Moto Razr 40 Ultra নতুন আকর্ষণীয় রঙের সাথে, 10 হাজার টাকা ছাড়ে মোবাইলটি নিজের করে নিন

Subham

Updated on:

Moto Razr 40 Ultra

আগের বছর জুন মাসে ভারতের বাজারে Motorola তাদের একটি নতুন স্মার্টফোন Moto Razr 40 Ultra নিয়ে আসে যেখানে ডিভাইসটিতে দুটি কালার অপশন রাখা হয় ইনফিনিটি ব্ল্যাক এবং ভিভা ম্যাজেন্টা। নতুন বছর পড়ার পর আজকে মোটোরোলা ক্যামেলেস ডিজাইনের হ্যান্ডসেটের জন্য নতুন একটি কালার নিয়ে এসেছে। এই কালারটির নাম রাখা হয়েছে পিচ ফাজ যদিও কিছুদিন আগে Moto Edge 40 Neo মডেলটি এই কালারের সাথেই লঞ্চ হয়েছে।

google news

X প্ল্যাটফর্মের মাধ্যমে Motorola সকলকে জানিয়েছে যে Moto Razr 40 Ultra মডেলটি পিচ ফাজ কালার অপশনটি রেখেছে। এই বছর জানুয়ারি মাসের 12 তারিখ থেকে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে ডিভাইসটি কিনতে পারবেন। এছাড়াও যেসব রিটেল স্টোর গুলি রয়েছে সেখান থেকেও ফোনটি কিনতে পারবেন।

Moto Razr 40 Ultra

Moto Razr 40 Ultra Price

ভারতীয় বাজারে মোটো রেজর 40 আলট্রা স্মার্টফোনের নতুন পিচ ফাজ কালার অপশনটির দাম করা হয়েছে 79,999 টাকা। তবে লঞ্চ অফারের জন্য, প্রথম সেলে ডিভাইসটি 69,999 টাকায় কিনতে পারবেন।

যেখানে মোটো রেজর 40 আল্ট্রা স্মার্টফোনের 8 GB র‍্যাম + 256 GB স্টোরেজ যুক্ত কনফিগারেশনটি আগের বছর জুলাই মাসে 89,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন সংস্থার তরফ থেকে এর দাম 10,000 টাকা কমানোর ঘোষণা করা হয়। এই লেটেস্ট লঞ্চ অফারের মাধ্যমে আপনারা আরো 10,000 টাকা ছাড়ের সাথে হ্যান্ডসেটেটি সহজেই কিনতে পারবেন।

Moto Razr 40 Ultra Specification

SpecificationsDetails
ProcessorQualcomm SM8475 Snapdragon 8+ Gen 1 (4 nm) Processor
RAM8 GB+ 12 GB
Internal Storage256 GB + 512 GB Inbuilt Memory
Display6.9 inches, 107.6 cm2 (~85.1% screen-to-body ratio)
Foldable LTPO AMOLED, 1B colors, 165Hz, HDR10+, 1400 nits (peak)
Resolution1080 x 2640 pixels (~413 ppi density)
Refresh Rate144Hz
Rear Camera50 MP Quad Rear Camera with OIS
Rear Camera Video4K@30/60fps, 1080p@30/60/120fps, HDR10+, gyro-EIS
Front Camera32 MP Wide Angle Lens
Front Camera Video4K@30/60fps, 1080p@30/60fps
Battery Capacity3800 mAh
Charging30W Wired USB Type-C Port, 5W wireless
GeneralSIM1: Nano, SIM2: Nano; 5G Supported in India; Non-Expandable
Operating SystemAndroid v13

Moto Razr 40 Ultra Camera

মটোরোলা তাদের স্মার্ট ফোনগুলিতে সুন্দর কোয়ালিটির ক্যামেরা দিয়ে থাকে, তবে এই স্মার্টফোনটিতে সংস্থাটি ডুয়েল ক্যামেরা সেটআপ অপশন রেখেছে যেখানে আপনি OIS এনাবল 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ও ম্যাক্রো লেন্স পেয়ে যাবেন। এছাড়া চমৎকার কোয়ালিটির একটি 32 মেগাপিক্সেলের সেলফি স্নাপার রয়েছে যেখান থেকে আপনি খুব সহজেই এইচডি ভিডিও রেকর্ডিং এর সাথে ভিডিও কলিং ও করতে পারবেন।

Moto Razr 40 Ultra Display

মোটোরোলার এই ডিভাইসটি ক্যামেলেস হওয়ায় আপনি খুব সহজেই সুন্দর করে ভাঁজ করতে পারবেন। যেখানে একটি 6.79 ইঞ্চির বড় সাইজের ফুল এইচডি প্লাস pOLED প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন থাকছে 2640×1080 পিক্সেলের এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের এবং এখানে 165 হার্টজ রিফ্রেশ রেট, 1400 নিট পিক ব্রাইটনেস ও HDR10+ প্রযুক্তি পেয়ে যাবেন। এছাড়াও ডিভাইসটির ব্যাক প্যানেলে গরিলা গ্লাস 7 প্রটেকশন সহ 3.6 ইঞ্চির (1056×1066 পিক্সেল) বড় সেকেন্ডারি কুইকভিউ টাচস্ক্রীন দেওয়া হয়েছে, যা 144 Hz রিফ্রেশ রেট, 1100 নিট পিক ব্রাইটনেস, 360 Hz টাচ স্যাম্পলিং রেট, HDR10+ প্রযুক্তি এবং pOLED প্যানেল অফার করে। এছাড়া একটি এলইডি ফ্লাশ লাইট ও দেওয়া হয়েছে।

Moto Razr 40 Ultra

Moto Razr 40 Ultra Processor

কোম্পানি তাদের এই নতুন লঞ্চ হওয়া ডিভাইসটিতে পারফরম্যান্স বাড়ানোর জন্য দিয়েছে একটি শক্তিশালী Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর। এই প্রসেসরের মাধ্যমে খুব সহজেই হাই এন্ড গেম খেলতে পারবেন, এছাড়া ডিভাইসটিতে অপারেটিং সিস্টেমের জন্য দেওয়া হয়েছে Android V13 এর সাপোর্ট।

Moto Razr 40 Ultra Battery & Charger

এখানে Motorola ডিভাইসটিতে ব্যাটারি ব্যাকআপের জন্য অফার করেছে 3800 mAh এর একটি ব্যাটারি। যদিও এই ব্যাটারীটি একটু কম ক্ষমতা সম্পন্ন, যাইহোক এই ব্যাটারীটি চার্জ করার জন্য 33 ওয়াটের একটি USB Type-C ফাস্ট চার্জার উপলব্ধ করা হয়েছে। সম্পূর্ণ চার্জের পর আপনি খুব সহজেই স্মার্টফোনটিকে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment