এই মাসেই গরম বাড়াতে দুর্দান্ত ক্যামেরা এবং ব্যাটারির সাথে আসছে চোখ ধাঁধানো Vivo S19 স্মার্টফোন

আবারো নতুন ফিচার্স ফাঁস হয়ে গেল, Vivo-র সবথেকে লেটেস্ট S সিরিজের লাইন আপে থাকা Vivo S19 এবং Vivo S19 Pro মডেলগুলি শীঘ্রই অর্থাৎ এই মাসের ৩০ তারিখে লঞ্চ করার জন্য রেডি হচ্ছে। যদিও সংস্থাটি সামাজিক মাধ্যমে স্মার্টফোন দুটির স্পেসিফিকেশন সম্পর্কিত কোনোরকম তথ্য সামনে না নিয়ে এলেও একাধিক সূত্রের মাধ্যমে Vivo S19 সিরিজের ডিভাইস গুলির কিছু তথ্য ইতিমধ্যে সামনে এসেছে। যেগুলি আপনাদের সামনে প্রস্তুত করা হয়েছে, যা দেখে আপনিও অবাক হবেন। চলুন তাহলে দেখা যাক কি কি চমৎকার বিষয় রয়েছে এই সিরিজটিতে।

google news

Vivo S19 ফিচার্স

জনপ্রিয় টিপসটার ডিজিটাল চ্যাট স্টেশনের (DCS) মাধ্যমে জানা গিয়েছে। ফিচার্স হিসেবে Vivo S19 মডেলটিতে দেখতে পাওয়া যাবে 1.5K রেজুলেশন যুক্ত 6.78 ইঞ্চির একটি বড় সাইজের OLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির নিট পিক ব্রাইটনেস হবে 4500 যার মাধ্যমে ভিডিও দেখার অনুভূতি অনেকটা পাল্টে যাবে। এছাড়াও ডিভাইসটি চালনা করার জন্য ব্যবহার করা হয়েছে শক্তিশালী Qualcomm Snapdragon 7 Gen3 প্রসেসর। স্মার্টফোনটিতে পাওয়ার সাপ্লাই করার জন্য 80 ওয়াট যুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 6000 mAh এর দুর্দান্ত ব্যাটারি সাপোর্ট।

Vivo S19 pro
Vivo S19 pro

ভিভোর স্মার্ট ফোনগুলির ক্যামেরা সম্পর্কে আমরা সকলেই জানি, সংস্থাটি তাদের স্মার্টফোনের অসাধারণ ক্যামেরার জন্যই মানুষের মাঝে জনপ্রিয় Vivo S19 মডেলটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের Gnj 1/1.56 ইঞ্চির অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন (OIS) যুক্ত মেইন ক্যামেরা এবং থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর। স্মার্টফোনটিকে আরো আকর্ষণীয় করার জন্য (সফট রিং লাইট) ব্যবহার করা হয়েছে, যা ক্লোজআপ শট গুলিকে দুর্দান্ত করার জন্য একটি বিশেষ ধরনের ফ্ল্যাশ।

Moto G85 5G তার কার্ভড ডিসপ্লে ও দুর্দান্ত ক্যামেরা নিয়ে বাজার কাঁপাতে আসছে, স্মার্টফোনটির ডিজাইন হল ফাঁস

এছাড়াও স্মার্টফোনটিতে অন্যান্য যেসব ফিচারসগুলি রয়েছে তা হল- ইনফ্রারেড সেন্সর, কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং (IP64) ধুলো এবং জল থেকে রক্ষা করার জন্য সেফটি রেটিং।

Vivo S19 Pro আকর্ষণীয় ফিচার্স

এতক্ষণ আমরা Vivo S19 স্মার্টফোনটি সম্পর্কে বিশেষ ফিচার্স গুলি জানলাম। এবার কথা বলব সব থেকে বেশি চর্চিত Vivo S19 Pro স্মার্টফোনটি সম্পর্কে, এই ডিভাইসটিতে আগের মডেলটির মতোই ডিসপ্লে সাইজ এবং রেজুলেশন একই রকম থাকবে, তবে এখানে আপনি পেয়ে যাচ্ছেন MediaTek Dimensity 9200+ ফ্ল্যাগশিপ প্রসেসরের পারফরমেন্স যা স্মার্টফোনটিকে আরো স্মুথ এবং দ্রুত কাজ করতে দারুন ভাবে সাহায্য করবে।

108 MP ক্যামেরার সাথে চমকে দেবার মতো ফিচার্স নিয়ে হাজির Infinix Note 40 5G না দেখলেই মিস করবেন

তবে এই Vivo S19 Pro স্মার্টফোনটিতে ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 80 ওয়াট ফার্স্ট চার্জিং যুক্ত একটি 5500 mAh এর শক্তিশালী ব্যাটারি।

তবে ফটোগ্রাফির মামলায় কিন্তু Vivo S19 Pro অনেকটা আগে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন (OIS) যুক্ত 50 মেগাপিক্সেলের Sony IMX921 সেন্সর এবং এর সাথেই 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর, আর থাকছে 50 মেগাপিক্সেলের IMX816 টেলি ফটো লেন্স। তবে আপনি এই টেলি ফটো লেন্স টির মাধ্যমে 50X পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন, এর সাথেই থাকছে ‘সফট রিং লাইট’ যুক্ত ব্যাক প্যানেল যা স্মার্টফোনটিকে মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।

Vivo S19 Pro স্মার্টফোনটিকে আরো সেফটি প্রদান করার জন্য ব্যবহার করা হয়েছে (IP68) এবং (IP69) রেটিং যা ডিভাইসটিকে গভীর জলে ডুবে যাওয়ার পর জলের মধ্যে অবস্থিত উচ্চচাপ এবং উচ্চ তাপমাত্রা থেকে রক্ষা করবে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment