Hero XF3R সবথেকে পাওয়ারফুল বাইক নিয়ে আসছে হিরো, টপ স্পীড জানলে আপনি চমকে যাবেন

সারা বিশ্বের দু চাকা নির্মাতা কোম্পানিগুলির মধ্যে হিরো মোটোকপ সব থেকে বড় ম্যানুফ্যাকচারার। সংস্থাটি ভারতীয় বাজারকে লক্ষ্য করে তাদের নতুন একটি স্ট্রিট ফাইটার মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে, কোম্পানি বাইকটির নাম রেখেছে Hero XF3R হিরোর তরফ থেকে জানানো হয়েছে বাইকটি ২০২৪ সালের মার্চ মাসে লঞ্চ করবে। এই বাইকটি সর্বপ্রথম 2016 সালে অটো এক্সপো-তে দেখানো হয়েছিল তারপর থেকেই বাইকপ্রেমীদের কাছে হিরো XF3R বাইকটি একটা জিজ্ঞাসা তৈরি করেছিল।

google news

Hero XF3R নজর কাড়া ডিজাইন

Hero XF3R বাইকটি মাসকুলার এবং এগ্রেসিভ ডিজাইনের সাথে দেখতে পাওয়া যাবে। এখানে বাইকটির মধ্যে দেওয়া হয়েছে বড় সাইজের ফুয়েল ট্যাঙ্ক, শার্প হেডলাইট, শর্ট টেল সেকশন এবং সিঙ্গেল সাইডেড সুইং আর্ম এর মত আকর্ষণীয় ফিচার। এছাড়াও থাকছে আফসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং পিছনে মনসক সাসপেন্স। ইয়ংস্টারদের মধ্যে আকর্ষণ বাড়ানোর জন্য যোগ করা হয়েছে ডুয়েল এক্সসস্ট সিস্টেম যা বাইকটিকে পিছনের দিক থেকে আলাদাই লুক দিয়েছে।

আজকের ডলার রেট || আজকের ডলার রেট কত চলছে 2024

বর্তমান সময়ে প্রত্যেক বাইকেই ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখতে পাওয়া যাচ্ছে। তেমনি হিরো তাদের এই নতুন XF3R স্ট্রিট ফাইটার বাইকটিতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মত আধুনিক ফিচার যোগ করেছে। যেখানে দেখতে পাওয়া যাবে স্পিডোমিটার, আরপিএম, ফুয়েল লেভেল,গিয়ার পসিশন এবং রাইডিং মোড।

Hero XF3R

এই বাইকটিতে পেয়ে যাচ্ছেন LED লাইট, স্প্লিট সিট এবং এলোয় হুইলসের এর মত সুবিধা গুলি। ভারতীয় বাজারে বাইকটি অনেকগুলি কালার অপশনে দেখতে পাওয়া যাবে, বাইকটিকে আরও অ্যাডভান্স বানানোর জন্য যোগ করা হয়েছে পিরেলি স্পোর্ট ডেমো টায়ার যা ভারতীয় রোডে দুর্দান্ত গ্রুপ দিতে সক্ষম।

মাপকাঠিবৈশিষ্ট
বাইকের নামHero XF3R
ইঞ্জিন 300 cc, লিকুইড কুল্ড, ফুয়েল ইনজেকশন
পাওয়ার28 bhp
টর্ক 25 Nm
ট্রান্সমিশন 6 স্পিড ম্যানুয়েল ট্রান্সমিশন
টপ স্পীড160 kmph
মাইলেজ35 kmpl

অসাধারণ পারফরমেন্স

হিরো XF3R একটি পাওয়ারফুল মোটরসাইকেল, এখানে বাইকটির মধ্যে দেওয়া হয়েছে 300 cc যুক্ত একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটি লিকুইড কুল্ড এবং ফুয়েল ইনজেকশন টেকনোলজির সাথে বাজারে আসবে। এছাড়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইকটির ইঞ্জিন থেকে সর্বোচ্চ 28 bhp পাওয়ার এবং সর্বোচ্চ 25 nm টর্ক উৎপাদন হবে। পারফরম্যান্স উন্নত করার জন্য ম্যানুয়েল ট্রান্সমিশন যুক্ত সিক্স স্পিড গিয়ার বক্স দেয়া হয়েছে এবং ব্রেকিং পারফরমেন্স এর জন্যও ABS এর সুবিধা পাওয়া যাবে।

Hero XF3R

কোম্পানির কথা অনুযায়ী এই বাইকটি থেকে 160 Kmph টপ স্পিড এচিভ করা যাবে। ইঞ্জিনটির ক্ষমতা অনুযায়ী দুর্দান্ত 35 kmpl মাইলেজ পাওয়া যাবে।

Hero XF3R দাম

হিরো তাদের এই নতুন বাইকটি খুব শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ করবে এবং ভারতীয় বাজারকে লক্ষ্য করে সংস্থাটি বাইকটির দাম নাগালের মধ্যেই রাখতে চলেছে। তবে এখনো পর্যন্ত হিরোর তরফ থেকে বাইকটির দামের ব্যাপারে কোনরকম ঘোষণা করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে হিরো XF3R বাইকটি মাত্র 1.6 লাখ টাকা থেকে এক্স শোরুমে পাওয়া যাবে এবং বাইকটির টপ মডেলের দাম 1.8 লাখ টাকা পর্যন্ত হতে পারে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment