhone 15 Pro Max ফোনগুলির ডিসপ্লে

টাইটেনিয়াম ফ্রেম যুক্ত Samsung Galaxy S24 Ultra ফোনটিতে 6.8 ইঞ্চির একটি FHD+ Dynamic 2X ডিসপ্লে আপনি পেয়ে যাবেন। যা 120Hz রিফ্রেসরেট ও 2600 নিটস ব্রাইডনেস সাপোর্ট করে। Samsung Galaxy S24 Ultra ফোনটির ডিসপ্লের সাথে ভিশন বুস্টার ফিচার যুক্ত করা হয়ছে, যা বাইরে বেরিয়ে থাকলেও দেখতে খুব সুন্দর লাগে।

সেই একজায়গায় দাড়িয়ে টাইটেনিয়াম বডির সাথে আসা iPhone 15 Pro Max ফোনটিতে 6.7 ইঞ্চির LTPO Super Retina XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। যা 2000 নিট পিক ব্রাইটনেস প্রদানের পাশাপাশি LTPO প্রযুক্তিও আপনাকে উপহার দেয়। এছাড়াও, এই ফোনের ডিসপ্লেটি অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ও অলওয়েজ অন‌ ডিসপ্লে ফিচারও সাপোর্ট করে।

Samsung Galaxy S24 Ultra Vs Apple iPhone 15 Pro Max ফোনগুলির প্রসেসর, অপারেটিং সিস্টেম, RAM, ইন্টারনাল স্টোরেজ

Samsung Galaxy S24 ফোনটিতে Qualcomm SM8650-AC Snapdragon 8 Gen 3 er moto শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়ছে সেখানে Apple iPhone 15 Pro Max ফোনটিতে iPhone কোম্পানির নিজস্ব Apple A17 Pro প্রসেসর ব্যবহার করা হয়েছে। Samsung Galaxy S24 Ultra ফোনটি Android 14 অপারেটিং সিস্টেম আপনাকে অফার করছে এবং Apple iPhone 15 Pro Max ফোনটি আপনাকে iOS 17 অপারেটিং সিস্টেম অফার করছে।

Samsung Galaxy S24 Ultra ফোনটি 12 GB RAM+ 1 TB ইন্টারনাল স্টোরেজের সাথে বাজারে উপলব্ধ আছে। সেখানে Apple iPhone 15 Pro Max ফোনটিতে আপনি 8 GB RAM+ 1 TB ইন্টারনাল স্টোরেজ পাবেন।

Samsung Galaxy S24 Ultra Vs Apple iPhone 15 Pro Max ফোনগুলির ক্যামেরা সেটআপ

Samsung কোম্পানির Samsung Galaxy S24 Ultra ফোনটির মধ্যে একটি দুর্ধর্ষ কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটিতে আপনি 200 MP এর একটি প্রাইমারি ক্যামেরা, 12 MP এর একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 5X জুম সহ 50 MP এর একটি ম্যাক্রো ক্যামেরা ও 3X জুম সহ 10 MP এর একটি মাইক্রো ক্যামেরার সেটআপ পেয়ে যাবেন। যা দিয়ে আপনি 4k@30fps এ ভিডিও রেকডিং করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে সেলফি তোলার জন্য একটি 12 MP এর সুন্দর সেলফি ক্যামেরা পেয়ে যাবেন।

Samsung Galaxy S24 Ultra Vs Apple iPhone 15 Pro Max কোন ফোনটি কেনা উচিৎ

আমরা সকলেই জানি Apple তার ক্যামেরার জন্য বিখ্যাত। এই কোম্পানি তার Apple iPhone 15 Pro Max ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে। এই ফোনটিতে আপনি 48 MP এর প্রাইমারি ক্যামেরা, 12 MP এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও 12 MP এর ম্যাক্রো ক্যামেরার সেটআপ পেয়ে যাবেন। যা দিয়ে আপনি 4k@30fps এ ভিডিও রেকডিং করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে সেলফি তোলার জন্য একটি 12 MP এর সুন্দর সেলফি ক্যামেরা পেয়ে যাবেন।

Samsung Galaxy S24 Ultra Vs Apple iPhone 15 Pro Max ফোনগুলির কানেক্টিভিটি বিকল্প, ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি

Samsung Galaxy S24 Ultra স্মার্টফোনটির কানেক্টিভিটি বলতে এই ফোনে থাকছে 5G, 4G/LTE Wifi-7, Wifi Direct, Bt 5.3 ও USB Type-C পোর্ট। এছাড়াও, পাওয়ার ব্যাকআপের জন্য 5000 mAh এর মতো বড়ো ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। Samsung কোম্পানির তরফ থেকে জানা গেছে, এই ব্যাটারি 65% চার্জ হতে 30 মিনিট সময় নেয়। এছাড়াও, এই ফোনে ওয়্যারলেস পাওয়ার শেয়ার ফিচার আছে, যা অন্য ওয়্যারলেস সাপোর্ট যুক্ত স্মার্টফোনগুলিকে চার্জ করতে সাহায্য করবে।

কানেক্টিভিটির জন্য Apple iPhone 15 Pro Max ফোনটিতে Wifi 802.11 A/B/G/N/AC/6E, Bt 5.3, Hotspot, GPS, NFC, Glonus, Galalio, ডিসপ্লে পোর্ট এবং USB Type-C 3.0 পোর্ট রয়েছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 4441 mAh এর মতো একটি বড়ো ব্যাটারি রয়েছে, যা 15W ওয়্যারলেস MagSafe চার্জিং, 7.5/15W ওয়্যারলেস Qi চার্জিং এবং 4.5W রিসার্ভ চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

Samsung Galaxy S24 Ultra Vs Apple iPhone 15 Pro Max ফোনগুলির দাম

Samsung কোম্পানির এই Samsung Galaxy S24 Ultra ফোনটি মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। এই Samsung Galaxy S24 Ultra ফোনটির স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম ———

স্টোরেজ ভ্যারিয়েন্টদাম
12 GB RAM + 256 GB Internal Storage1,29,999
12 GB RAM + 512 GB Internal Storage1,39,999
12 GB RAM + 1 TB Internal Storage1,59,999

Apple কোম্পানির এই Apple iPhone 15 Pro Max ফোনটি মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। এই Apple iPhone 15 Pro Max ফোনটির স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম ———

স্টোরেজ ভ্যারিয়েন্টদাম
256 GB Internal Storage1,59,900
512 GB Internal Storage1,79,900
1 TB Internal Storage1,99,900

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment