ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশে 2024 | Drone Camera Price in Bangladesh

নমস্কার সকলকে, আমাদের প্রতিবেদনে ঢোকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আজ আমি আপনাদের জানাবো ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশে 2024 এই সম্পর্কে বিস্তারিত তথ্য। আজকের দিনে কোনো রকম স্মৃতিকে বন্দি করে রাখার জন্য ক্যামেরা ব্যবহার করা হয়। সেই সাধারণ ক্যামেরার থেকে আর একধাপ এগোলেই যে ক্যামেরার কথা মনে পরে তা হল ড্রোন ক্যামেরা। তাই আজ আমি আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে Drone Camera Price in Bangladesh এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। আপনি যদি ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশে 2024 এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news

ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশে 2024

ড্রোন ক্যামেরা হল আসলে আকাশে ওরা পাখির চোখ দিয়ে পৃথিবীকে দেখার একটি অনন্য মাধ্যম। পৃথিবীর বেশ কয়েকটি দেশে ড্রোন ক্যামেরার বিচরণ দেখা গেলেও, আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত এই ড্রোন ক্যামেরা আইনত ভাবে বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি বিভিন্ন সিনেমা শুট করার সময় এই ড্রোন ক্যামেরার ব্যবহার আমাদের বাংলাদেশে করা হয়। এই ক্যামেরা দিয়ে যেকোনো ধরণের অসাধারন ভিডিও শুট করা যায়, যা হয়তোবা সাধারণ ক্যামেরার সাহায্যে শুট করা সম্ভব না। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কারণে এই ড্রোন ক্যামেরা কেনার চাহিদা বেশ বৃদ্ধি পেয়েছে। তাই আপনাদের অনুরোধে আমরা আমাদের এই প্রতিবেদনে ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশে 2024 সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশে 2024

ড্রোন ক্যামেরা

ড্রোন ক্যামেরা হল একটি হাই ফ্রীকোয়েন্সি যুক্ত উরন্ত ডিভাইস যার সাহায্যে খুব সহজে বিভিন্ন দিক থেকে উচ্চ মানের ছবি এবং ভিডিও রেকর্ড করা যায়। যার অর্থ, ড্রোন ক্যামেরা হল একটি উচ্চ মানের ক্যামেরা যা ড্রোনের সাথে যুক্ত করা হয়েছে। এই ড্রোন ক্যামেরা খুব সহজে বিভিন্ন দিক থেকে উচ্চ মানের ছবি এবং ভিডিও রেকর্ডিং করতে পারে।

এই ড্রোন ক্যামেরা নিয়ন্ত্রণের জন্য এই ডিভাইসটির সাথে একটি রিমোট দেওয়া হয় বা এই ডিভাইসটি আপনি নির্দিষ্ট মোবাইল অ্যাপের সাহায্যে আপনি ড্রোনটির গতিবিধি এবং ডিভাইসটির সঙ্গে থাকা ক্যামেরাটিকে নিয়ন্ত্রন করতে পারবেন।

Drone Camera Price in Bangladesh

আমাদের বাংলাদেশে যে সকল ড্রোন ক্যামেরা পাওয়া যায় তার দাম বাংলাদেশী টাকায় 2,000 টাকা থেকে শুরু করে 1,50,000 টাকার মধ্যে থাকে। আমরা নিচের তালিকায় বিভিন্ন ধরণের ড্রোন ক্যামেরা দাম ও মডেল নম্বর সম্পর্কে জানিয়েছি। আপনি যদি একটি ভালো ড্রোন ক্যামেরা কিনতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই নিচের তালিকাটি ভালো করে দেখুন।

মডেলবাংলাদেশী টাকায় দাম
Baoniu Aerobat Four-Axis HC 702 Mini Aircraft Drone2,000 – 2,200
Baoniu Aerobat Four-Axis HC 702 Mini Aircraft Drone3,000 – 3,250
HDRC D2 6-Axis 2.4G RC Quadcopter4,500 – 4,700
Micro Foldable Wide Angle HD4,200 – 4,500
DJ1 Wi-Fi FPV Camera Portable Drone4,500 – 4,600
DJ2 WIFI FPV Dual Camera Drone5,500 – 7,500
E99 K3 Pro Dual Camera5,500 – 6,000
T27 Dual Camera Drone6,000 – 7,000
Traveller 3 Drone with 4k Camera6,000 – 7,000
Air Musha X9TW Foldable Drone14,000 – 16,000
DJI Mini 2 Standard50,000
DJI Mavic Mini Standard49,000
Xiaomi Fimi X8 SE 4K Drone51,500
DJI FPV Combo First-Person 4K View UAV Quadcopter1,45,000 – 1,50,000

প্রচলিত ড্রোন ক্যামেরা

বাংলাদেশে সবথেকে প্রচলিত ড্রোন ক্যামেরা হল DJI Mavic Mini ড্রোন ক্যামেরা। এই ড্রোন ক্যামেরাটি বাংলাদেশের বাজারে নাম কমানোর কারণ হল এই ড্রোন ক্যামেরাটি ওড়াতে গালে আপনাকে কোনো রকম FFA রেজিস্ট্রেশন ফ্রি দিতে হবে না। এছাড়াও, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে এই ড্রোন ক্যামেরাটি বিমান চলাচলে কোনোরূপ অসুবিধা সৃষ্টি করে না। তবে মনে রাখবেন, এই ড্রোন ক্যামেরাটি খুব বেশি উচ্চতা পর্যন্ত উড়তে পারে না।

Drone Camera Price in Bangladesh

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও, এই ধরনের সকল বাজারদর সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

প্রশ্ন এবং উত্তর

ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশে?

আমাদের বাংলাদেশে যে সকল ড্রোন ক্যামেরা পাওয়া যায় তার দাম বাংলাদেশী টাকায় 2,000 টাকা থেকে শুরু করে 1,50,000 টাকার মধ্যে থাকে।

বাংলাদেশে সবথেকে বেশি ব্যবহৃত ড্রোন কোনটি?

বাংলাদেশে সবথেকে প্রচলিত ড্রোন ক্যামেরা হল DJI Mavic Mini ড্রোন ক্যামেরা।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment