বন্ধুরা আপনারা নিশ্চয়ই তক্ষক এর দাম কত বাংলাদেশে জানতে চাইছেন ? তাহলে অবশ্যই আজকে আপনারা এখান থেকে তক্ষক এর দাম কত সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। বর্তমানে বাংলাদেশে তক্ষক নিয়ে বিরাট একটা গ্রুপ চলছে যার কারণেই সকলেই তক্ষকের দাম জানতে চাইছেন। আজকে আমি আপনাদের বাংলাদেশে তক্ষক এর সঠিক দাম আপনাদের সামনে তুলে ধরব, আসুন তাহলে জেনে নিন বিস্তারিত।
তক্ষক একটি বিরল প্রজাতির সরীসৃপ জাতীয় প্রাণী, মূলত তক্ষক থেকে বিভিন্ন পদ্ধতিতে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগের ঔষধ তৈরি করা হয়। যার কারনেই ব্যাপক হরে তক্ষক এর চাহিদা বাংলাদেশ সহ অন্যান্য দেশ গুলিতে বেড়ে চলেছে। একটি তক্ষকের মাথার ম্যাগনেট এর দাম কোটি টাকা পর্যন্ত হতে পারে যার। কারণে নির্বিচারে সারা দেশ জুড়ে তক্ষক ধরা চালু হয়েছে।
তক্ষক এর দাম কত
তক্ষক ওজনের উপর এবং বয়সের উপর নির্ভর করে বিভিন্ন দামে আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়ে থাকে। তবে 400 গ্রাম দক্ষকের দাম বিদেশের বাজারে 20 কোটি টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। একটি প্রাপ্তবয়স্ক তক্ষকের দাম প্রায় 70 কোটি টাকা পর্যন্ত হতে পারে।
ফটোকপি মেশিনের দাম কত 2024 || ফটোকপি মেশিনের দাম বাংলাদেশে
তক্ষকের দাম এত বেশি কেন
তক্ষক সাধারণত দেখতে খানিকটা গিরগিটি প্রজাতির, তবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় তক্ষককে একটি সৌভাগ্যের এবং উন্নতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মনে করা হয় তক্ষক ড্রাগনের একটি বিশেষ রূপ।
তক্ষক এর দাম বেশি হওয়ার অনেক কারণ রয়েছে তাদের মধ্যে কয়েকটি বিশেষ কারণ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে।
- তক্ষকের চামড়া কাজে লাগিয়ে বিভিন্ন গবেষণার মাধ্যমে ক্যান্সারের মতো কঠিন রোগের ঔষধ তৈরিতে কাজে লাগবে বলে জানা গেছে। এছাড়াও তক্ষক এর শরীরের মাংস বিভিন্ন দুরারোগ্য রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।
- তক্ষককে কাজে লাগিয়ে এইচআইভি বা এইডস এর মত ভাইরাস দমন করা সম্ভব বলে জানা গেছে। এইচআইভি ভাইরাস কে প্রতিরোধ করতে তক্ষক এর জীব এবং রক্ত দারুন কাজে লাগে। যদিও এই তথ্যগুলি গবেষণার মাধ্যমে সত্য বিচার করা হয়নি। এগুলি মানুষের দ্বারা প্রচার করা হয়েছে।
- চায়নাতে কিডনি এবং ফুসফুসের পুষ্টি বৃদ্ধি করতে চাইনিজ ‘জি ঝি’ ( Ge Jie) নামক ঔষধ তৈরিতে তক্ষক এর উপাদান কাজে লাগে। যদিও চাইনিজ মেডিকেল সাইন্স এই তথ্যকে মান্যতা দেয়নি এগুলি শুধুমাত্র চায়নার মানুষেরা বিশ্বাস করেন।
চাকা জুতা দাম কত ২০২৪ ।। Skating Shoes Price in Bangladesh
তক্ষক পোষ মানানো যাবে
পৃথিবীতে সকল প্রাণীকেই পোষ মানানো সম্ভব তবে, তার জন্য বিশেষ টেকনিক দরকার। যেহেতু তক্ষক একটি বন্যপ্রাণী এবং সরীসৃপ জাতীয় প্রাণী যার কারণে তক্ষককে পোষ মানাতে কেউ পছন্দ করেনা। তবে বর্তমান সময়ে তক্ষকের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ এখন তক্ষককে পোষ মানানোর কথা ভাবছে। তবে আপনাদের বলে রাখি এই ধরনের কাজ আপনারা বাড়িতে চেষ্টা করবেন না এতে করে বিপদের সম্ভাবনা হতে পারে।