iPhone 16 সিরিজের ফোনগুলি কেমন হতে চলেছে | iPhone 16 Series Specification

Subham

Updated on:

iPhone 16 সিরিজের ফোনগুলি কেমন হতে চলেছে

নমস্কার সকলকে আমাদের প্রতিবেদনটিতে ঢোকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আজ আমি আপনাদের জানাবো iPhone 16 সিরিজের ফোনগুলি কেমন হতে চলেছে এই সম্পর্কে সকল বিস্তারিত তথ্য। iPhone 16 সিরিজের ফোনগুলি কেমন হতে চলেছে এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news

iPhone 16 Series :- 2023 এর সেপ্টেম্বর মাসেই Apple তার iPhone 15 সিরিজ মেজর আপগ্রেডের সাথে মাসে লঞ্চ করে। এই সিরিজের ফোনগুলিতে ডায়নামিক আইল্যান্ড যুক্ত করা হয়েছিল। এছাড়াও iPhone 15 Pro Max ফোনটির নতুন টেট্রাপ্রিজম লেন্স ও এখনো পর্যন্ত সবচেয়ে বড় হাইলাইট হল ইউএসবি টাইপ সি পোর্টের দেখা মেলে এই ফোনে। এরথেকে আমরা বলতেই পারি যে নতুন iPhone 16 Pro সিরিজে আরও বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। তুন রিপোর্ট থেকে যা জানা গেছে তাহল, iPhone 16 Pro ফোনে অ্যাকশন বোতাম ছাড়াও Apple একটি নতুন ক্যাপচার বাটনও যুক্ত করবে এই প্রিমিয়াম ফোনটিতে। এছাড়াও, iPhone 16 Pro Max ও iPhone 16 Pro ফোনগুলির মধ্যে আরও বড় ডিসপ্লে এবং টেট্রাপ্রিজম লেন্সও দেখা যাবে।iPhone 16 সিরিজের ফোনগুলি কেমন হতে চলেছে তা জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

iPhone 16 সিরিজের ফোনগুলি কেমন হতে চলেছে

iPhone 16 সিরিজের ফোনগুলি কেমন হতে চলেছে

ম্যাকরিউমার্স সাইট তাদের কিছুদিন আগের একটি প্রতিবেদনে দাবি করেছিল যে Apple একটি ক্যাপাসিটিভ অ্যাকশন বাটনের ওপর কাজ করছে, যা ডিভাইসের ফ্রেমের ওপর যুক্ত করা হবে। এই বাটনটির কোডনাম ছিল Atlas এছাড়াও ওই প্রতিবেদনে বলা হয়েছিল আইফোন ৮ ফোনটির টাচ আইডির মতো iPhone 16 সিরিজের ফোন গুলিতে একটি করে প্রেসার সেন্সর যুক্ত করা হবে। এরপরই ম্যাকরিউমার্স সাইটের আরও একটি নতুন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে Apple তাদের নতুন সিরিজের আইফোনগুলিতে যান্ত্রিক অ্যাকশন বাটনই ব্যবহার করবে। এর বদলে, Apple নতুন iPhone 16 সিরিজের Pro ফোনগুলির ডানদিকে একটি নতুন ক্যাপচার বাটন সংযোগ করতে চলেছে।

Bloomberg এর Mark Garman জানিয়েছেন যে, এই বাটনটি ভিডিও করার সময় ক্যামেরা শাটারের মতো করে কাজ করবে। এই ক্যাপচার বাটনটি বাইরের দিকে উঁচু হয়ে থাকবে না বরং ফোনের ফ্রেমের সাথে খুব সহজেই মিশে যাবে। Apple কোম্পানির এই iPhone 16 সিরিজের প্রত্যেক ফোনগুলিতেই গ্রেড ফাইভ টাইটানিয়াম ব্যবহার করা হবে। এছাড়া Apple কোম্পানি টাইটানিয়াম ফ্রেমের জন্য সিলভার কালারের একটি প্রোটোটাইপের ওপরও কাজ করছে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে, যেই টাইটেনিয়ামটিকে ‘হোয়াইট টাইটানিয়াম’ বলা হচ্ছে।

iPhone 16 সিরিজের ফোনগুলি কেমন হতে চলেছে

ম্যাকরিউমার্স এর প্রতিবেদন থেকে আরও জানা গেছে যে, iPhone 16 Pro ফোনটির মধ্যে বড় 6.3 ইঞ্চির ডিসপ্লে থাকবে, যারসাথে এটাও জানা গেছে iPhone 16 Pro Max ফোনটির মধ্যে 6.9 ইঞ্চির বড়ো ডিসপ্লে থাকবে। যেখানে iPhone 15 Pro ও iPhone 15 Pro Max ফোনে থাকা 6.1 ইঞ্চি এবং 6.7 ইঞ্চির ডিসপ্লেগুলির তুলনায় এই ডিসপ্লে গুলি আরও বড়ো ও উন্নত মানের হবে বলে মনে করা হচ্ছে। Apple কোম্পানি iPhone 16 সিরিজের ফোন গুলির ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট সহ একটি সুপার রেটিনা এক্সডিআর ওলেড (OLED) প্যানেল ব্যবহার করবে বলে মনে করা হচ্ছে।

iPhone 16 Series Specification

SpecificationsDetails
ProcessorApple A18 Pro, Octa Core Processor
RAM8 GB
Internal Storage256, 512, 1TB
Display6.3 and 6.9 inches; AMOLED
Resolution2796 x 1290 pixels (460 PPI)
Refresh Rate120 Hz
Display TypeBezel-less With Dynamic Island
Rear Camera48 MP Wide Angle Primary Camera
Wide Angle Camera12 MP Ultra-Wide Angle Camera
Macro Camera12 MP Macro Camera
Video Recording (Rear)8K@30fps
Front Camera12 MP Wide Angle Lens
Battery Capacity5000 mAh
Charging Speed15W Hyper Charging; USB Type-C Port
SIM SlotsSIM1: Nano
5G SupportSupported in India
Expandable StorageNo
DurabilityDust Resistant, Water Resistant
Operating System
iOS 18

iPhone 16 সিরিজের Video

বিখ্যাত Apple বিশ্লেষক মিং-চি-কুও এর মতে iPhone 16 সিরিজের ফোন গুলি কেমন হতে চলেছে

বিখ্যাত Apple বিশ্লেষক মিং-চি-কুও বলেছেন Apple কোম্পানির iPhone 16 Pro ফোনটিতে 5X অপটিক্যাল জুম সহ টেট্রাপ্রিজম লেন্সও থাকবে। আজ পর্যন্ত, শুধু Apple কোম্পানি তার iPhone 15 Pro Max ফোনটিতে টেট্রাপ্রিজম লেন্স ব্যবহার করেছে, যেখানে রেগুলার iPhone 15 Pro 3X অপটিক্যাল জুমের মধ্যে সীমাবদ্ধ থাকছে। এই বিখ্যাত বিশ্লেষকের মতে, নতুন iPhone 16 Pro ফোনটিতে বড় স্ক্রিন রাখার কারন হল হ্যাটটা টেট্রাপ্রিজম লেন্স রাখার জন্য প্রয়জনীয় জায়গা তৈরি হয়। তবে iPhone 16 Pro ফোনটির প্রাইমারি ক্যামেরাটি একই থাকবে বলে এখনো পর্যন্ত জানা গেছে।

মিং-চি-কুও আরও বলেছেন যে, Apple কোম্পানি তার iPhone 17 সিরিজের ফোনগুলির সেলফি ক্যামেরা 24 মেগাপিক্সেলে কনভার্ট করবে, যা বর্তমান ফোনগুলিতে থাকা 12 মেগাপিক্সেলের সেন্সরের থেকে একটি বিশাল অনুভূতি দেবে। Apple কোম্পানি তার ডায়নামিক আইল্যান্ড ফিচারটি বজায় রেখেই ইন-ডিসপ্লে ফেস আইডি কিভাৱে যুক্ত করা যায় সেই বিষয়েও কাজ করছে বলে জানা গেছে।

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment