2024 এর শুরুতেই এল iPhone 15 এর ওপর বিশাল ছাড় | iPhone 15 New Year bumper Offer

Subham

Updated on:

2024 এর শুরুতেই এল iPhone 15 এর ওপর বিশাল ছাড়

নমস্কার সকলকে আমাদের পোস্টে ঢোকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আজ আমি আপনাদের জানাবো 2024 এর শুরুতেই এল iPhone 15 এর ওপর বিশাল ছাড় এই সম্পর্কে সকল বিস্তারিত তথ্য। দোকান থেকে iPhone 15 কিনলে বেশি ছাড় পাবেন নাকি online কোনো মাধ্যম দিয়ে iPhone 15 বেশি ছাড়ে পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আমাদের এর প্রতিবেদনের মাধ্যমে। কোন অনলাইন প্লাটফর্মে iPhone 15 এর ওপর বেশি ছাড় চলছে আসুন তা জেনে নিই আমাদের প্রতিবেদন থেকে।

google news

iPhone 15 New Year bumper Offer :- আমরা সকলে জানি বাজারের সবথেকে জনপ্রিয় প্রিমিয়াম স্মার্ট ফোন হল iPhone। কিছুদিন আগেই Apple তাদের নতুন স্মার্টফোন iPhone 15 লঞ্চ করেছে এবং এই স্মার্টফোনটিতে নতুন বছরের বিশাল ছাড় চলছে। এই iPhone 15 ভারতের সবথেকে জনপ্রিয় ১০ টি মোবাইলের মধ্যে একটি। যদি আপনি বিগত ৩-৪ মাস ধরে নতুন স্মার্ট ফোন কেনার কথা ভাবেন। তাহলে এই ২০২৪ এর শুরুতে আপনার জন্য iPhone 15 নিয়ে এল সুবিশাল এক ছাড়ের ব্যবস্থা। আসলে এই মুহূর্তে iPhone 15 মডেল ১৩,০০০ টাকার বাম্পার ডিসকাউন্টে উপলব্ধ হয়েছে, সাথে রয়েছে ব্যাঙ্ক অফার, লয়্যালটি পয়েন্টস, এক্সচেঞ্জ অফার ইত্যাদি কাজে লাগানোর সুযোগ। তাহলে আসুন আমাদের এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক 2024 এর শুরুতেই এল iPhone 15 এর ওপর বিশাল ছাড় এর সম্বন্ধ্যে বিস্তারিত তথ্য।

2024 এর শুরুতেই এল iPhone 15 এর ওপর  বিশাল ছাড়

2024 এর শুরুতেই এল iPhone 15 এর ওপর বিশাল ছাড়

৩১ ডিসেম্বর ,২০২৩ থেকে ০৭ জানুয়ারী,২০২৪ পর্যন্ত বিজয় সেলস (Vijay Sales) রিটেইল চেইন ‘অ্যাপল ডেজ় সেল’ (Apple Days Sale) দিচ্ছে। আপনি চাইলে এই মুহূর্তে iPhone 15 ফোনটি খুবই সস্তায় আপনার নিজের করে নিতে পারেন। তা সে অনলাইন ওয়েবসাইট থেকে হোক কিংবা বিজয় সেলসের ১৩০টি অফলাইন স্টোরের মধ্যে কোনো একটিতে গিয়ে হোক। যেখানে iPhone 15 ১২৮ জিবি ভেরিয়েন্টের ফোনটি দাম ৭৯,৯০০ টাকা, সেই ফোনটি আপনি এই সেলে ৭০,৯৯০ টাকায় নিজের করে নিতে পারেন তাও ৮,৯১০ টাকার সাশ্রয় করে।

2024 এর শুরুতেই এল iPhone 15 এর ওপর  বিশাল ছাড়

এছাড়াও আপনি যদি এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আপনি আরো ৪,০০০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবেন। এছাড়াও আপনি এই সময় যদি iPhone 15 ফোনটি ক্রয় করেন হলে আপনি এই ফোনের সাথে ৫৩২ লয়্যালটি পয়েন্টের সুবিধা পেয়ে যাচ্ছেন। এই সেল চলাকালীন iPhone 15 ২৫৬ জিবি ভেরিয়েন্টের ফোনটি ৮০,৩২০ টাকা এবং iPhone 15 ৫১২ জিবি ভেরিয়েন্টের ফোনটি সর্বনিম্ন ৯৭,৯০০ টাকায় নিজের করে নিতে পারেন।

iPhone 15 এর Speciation

iPhone 15 ফোনটিতে ডায়নামিক আইল্যান্ডসহ ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড (XDR OLED) ডিসপ্লে রয়েছে। যা আপনার এই ফোন চালানোর অভিজ্ঞতাকে সুদৃঢ় করে। এই ফোনটির মধ্যে রয়েছে Apple কোম্পানির নিজস্ব এ১৬ বায়োনিক (A16 Bionic) প্রসেসর, যার সাথে ১২৮,২৫৬ ও ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। সফ্টওয়্যার ফ্রন্টে এই ফোন লেটেস্ট আইওএস ১৭ এর মাধ্যমে চলবে। এবং ভালো ক্যামেরের জন্য এই ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরার সেটআপ দেওয়া হয়েছে। আসুন নিচের তালিকা থেকে iPhone 15 এর Speciation জেনে নিই।

General :-

BrandApple
ModeliPhone 15
Price in India₹74,900
Release date12th September 2023
Launched in IndiaYes
Dimensions (mm)147.60 x 71.60 x 7.80
Weight (g)171.00
IP ratingIP68
Removable batteryNo
Wireless chargingYes
ColoursBlack, Blue, Green, Pink, Yellow

Display :-

Refresh Rate60 Hz
Screen size (inches)6.10
TouchscreenYes
Resolution1179×2556 pixels
Pixels per inch (PPI)460

Hardware :-

Processorhexa-core
Processor makeApple A16 Bionic
RAM6GB
Internal storage128GB, 256GB, 512GB
Expandable storageNo

Camera :-

Rear camera48-megapixel (f/1.6) + 12-megapixel (f/2.4)
No. of Rear Cameras2
No. of Front Cameras1
Front camera12-megapixel (f/1.9)

Software :-

Operating systemiOS 17

Connectivity :-

Wi-FiYes
Wi-Fi standards supported802.11 b/g/n/ac/ax
GPSYes
BluetoothYes, v 5.30
NFCYes
InfraredNo
USB Type-CYes
HeadphonesType-C
Number of SIMs2
Active 4G on both SIM cardsYes

SIM 1 :-

SIM TypeNano-SIM
GSM/CDMAGSM
Network Type3G, 4G/ LTE, 5G
Supports 4G in India (Band 40)Yes

SIM 2 :-

SIM TypeNano-SIM
GSM/CDMAGSM
Network Type3G, 4G/ LTE, 5G
Supports 4G in India (Band 40)Yes

Sensors :-

3D face recognitionYes
Compass/ MagnetometerYes
Proximity sensorYes
AccelerometerYes
Ambient light sensorYes
GyroscopeYes
BarometerYes

আছে আরও অফার

iPhone 15 এই মুহূর্তে Online সাইট Amazon এ 74,900 টাকায় পাওয়া যাচ্ছে। তবে তার সঙ্গে রয়েছে আরও অনেক ধরনের অফার। আর এর সাথে যদি ব্যাঙ্ক ডিসকাউন্ট যুক্ত করেন তাহলে এই ফোনের দাম অনেকটাই কমে যাবে। Amazon Pay ICICI ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে আপনি 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন। সর্বাধিক 3,745 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। এই ছাড় যুক্ত হয়ে যাওয়ার পরে, আপনি এই ফোনটি 71,245 টাকায় নিজের করে নিতে পারবেন। অর্থাৎ 8,655 টাকা কমে পেয়ে যাবেন এই প্রিমিয়াম ফোনটি।

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment