এই স্পেসিফিকেশন গুলির সাথে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে Galaxy M55 5G, কি ফিচার্স থাকছে জানুন

Subham

Updated on:

Samsung Galaxy M55 5G

খুব শীঘ্রই ভারতীয় বাজারের সাথে সাথে অন্যান্য মার্কেটেও Samsung Galaxy M55 5G আসতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি কিছুদিন আগেই স্মার্টফোনটি গ্রিক বেঞ্চ ওয়েবসাইটে এবং ভারতের বিআইএস সার্টিফিকেশন প্লাটফর্মে দেখা মিলেছে। তবে স্মার্টফোনটি এখন এএফসিসি এবং ডেকরা ওয়েবসাইটেও লক্ষ্য করে গেছে, এখানেই ডিভাইসটির স্পেসিফিকেশন এবং অন্যান্য বৈশিষ্ট্য গুলি সকলের সামনে এসেছে। চলুন তাহলে আসন্ন এই নতুন Galaxy M55 5G স্মার্টফোনটিতে কি কি ফিচার রয়েছে তা জানা যাক।

google news

Samsung Galaxy M55 5G Specification

Samsung এর তরফ থেকে আসন্ন এই ডিভাইসটিতে ভালো ভালো ফিচার যোগ করা হয়েছে। যেখানে পারফরম্যান্স উন্নত করার জন্য ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর, এর সাথেই 8 GB র‍্যাম এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ উপলব্ধ করা হয়েছে। ভিডিও দেখার অনুভূতি বাড়ানোর জন্য দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, এছাড়াও আরো বিস্তারিত ডিটেইলস গুলি নিচে আলোচনা করা হয়েছে।

আশ্চর্যজনক ভাবে Asus Zenfone 11 লেটেস্ট প্রসেসরের সাথে ইতিমধ্যে গুগল কনসোলে উপস্থিত, দেখুন বিস্তারিত

Samsung Galaxy M55 5G

Samsung Galaxy M55 5G Camera

স্যামসাংয়ের ক্যামেরার ব্যাপারে কোনো তুলনা হয় না, এক্ষেত্রে ডিভাইসটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের এবং 5 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং সামনের দিকে সেলফি এবং ভিডিও কলিং এর মতো সুবিধা উপভোগ করার জন্য দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Samsung Galaxy M55 5G Display

স্যামসাং সব সময় তাদের স্মার্টফোনগুলিতে ভালো কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করে এখানেও ডিভাইসটিতে বড় সাইজের 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 1080×2400 রেজুলেশন পিক্সেলের সাথে 388 (PPI) ডেনসিটি অফার করে। বেজেল লেজ যুক্ত পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে যা সুরক্ষা করার জন্য গরিলা গ্লাস v5 ব্যবহার করা হয়েছে।

Meizu 21 Pro নাম নিয়ে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজার কাঁপাতে আসছে | Meizu 21 Pro Specification

Samsung Galaxy M55 5G Processor

উচ্চ গ্রাফিক্সের গেম এবং উন্নত পারফরমেন্সের জন্য অফার করা হয়েছে শক্তিশালী Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর এবং এই প্রসেসরটি 5G নেটওয়ার্কের সাপোর্ট করে। এছাড়াও ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাওয়া যাবে স্মার্টফোনটিতে। অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করা হয়েছে লেটেস্ট Android v14.

Samsung Galaxy M55 5G Battery & Charger

ব্যাটারি এবং চার্জারের কথা যদি বলা হয় এখানে USB Type-C ফাস্ট চার্জার এর সাথে 6000 mAh এর শক্তিশালী ব্যাটারি অফার করা হয়েছে। ব্যাটারী সম্পূর্ণ চার্জ করার পর কোনোরকম ঝামেলা ছাড়াই সাত থেকে আট ঘন্টা ব্যবহার করতে পারবেন।

Samsung Galaxy M55 5G Price in India

যদিও কোম্পানি তরফ থেকে এখনো পর্যন্ত দামের ব্যাপারে কোনোরকম তথ্য প্রকাশ করা হয়নি, কিন্তু কিছু বিশিষ্ট ওয়েবসাইটের মতে স্মার্টফোনটির দাম ভারতীয় বাজারে 32,900 টাকার মধ্যে রাখা হতে পারে।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment