কাজু বাদামের দাম ২০২৪ ।। কাজু বাদামের দাম কত বাংলাদেশে

বন্ধুরা আপনারা যদি কাজু বাদামের দাম কত বাংলাদেশে খোঁজ করছেন তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকার মধ্যে কাজু বাদামের নাম রয়েছে, বাদামের মধ্যে অন্যতম এবং সুস্বাদু বাদাম হল কাজুবাদাম আর এই কাজু বাদামের দাম কত বাংলাদেশে সেই ব্যাপারে আমি আপনাদের সঠিক তথ্য প্রদান করব এই প্রতিবেদনের মাধ্যমে।

google news

কাজুবাদাম আমরা বাড়ি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি, মিষ্টির দোকানে এবং সুস্বাদু খাবার তৈরিতে ব্যবহার করে থাকি। কাজুবাদাম যেমন খেতে সুস্বাদু তেমনি কাজু বাদামে অনেক উপকারিতা রয়েছে। এই পোষ্টের মাধ্যমে আপনারা কাজু বাদামের দাম কত এবং কাজুবাদামের উপকারিতা সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন।

কাজু বাদামের দাম কত

কাজুবাদাম শুধুমাত্র বাংলাদেশে ব্যবহার করা হয় এমনটা নয়, সারা বিশ্বে কাজুবাদাম বিভিন্ন সুস্বাদু খাবার এবং স্বাস্থ্যের উন্নতি ঘটাতে ব্যবহার করা হয়। বর্তমানে বাংলাদেশে এক কেজি কাজু বাদামের দাম 1,050 টাকা। কাজুবাদাম যেহেতু একটি সুস্বাদু বাদাম এবং এর মধ্যে স্বাস্থ্য সম্বন্ধিত উপকারিতা রয়েছে যার কারণে সকলেই কম বেশি কাজুবাদাম খেতে পছন্দ করেন। বিশেষ করে কাজুবাদাম মিষ্টি জাতীয় খাবারের মধ্যে বেশি পরিমাণে ব্যবহার করা হয়।

কাজু বাদামের দামরেট
50 গ্রাম কাজু বাদামের দাম65-75 টাকা
100 গ্রাম কাজুবাদামের দাম110-120 টাকা
1 কেজি কাজু বাদামের দাম900-1200 টাকা

100 গ্রাম কাজুবাদামের দাম কত চলছে

আগের তুলনায় মানুষ এখন অনেক অর্থনৈতিক উন্নতি করেছে, যার সাথেই স্বাস্থ্যের দিকটা মানুষ অনেক বেশি পরিমাণে খেয়াল রাখছে। সেই কারণেই নিত্য দিনের খাবারের তালিকায় কাজুবাদামের স্থান হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত 100 গ্রাম কাজু বাদাম বাজারে 85 টাকা থেকে 95 টাকার মধ্যে পাওয়া যেত। তবে বর্তমানে এখন 100 গ্রাম কাজু বাদামের দাম 110 টাকা থেকে 120 টাকা হয়ে দাঁড়িয়েছে।

আজকের আটার দাম বাংলাদেশ ||আজকের আটার বর্তমান মূল্য ২০২৪

তবে এখানে আপনাদের জানা দরকার কাজুবাদামের দাম বিভিন্ন কোয়ালিটির উপর নির্ভর করে কম-বেশি হয়ে থাকে। উপরে দেওয়া কাজুবাদামের দাম গুলি সাধারণ কাজু বাদামের দাম হিসেবে দেওয়া হয়েছে।

50 গ্রাম কাজু বাদামের দাম কত চলছে

কাজুবাদাম অন্যান্য বাদামের তুলনায় একটু দাম বেশি হওয়ায় সকলে কেজি কেজি কিনতে পারেন না। তবে বর্তমানে এখন বাজারে ৫০ গ্রাম কাজু বাদামের দাম 65 টাকা থেকে 75 টাকা হয়েছে। তবে এর আগে এই 50 গ্রাম কাজু বাদামের দাম ছিল 45 টাকা থেকে 55 টাকা। যতদিন যাচ্ছে পরপর বাংলাদেশে কাজুবাদামের চাহিদা আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে, কারন মানুষ এখন স্বাস্থ্যের দিকে অনেকটা বেশি করে লক্ষ্য দিচ্ছে।

কাজু বাদামের দাম কত বাংলাদেশে

1 কেজি কাজু বাদামের দাম কত চলছে

বর্তমানে বাংলাদেশে 1 কেজি কাজু বাদামের দাম চলছে 900 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। তবে বিভিন্ন সাইজ অনুযায়ী 1 কেজি কাজু বাদামের দাম আলাদা আলাদা রয়েছে। যেমন ছোট সাইজের কাজুবাদামের দাম 900 টাকা প্রতি কেজি দরে পাওয়া যাচ্ছে।

মিডিয়াম সাইজের কাজু বাদামের দাম 1100 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে এবং সবথেকে ভালো মান অর্থাৎ বড় সাইজের কাজু বাদামের দাম এখন বাংলাদেশে 1200 টাকা প্রতি কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে খেয়াল রাখতে হবে বিভিন্ন কোম্পানি তাদের কোয়ালিটি অনুযায়ী দামগুলি কম-বেশি রেখেছে, আমরা আপনাদের সাধারণ কাজু বাদামের দামগুলি জানিয়েছি।

ওমান গোল্ড রেট 2024 | 22 ক্যারেট ওমান গোল্ড রেট

স্বাস্থ্যের জন্য কাজু বাদামের উপকারিতা

স্বাস্থ্যের জন্য কাজুবাদাম অনেক উপকারী উপাদান বলে ডাক্তাররা বলে থাকেন। তবে কাজুবাদাম খাবার কিছু নিয়ম রয়েছে যেমন ধরুন রাত্রিবেলা একমুঠো কাজুবাদাম জল দিয়ে ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন, এইভাবে নিয়মিত কাজুবাদাম খেতে থাকলে আপনার শরীরে অনেকটা পরিবর্তন দেখা দিবে, যেমন ধরুন ওজন বৃদ্ধি দুর্বলতা হ্রাস।

  • কাজুবাদামের যেমন দুর্দান্ত উপকারিতা রয়েছে তেমনি বেশি মাত্রায় কাজুবাদাম খেলে শরীরের পক্ষে অনেকটা ক্ষতিকর হয়ে দাঁড়াবে। কাজুবাদামে যেহেতু অনেক ক্যালরি রয়েছে সেই কারণে খুব তাড়াতাড়ি ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
  • কাজুবাদাম আমাদের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে প্রচুর পরিমাণে সাহায্য করে, এই উপকারিতা গবেষণার মাধ্যমে জানা গেছে।
  • প্রতিনিয়ত কাজুবাদাম খেলে তা মানব শরীরে হার্টের জন্য অনেক উপকারী হবে, এছাড়া শরীরের মধ্যে দুর্বলতা কমে যাবে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কম হবে।
  • কাজুবাদাম নিয়মিত পর্যাপ্ত পরিমাণে খেলে মানব শরীরে চুলের জন্য দুর্দান্ত উপকারী হবে। কাজুবাদামের মধ্যে ম্যাগনেসিয়াম থাকায় চুলের পুষ্টিতে এবং মজবুত করতে অনেক সাহায্য করে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment