ইতিমধ্যে বাজারে চলে এসেছে কাঙ্খিত Infinix Note 40 5G স্মার্টফোন। অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটে অনেক চর্চিত স্মার্টফোন ছিল Infinix Note 40 5G. স্মার্টফোন নির্মাতা সংস্থাটি এই সিরিজের Infinix Note 40 Pro, Infinix Note 40 Pro+ 5G, Infinix Note 40 4G এবং Infinix Note 40 Pro 4G মডেলগুলি তালিকা বদ্ধ করেছে। এই স্মার্ট ফোনগুলি সারা বিশ্বের বিভিন্ন বাজারে উপলব্ধ দেখতে পাওয়া যায়।
তবে বর্তমানে সংস্থাটি এই লাইনআপে নতুনভাবে উন্মোচন পাওয়া Infinix Note 40 5G মডেলটি কে অন্তর্ভুক্ত করেছে। তবে এখানে 4G ভেরিয়েন্টের মতো স্পেসিফিকেশন থাকলেও আলাদা প্রসেসর এবং দাম আলাদা রাখা হয়েছে। এক ঝলকে দেখে নেওয়া যাক Infinix Note 40 5G স্মার্টফোনটিতে কি কি রয়েছে, ডিভাইসটিতে দেওয়া হয়েছে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, MediaTek Dimensity 7020 প্রসেসর এবং 5,000 এমএএইচ এর মত শক্তিশালী ব্যাটারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আসন্ন এই নতুন স্মার্টফোনটির ব্যাপারে বিস্তারিত সব তথ্য।
Infinix Note 40 5G ফিচার এবং স্পেসিফিকেশন
Infinix Note 40 5G স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা সেটআপ, একটি উজ্জল বড় সাইজের 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি ফুল এইচডি+ রেজুলেশনের সাথে 1,300 নিট পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট অফার করে। বাজারে প্রচলিত আধুনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেওয়া হয়েছে।
Vivo V40 সিরিজের ফোনগুলি কেমন হতে চলেছে জেনে নিন
সংস্থাটি নতুন লঞ্চ হওয়া স্মার্টফোনটিতে পারফর্মেন্স আরো উন্নত করার জন্য ব্যবহার করেছে MediaTek Dimensity 7020 প্রসেসর। এছাড়াও যুক্ত করা হয়েছে 12GB র্যাম এবং 512GB ইন্টারনাল স্টোরেজ, পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5,000 এমএইচের একটি শক্তিশালী ব্যাটারি এবং এই ব্যাটারিটি 33 ওয়াট ওয়্যার্ড এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। তবে ডিভাইসটি ম্যাগকিট (MagKit)-এর সাথেও দারুণভাবে কমফোটেবেল।
Infinix Note 40 5G ক্যামেরা সেন্সর
ইনফিনিক্স এর স্মার্টফোন গুলির ক্যামেরার কথা যদি বলা হয় সেখানে আমরা প্রত্যেকটি স্মার্টফোনে কোম্পানিটি দামের অনুপাতে দুর্দান্ত কোয়ালিটির ক্যামেরা প্রদান করে থাকে, এক্ষেত্রেও নতুন এই স্মার্টফোনটিতে ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা লেন্স। এছাড়াও রয়েছে অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন (OIS) সামনের দিকে সেলফি তোলার জন্য ব্যবহার করে করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার।
Infinix Note 40 5G দাম কত
Infinix Note 40 5G স্মার্টফোনটি ব্ল্যাক, গোল্ডেন এবং গ্রীন কালারের সাথে ফিলিপাইনের বাজারে দেখা মিলেছে এবং এই ডিভাইসটির দাম রাখা হয়েছে 13,999 পেসো (প্রায় 20,100 টাকা) যেসব মানুষেরা 23 থেকে 25 মে-এর মধ্যে ডিভাইসটি কিনছেন, তারা দুর্দান্ত আর্লি বার্ড অফারের কারণে (9,999 পেসো) প্রায় 14,340 টাকাতে নিজেদের পকেটে পড়তে পারবেন। মজার বিষয় হলো এই স্মার্টফোনটি ভারতীয় বাজারে কবে আসতে চলেছে সে বিষয়ে এখনো পর্যন্ত সঠিক তথ্য সামনে আসেনি। তবে আমরা খুব শীঘ্রই স্মার্টফোনটি ভারতীয় বাজারে কবে আসবে তার খবর আপনাদের জানিয়ে দেবো।