লঞ্চ হল 50 MP ক্যামেরার সাথে খুবই সস্তায় Infinix Smart 8 Pro :- সাধারণত Infinix কোম্পানি তাদের ফোনগুলিতে খুব সস্তায় খুব সুন্দর ফিচারগুলি দিয়ে থাকে। আজ প্রজাতন্ত্র দিবসের দিন ভারতের বাজারে Infinix কোম্পানি তাদের নতুন স্মার্টফোন Infinix Smart 8 Pro লঞ্চ করেছে। এই নতুন স্মার্টফোনটি কবে থেকে বিক্রি হবে সেই সম্পর্কে কোনো রূপ তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই Infinix Smart 8 Pro ফোনটির স্পেসিফিকেশন এবং এই ফোনের সমস্ত ফিচার ইতিমধ্যেই Infinix কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে। লঞ্চ হল 50 MP ক্যামেরার সাথে খুবই সস্তায় Infinix Smart 8 Pro এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন।
লঞ্চ হল 50 MP ক্যামেরার সাথে খুবই সস্তায় Infinix Smart 8 Pro
Infinix কোম্পানির Infinix Smart 8 Pro ফোনটিতে 6.6 ইঞ্চির একটি পাঞ্চ হোল IPS LCD প্যানেল দেখতে পাওয়া যাবে, যা 720 x 1612 পিক্সেল HD+ রেজোলিউশন এবং 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটিতে সুরক্ষার জন্য ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি Android 13 অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ করা হয়েছে। আসুন নিচের তালিকা থেকে এই Infinix Smart 8 Pro স্মার্টফোনটির সম্পূর্ণ Specification সম্পর্কে জেনে নিই।
Read More :- নতুন আপডেটের পর বিরাট চমক নিয়ে হাজির Bajaj Pulsar N160, দেখুন দাম ও ফিচার্স
Infinix Smart 8 Pro Specification
Specifications | Details |
---|---|
Processor | Mediatek Helio G36 |
RAM | 4 GB, 8 GB |
Internal Storage | 128 GB, 256 GB |
Display | 6.6 inches; IPS LCD |
Resolution | 720×1612 px (267 PPI) |
Refresh Rate | 90Hz |
Rear Camera | 50 MP, f/1.8, (wide), PDAF 0.08 MP, f/2.4, (macro) |
Rear Camera Video | 1080@30 fps Video Recording |
Front Camera | 8 MP Wide Angle Lens |
Front Camera Video | 1080@30 fps Video Recording |
Battery Capacity | 5000 mAh |
Charging | 10W Charging; USB Type-C Port |
General | SIM1: Nano, SIM2: Nano; 4G Supported in India; Non-Expandable |
Operating System | Android v14 |
Read More :- হিরোর নতুন চমক Hero Xoom 160 ADV ফিচার্স জানলে আপনিও চমকে উঠবেন, জানুন বিস্তারিত
Infinix Smart 8 Pro ফোনের দাম
Infinix Smart 8 Pro স্মার্টফোনটি মোট চারটি রঙের সাথে লঞ্চ করা হয়েছে টিম্বার ব্ল্যাক, গ্যালাক্সি হোয়াইট, শাইনি গোল্ড এবং রেইনবো ব্লু। এখনো পর্যন্ত Infinix কোম্পানি তাদের এই নতুন Infinix Smart 8 Pro ফোনটির দাম সম্পর্কে অফিসিয়াল ভাবে কিছুই জানায়নি। তবে এই ফোনটির স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে যে, Infinix Smart 8 Pro স্মার্টফোনটির দাম 8,000 টাকার কমে রাখা হবে।
Read More :- Republic Day Sale এ 10000 টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে এই ফোনগুলি
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।