OnePlus Nord 4 আবারও ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ফোন আনছে, থাকছে চমকদার স্পেসিফিকেশন দেখুন

Subham

OnePlus Nord 4

গত জানুয়ারি মাসে ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ ফিচারস যুক্ত OnePlus 12 এবং OnePlus 12R ইতিমধ্যে গ্লোবাল মার্কেটে লঞ্চ করে দিয়েছে। সংস্থাটি এখন Nord ব্রান্ডের স্মার্টফোনগুলি সাশ্রয়ী দামে লঞ্চ করার দিকে অনেকটা ঝোঁক দিয়েছে বলে জানা যাচ্ছে। একজন বিশ্বস্ত টিপসটার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন খুব শীঘ্রই এই ব্র্যান্ডের পরবর্তী স্মার্টফোন OnePlus Nord 4 ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। চলুন তাহলে আসন্ন এই স্মার্টফোন সম্পর্কে কি কি তথ্য পাওয়া গেছে সেগুলি জানা যাক।

google news

OnePlus Nord 4 খুব তাড়াতাড়ি আসছে

প্রসিদ্ধ টিপসটার ‘ম্যাক্স জাম্বের’ তিনি জানিয়েছেন OnePlus Nord 4 ডিভাইসটি ‘অডি’ (Audi) কোডনেম এর সাথে আসছে, তবে এখনো পর্যন্ত তিনি এর স্পেসিফিকেশন সম্পর্কে সেই ভাবে কোনরকম তথ্য প্রকাশ্যে আনেননি। তবে আরো অন্যান্য কিছু রিপোর্ট থেকে জানা গেছে এই স্মার্টফোনটি OnePlus Nord 5 নামে বাজারে আসতে পারে।

OnePlus Nord 4

পৃথিবীতে কিছু কিছু দেশ আছে যেমন চীন ‘4’ সংখ্যাকে খারাপ অর্থাৎ অশুভ সংখ্যা মনে করে, যার কারণে বেশিরভাগ চিনা ব্রান্ড গুলি এই নম্বরটিকে এড়িয়ে চলে। এর সাথেই একটি খবর শোনা যাচ্ছে যে, ওয়ানপ্লাস চীনের বাজারে OnePlus Ace 3V নামে স্মার্টফোনটি লঞ্চ করার তোড়জোড় নিচ্ছে এবং মনে করা হচ্ছে এই মাসেই ডিভাইসটি লঞ্চ করা হতে পারে। আরো জানা গেছে এই ডিভাইসটি QualComm Snapdragon Gen 3 চিপসেটের সাথে প্রথম স্মার্ট ফোন হবে বলে মনে করা হচ্ছে।

দেখুন: 21 ক্যারেট সোনার দাম কত today

আপনাদের জেনে রাখা ভালো গত বছরে চিনা বাজারে লঞ্চ হওয়া OnePlus Nord 3 স্মার্টফোনটি OnePlus Ace 2V এর একটি টুকড ভার্সন ছিল অর্থাৎ এখান থেকে মনে করা হচ্ছে Nord 4 ডিভাইস টি Ace 3V এর উপর ভিত্তি করে তৈরি করা হতে পারে। তবে এর আগের মডেলগুলোর মতোই OnePlus Ace 3V শুধুমাত্র চীনের বাজারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করা হচ্ছে।

একটি রিপোর্ট থেকে জানা গেছে OnePlus Ace 3V মডেলটিতে OLED ডিসপ্লে প্যানেল দেওয়া থাকবে এবং এই ডিসপ্লেটি 1.5 Kরেজুলেশনের সাথে 120Hz রিফ্রেশ রেট অফার করবে। এছাড়া ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হতে পারে 5,500 mAhশক্তিশালী ব্যাটারি যা 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি চালনা করার জন্য Android v14 উপর ভিত্তি করে Color OS 14 কাস্টম স্কিনে রান করবে এবং স্মার্টফোনটিতে সর্বোচ্চ 16 GB র‍্যামের সাথে আসতে পারে।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment