Realme 12 Pro Max ফ্লিপকার্টের সাইটে নতুন মডেলটির ফিচার ফাঁস হয়ে গেলো, কী কী চমক থাকছে জানুন

আগামী 29 জানুয়ারি ভারতীয় বাজারে রিয়েলমি তাদের Realme 12 Pro সিরিজ আনতে চলেছে। এই সিরিজের মধ্যে দুটি ডিভাইস থাকবে বলে জানা গিয়েছিল Realme 12 Pro এবং Realme 12 Pro+ তবে কিন্তু এখন নতুন একটি খবর পাওয়া গেছে যেখানে সংস্থাটি এই লাইনআপের টপ মডেল Realme 12 Pro Max নিয়ে আসবে।

google news

এই টপ মডেলের খবরটি ভারতের একটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এর মাধ্যমে জানা গিয়েছে। তারা মডেলটিকে এই লাইনআপে লিস্টেড করেছে, যদিও খবরটি পাওয়ার পরেই ফ্লিপকার্ট এই লিস্টিং সরিয়ে দিয়েছে। কিন্তু তার স্ক্রিনশটটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।

Realme 12 Pro Max ফ্লিপকার্টে ফাঁস হওয়া ছবি

ফ্লিপকার্ট প্লাটফর্মে টপ মডেলটি কিছু সময়ের জন্য দেখা গেলেও সেখান থেকে এই মডেলটির কিছু বৈশিষ্ট্য জানা গেছে। স্মার্টফোনটি ফ্লিপকার্টে সাবমেরিন ব্লু কালার এর সাথে দেখা গিয়েছিল। এখান থেকেই জানা গেছে ডিভাইসটিতে 6.7 ইঞ্চির পাঞ্চ হোল কাটাউট ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে ফোনটিতে 8GB র‍্যাম থাকবে। ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইট এর সাথে ট্রিপল ক্যামেরা সেটাপ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তবে ফ্লিপকার্ট থেকে এর থেকে বেশি কিছু তথ্য পাওয়া যায়নি।

আমেরিকার বাজারের পর ভারতীয় বাজারে পা রাখলো Samsung Galaxy S24 ফিচার্স সহ দাম জানুন

Realme 12 Pro Max

বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে Realme 12 Pro Max স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে এবং ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন (OIS) সাপোর্ট যুক্ত। এছাড়া একটি 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ পোর্ট্রেট লেন্স থাকতে পারে এবং এটিও OIS সাপোর্ট যুক্ত হবে।

Samsung Galaxy S24 Ultra Vs Apple iPhone 15 Pro Max কোন ফোনটি কেনা উচিৎ

এছাড়া আরো জানা গেছে Realme 12 Pro Max মডেলটিতে 120 Hz এর কার্ভড ভিশন ডিসপ্লে এবং রোলেক্স ওয়াচের মত ক্যামেরা ডিজাইন দেওয়া হবে. স্মার্টফোনটি অপারেটিং হবে Android v14 এর মাধ্যমে এবং স্টোরেজ হিসেবে এখানে দেওয়া হতে পারে 8 GB র‍্যাম এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এই মডেলটির বেশ ভ্যারিয়েন্ট 33,999 টাকাতে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া 12 GB র‍্যাম এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম থাকতে পারে 35,999 টাকা।

Realme 12 Pro Max

Realme 12 Pro এবং Realme 12 Pro+ দুটি মডেলেই অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেওয়া হয়েছে যা 6.7 ইঞ্চির। যেখানে ডিসপ্লেটি ফুল এইচডি+ রেজুলেশন যুক্ত এবং 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে বলে জানা গেছে। এছাড়া অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন (OIS) সাপোর্ট যুক্ত 50 মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর থাকবে।

সংস্থাটির Realme 12 Pro+ মডেলটিতে 3x জুমের সাথে OmniVision OV64B পেরিস্কোপ টেলিফটো লেন্স পাওয়া যাবে। তবে প্রো মডেলটিতে 2x জুমের সাথে 32 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স থাকতে পারে বলে মনে করা হচ্ছে। Realme 12 Pro এবং Realme 12 Pro+ এই দুটি মডেলে সামনের দিকে 16 মেগাপিক্সেলের এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা থাকবে। এছাড়াও দুটি ডিভাইসেই 5000 mAh এর ব্যাটারি যুক্ত করা থাকবে এবং এই ব্যাটারী দুটি চার্জ করার জন্য 67 ওয়াটের USB Type-C চার্জার দেওয়া হবে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment