Samsung নতুন বছরে সারপ্রাইস দিতে আনছে Galaxy Tab Active 5 দেখুন কি কি থাকছে

Subham

Updated on:

Samsung Galaxy Tab Active 5

অনেকদিন ধরেই স্যামসাংয়ের একটি নতুন ট্যাবলেট Galaxy Tab Active 5 নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলছে। তবে আপনাদের জানিয়ে রাখি সিঙ্গাপুরের আইএমডিএ IMDA এবং আরব আমিরশাহীর ডিডিআরএ TDRA ছাড়াও অনেকগুলি সার্টিফিকেশন ওয়েবসাইটের কাছ থেকে ছাড়পত্র লাভ করেছে। বর্তমানে Samsung Galaxy Tab Active 5 এখন থাইল্যান্ডের এন বি টি সি NBTC তে গিয়ে পৌঁছেছে। এই সার্টিফিকেশন প্লাটফর্ম থেকে যেসব তথ্যগুলি সামনে এসেছে সেগুলি আমি আপনাদের জানাবো।

google news

Samsung Galaxy Tab Active 5 Pass NBTC

Samsung তাদের ট্যাবলেটটির SM-X306B মডেল নাম্বার নিয়ে থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং এন্ড টেলিকমিউনিকেশন কমিশনের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে। তবে এই ট্যাবলেটটিতে আপনি পেয়ে যাবেন 5G নেটওয়ার্কের সাপোর্ট, তবে এখনো পর্যন্ত সেই ভাবে ট্যাবটির স্পেসিফিকেশন এবং দামের ব্যাপারে কোনরকম সঠিক তথ্য পাওয়া যায়নি। কিন্তু থাইল্যান্ডের বাজারে ট্যাবটি কবে লঞ্চ হবে তার নিশ্চিত করা হয়েছে।

Samsung Galaxy Tab Active 5

Samsung Galaxy Tab Active 5 Specification

ইতিমধ্যেই গ্যালাক্সি ট্যাব একটিভ ৫ ট্যাবলেটের রেন্ডার অনলাইনে চলে এসেছে। এখান থেকে ডিভাইসটির কি ডিজাইন আসতে চলেছে তা জানা গেছে। আভাস করা ডিজাইন অনুযায়ী ট্যাবটি পিছনের দিকে একটি রিয়ার ক্যামেরা দেওয়া থাকবে। খুবই হার্ড কোয়ালিটির ট্যাবলেট টিতে 8 ইঞ্চি বড় সাইজের একটি বেজেল যুক্ত ডিসপ্লে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখানে পুরনো দিনের মতোই তিনটি বাটন দেওয়া থাকবে মেনু ব্যাক এবং হোম। এই বাটনটি আপনি খুব সহজেই গ্লাভস পড়ে চালনা করতে পারবেন। যেহেতু মজবুত ট্যাব সেই কারণে ডিসপ্লেটি সুরক্ষা দেওয়ার জন্য গরিলা গ্লাস 5 ব্যবহার করা হবে। সামনের দিকে একটি ক্যামেরাও যুক্ত থাকবে, এছাড়া পেছনে যে রিয়ার ক্যামেরাটি দেওয়া হয়েছে তা 13 মেগাপিক্সেলের। এর সাথেই কম আলোতে ছবি তোলার জন্য একটি ফ্লাশ লাইট অফার করা হয়েছে।

iQOO 11 5G ফোন কিনলেই পাবেন ১২,০০০ টাকা ছাড় সঙ্গে ইয়ারবাড Free । iQOO 11 5G Specification

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন ডেটাবেস থেকে একটি খবর পাওয়া গেছে, যেখানে বলা হয়েছে ট্যাবটি প্রোগ্রামের মাধ্যমে কাস্টমাইজ করা যাবে। এর সাথেই পেয়ে যাবেন একটি স্যামসাংয়ের S Pen দারুন সুন্দর এই পেনটিতেও আপনি পেয়ে যাবেন IP68 রেটিং। ডিভাইসটিতে সুরক্ষা দেয়ার জন্য স্যামসাং তাদের Knox সিকিউরিটি প্রটেকশন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস রেকোগ্নিশন এর মত সুবিধা দিয়েছে।

Samsung Galaxy Tab Active 5 Processor & Storage

ট্যাবটি চালনা করার জন্য এতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Exynos 1380 এবং এতে 6GB RAM ও 64GB/128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে এবং এই শক্তিশালী ট্যাবটি পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহার করা হবে 5050 mAh এর ব্যাটারি। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে 5G নেটওয়ার্ক, ওয়াইফাই-6 ব্লুটুথ 5.3 নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং রয়েছে জিপিএস এর মতো সুবিধা। ট্যাবলেটটি অপারেটিং হবে Android V14 এর মাধ্যমে, কালার অপশন হিসেবে এখানে গ্রে এবং ব্ল্যাক কালার দেওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment