সবথেকে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন Honor Magic V2 RSR Porsche Design এবার পাওয়া যাবে গ্লোবাল মার্কেটে

সবথেকে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন Honor Magic V2 RSR Porsche Design এবার পাওয়া যাবে গ্লোবাল মার্কেটে

সবথেকে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন Honor Magic V2 RSR Porsche Design এবার পাওয়া যাবে গ্লোবাল মার্কেটে :- 2024 সালের 26 শে জানুয়ারী Honor Magic V2 RSR Porsche Design বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই ফোনটি 2023 সালের জুলাই মাসে চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। 2024 সালের 26 শে জানুয়ারী Honor কোম্পানি একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে জানান যে, এই ফোল্ডেবল স্মার্টফোনটি এবারের খুব শীগ্রই গ্লোবাল মার্কেটেও পাওয়া যাবে।

google news

Honor কোম্পানি লঞ্চের সঠিক তারিখ এখনও প্রকাশ্যে না আনলেও, Honor Magic V2 RSR Porsche Design স্মার্টফোনটি সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পেয়ে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে। সবথেকে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন Honor Magic V2 RSR Porsche Design এবার পাওয়া যাবে গ্লোবাল মার্কেটে এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

সবথেকে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন Honor Magic V2 RSR Porsche Design এবার পাওয়া যাবে গ্লোবাল মার্কেটে

সবথেকে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন Honor Magic V2 RSR Porsche Design এবার পাওয়া যাবে গ্লোবাল মার্কেটে

Honor Magic V2 RSR Porsche Design ফোল্ডেবল স্মার্টফোনটি VER-N49DP মডেল নম্বরের সাথে সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। যা থেকে নিশ্চিত করা যায় যে Honor কোম্পানির এই ফোল্ডেবল স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি সিঙ্গাপুরের বাজারে লঞ্চ করা হবে। Honor Magic V2 RSR Porsche Design ফোনটি যেহেতু 2023 সালের জুলাই মাস থেকেই চীনের বাজারে উপলব্ধ, তাই এই ফোনের স্পেসিফিকেশন কারোই অজানা নেই। আসুন নিচের তালিকা থেকে Honor Magic V2 RSR Porsche Design ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Honor Magic V2 RSR Porsche Design Specification

SpecificationsDetails
ProcessorQualcomm SM8550-AC Snapdragon 8 Gen 2
RAM16 GB
Internal Storage1 TB 
Display7.92 inches; Foldable LTPO OLED
Resolution2156 x 2344 px (402 PPI)
Refresh Rate120 Hz
Display TypeCover display
Rear Camera64 MP Wide Angle Primary Camera
Wide Angle Camera20 MP Ultra-Wide Angle Camera
Macro Camera50 MP Macro Camera
Video Recording (Rear)4K@30/60fps
Front Camera16 MP Wide Angle Lens
Battery CapacityLi-Po 5000 mAh
Charging Speed66W Hyper Charging; USB Type-C Port
SIM SlotsSIM1: Nano, SIM2: Nano
5G SupportYes
Expandable StorageNo
DurabilityDust Resistant, Water Resistant
Operating SystemAndroid 13, MagicOS 7.2

Honor Magic V2 RSR Porsche Design ফোনটির Display

Honor Magic V2 RSR Porsche Design স্মার্টফোনটিতে 2156 x 2344 পিক্সেলের রেজোলিউশন এবং 120 Hz রিফ্রেশ রেট সহ 7.92 ইঞ্চির Foldable LTPO OLED প্রাইমারি ডিসপ্লে রয়েছে। আর সামনের দিকে 6.43 ইঞ্চির LTPO OLED কভার ডিসপ্লে রয়েছে, যা 1060 x 2376 পিক্সেলের রেজোলিউশন এবং 120 Hz রিফ্রেশ রেট আপনাকে প্রদান করে।

Honor Magic V2 RSR Porsche Design ফোনটির Camera Quality

Magic V2 RSR Porsche Design স্মার্টফোনটিতে চমৎকার ট্রিপল ক্যামেরা সেটআপ আপনি পেয়ে যাবেন। যেখানে একটি 50 MP এর প্রাইমারি ক্যামেরা, একটি 20 MP এর আল্ট্রাওয়াইড লেন্স ক্যামেরা ও একটি 50 MP এর ম্যাক্রো ক্যামেরা আপনি পাবেন, যার সাহায্যে আপনি 4K@30/60fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি তোলার জন্য, এই স্মার্টফোনটিতে আপনি একটি 16 MP এর ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন।

Honor Magic V2 RSR Porsche Design ফোনটির Processor

Honor কোম্পানি তাদের এই স্মার্টফোনটিতে পারফরম্যান্স বাড়ানোর জন্য ব্যবহার করেছে একটি শক্তিশালী Qualcomm SM8550-AC Snapdragon 8 Gen 2 প্রসেসর। এই প্রসেসরের মাধ্যমে খুব সহজেই হাই এন্ড গেম খেলতে পারবেন, এছাড়া ডিভাইসটিতে অপারেটিং সিস্টেমের জন্য দেওয়া হয়েছে Android V13/MagicOS 7.2 এর সাপোর্ট।

Honor Magic V2 RSR Porsche Design ফোনটির Battery & Charger

এই স্মার্টফোনটিতে Honor কোম্পানি ব্যাটারি ব্যাকআপের জন্য অফার করেছে Li-Po 5000 mAh এর একটি বড়ো ব্যাটারি। এছাড়াও, এই ব্যাটারীটি চার্জ করার জন্য 66W এর একটি USB Type-C ফাস্ট চার্জার আপনি এই ফোনটির সাথেই পেয়ে যাবেন। সম্পূর্ণ চার্জের পর আপনি খুব সহজেই স্মার্টফোনটিকে 9 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Honor Magic V2 RSR Porsche Design ফোনটি কবে চীনের বাজারে লঞ্চ হয়েছিল?

2023 সালের জুলাই মাসে Honor Magic V2 RSR Porsche Design ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *