Moto কোম্পানি তাদের নতুন স্মার্টফোন Moto G85 5G খুব শীগ্রই বিশ্ববাজারে লঞ্চ করতে চলেছে। মে মাসের প্রথম দিকেই এই স্মার্টফোনটিকে Geekbench এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাওয়া গেছে। এছাড়াও, এই অনবদ্য স্মার্টফোনটিকে একটি ইউরোপীয় রিটেইল সাইটে দেখতে পাওয়া গিয়েছিল যেখানে এই স্মার্টফোনটির দাম কত হতে চলেছে সেই সম্পর্কে ধারণা পাওয়া গেছে। আপনি যদি Moto কোম্পানির এই নতুন Moto G85 5G স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম ও ডিজাইন সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Read More :- 108 MP ক্যামেরার সাথে চমকে দেবার মতো ফিচার্স নিয়ে হাজির Infinix Note 40 5G না দেখলেই মিস করবেন
Moto G85 5G Specification (সম্ভাব্য)
Specifications | Details |
---|---|
Processor | Qualcomm Snapdragon 4 Gen3 |
RAM | 8 GB, 12 GB |
Internal Storage | 256 GB |
Display | 6.56 inches; P OLED |
Resolution | 1080 x 2400 px (401 PPI) |
Refresh Rate | 120 Hz |
Display Type | Punch Hole Display |
Rear Camera | 50 MP Wide Angle Primary Camera |
Wide Angle Camera | 2 MP Ultra-Wide Angle Camera |
Video Recording (Rear) | 1080p @ 30 fps |
Front Camera | 32 MP Wide Angle Lens |
Battery Capacity | 5000 mAh |
Charging Speed | 67W TurboPower Charging |
SIM Slots | SIM1: Nano, SIM2: Nano |
5G Support | Supported |
Expandable Storage | Upto 1 TB |
Durability | Dust Resistant, Water Resistant |
Operating System | Android v14 |
Read More :- Vivo V40 সিরিজের ফোনগুলি কেমন হতে চলেছে জেনে নিন
Moto G85 5G ফোনের ডিজাইন হল ফাঁস
Moto G85 স্মার্টফোনটির যে সকল ডিজাইন বিভান্ন সোশ্যালমিডিয়ায় ফাঁস হয়েছে সেখান থেকে আমরা জানতে পেরেছি এই স্মার্টফোনটির ডিসপ্লে ওপর এবং নীচের দিকে রাউন্ড হয়ে কার্ভ সৃষ্টি করেছে৷ যেখানে আমরা এই স্মার্টফোনটির আগের ভ্যারিয়েন্ট Moto G84 লক্ষ করেছি একটি ফ্ল্যাট ডিসপ্লে। এই Moto G85 স্মার্টফোনটির ধারগুলিও কার্ভড এবং পিছনের দিকে একটি ইউনি-বডি স্টাইলের ক্যামেরা সেটআপের মধ্যে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও, ক্যামেরা মডিউলের পাশে একটি ফ্ল্যাশ লাইট দেখতে পাওয়ায় যাচ্ছে। পিছনে ক্যামেরা মডিউলের মধ্যে আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পেয়েছি, যেখানে 50MP + 2MP -র একটি অনবদ্য ক্যামেরা সেটআপ আছে। এছাড়াও, এই স্মার্টফোনটিতে আপনি 32 MP -র একটি অনবদ্য সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন।
Moto G85 স্মার্টফোনটির স্পেসিফিকেশনের ক্ষেত্রে জানা গেছে এই স্মার্টফোন একটি নতুন ধরনের Qualcomm প্রসেসরের সাথে আসবে, যার মধ্যে Adrino 619 GPU সংযুক্ত থাকবে। এছাড়াও, জানা গেছে এইব স্মার্টফোনটিতে অ্যাড্রেনো 619 GPU Qualcomm Snapdragon 695 এবং Snapdragon 480 চিপসেট দেওয়া হয়েছে। Geekbench এর ওয়েবসাইটে দেখা গেছে যে, এই নতুন প্রসেসরটির বেস ক্লক স্পিড 2.02 গিগাহার্টজ এবং পিক ক্লক স্পিড 2.30 গিগাহার্টজ। অনুমান করা হচ্ছে যে, এই প্রসেসরটি সম্ভবত Qualcomm Snapdragon 4 Gen3 হবে।
Moto G85 স্মার্টফোনটির লঞ্চের তারিখ সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও, এই স্মার্টফোনটির দাম সম্পর্কে আমরা জানতে পেরেছি। এই অনবদ্য স্মার্টফোনটির মোট দুটি ভ্যারিয়েন্ট বিশ্ব-বাজারে লঞ্চ হতে চলেছে। যার মধ্যে 8 GB RAM + 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনটির দাম প্রায় 25,050 টাকা ও 12 GB RAM + 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনটির দাম প্রায় 27,050 টাকা রাখা হবে বলে জানা গেছে।
Read More :- খুব শীগ্রই বাজারে মিড-রেঞ্জের মধ্যে আসছে Vivo Y200e 5G ফোনটি | Vivo Y200e 5G Specification
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে ও সমস্ত ফোনের ব্যাপারে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।