সবথেকে সস্তায় 151 কিলোমিটার রেঞ্জ নিয়ে টক্কর দিতে মাঠে নেমেছে Ola S1X কিনবেন নাকি

Subham

Updated on:

Ola S1X

বর্তমানে ভারতীয় বাজারে সব থেকে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক স্কুটারের মধ্যে Ola শীর্ষস্থানে রয়েছে। কয়েকদিন ধরেই Ola S1X ইলেকট্রিক স্কুটারটি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বর্তমান সময়ে এই কোম্পানিটির কাছে বাজেট স্কুটার থেকে পারফরমেন্স স্কুটার পর্যন্ত সব ভেরিয়েন্ট রয়েছে। তবে ওলার সবথেকে সস্তা স্কুটারটি হল Ola S1X এবং এই ইলেকট্রিক স্কুটারটি তিনটি মডেলের সাথে লঞ্চ হয়েছে।

google news

সংস্থাটি এই মডেলটির টপ ভেরিয়েন্ট এর উপর এখন সব থেকে বেশি ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট দেয়ার পর স্কুটারটির দাম দাঁড়িয়েছে 89,999 টাকায়। এখন আপনি যদি সস্তায় ভালো ইলেকট্রিক স্কুটার নেবার কথা ভাবছেন তাহলে Ola S1X বুক করতে পারেন। চলুন তাহলে ওলার এই নতুন ইলেকট্রিক স্কুটারটির ব্যাপারে ভালোভাবে জানা যাক।

মোটর ব্যাটারি এবং চার্জার

ওলা S1X প্লাস ইলেকট্রিক স্কুটারটিতে আপনি পেয়ে যাবেন 2700 ওয়াটের একটি BLDC হাব মাউন্টেড মোটর এবং এই মোটরটি চালনা করার জন্য ব্যবহার করা হয়েছে শক্তিশালী 3kW লিথিয়াম আয়ন IP67 ব্যাটারি। এই শক্তিশালী মোটর এবং ব্যাটারির মাধ্যমে ইলেকট্রিক স্কুটারটি থেকে 151 কিলোমিটারের IDC রেঞ্জ পাওয়া যাবে।

টাটা মোটরস নতুন রূপে একটি CNG গাড়ি নিয়ে আসছে, তাহলে দেখেনিন Tata Nexon CNG Launch Date In India

Ola S1X

ব্যাটারী স্কুটার হওয়া সত্বেও আপনি কিন্তু এই স্কুটারটি থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিড অর্জন করতে পারবেন। এছাড়া কোম্পানি শক্তিশালী ব্যাটারিটি চার্জ করার জন্য একটি ফাস্ট চার্জার দিয়েছে, এই চার্জারের মাধ্যমে আপনি মাত্র 4 ঘন্টা থেকে 7 ঘন্টার মধ্যে ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ করতে পারবেন। স্কুটারটি দেখতে যেমন প্রিমিয়াম কোয়ালিটির রাখা হয়েছে এর সাথেই বিল্ড কোয়ালিটি দুর্দান্ত পাবেন, যা আপনাকে একটি সুন্দর রাইডিং এর অনুভব দিতে পারবে।

Motor2700W BLDC
Battery3kW lithium-ion
Range 151Km
Top Speed90 km/h
Charging Time4-7hr

Ola S1X ফিচার এবং টেকনোলজি

নতুন মডেলের এই ইলেকট্রিক স্কুটারটিতে দারুন আধুনিক ফিচার এবং টেকনোলজি দেওয়া হয়েছে যা এই সেগমেন্টে স্কুটারটিকে অনন্য করে তুলেছে। ওলার এই ইলেকট্রিক স্কুটারটিতে আপনি পেয়ে যাচ্ছেন 5 ইঞ্চির একটি ইনফরমেশন ডিসপ্লে যার মাধ্যমে আপনি স্মার্ট ফোন কানেক্ট করতে পারবেন এবং এখান থেকেই সব রকমের আপডেট দেখতে পাওয়া যাবে।

Coolpad কোম্পানি Keypad মোবাইল প্রেমীদের জন্য নিয়ে এল তাদের নতুন 5G Keypad Phone যা Coolpad Golden Century Y60 নামে

এছাড়াও অন্যান্য ফিচার্স হিসাবে রয়েছে রাইডিং মোড, ত্রুজ কন্ট্রোল,LED লাইট,বুট স্পেস, কি- লেস এন্ট্রি, এছাড়া অন্যান্য ফিচার রয়েছে। কোম্পানির তরফ থেকে এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিটিতে 3 বছরের ওয়ারেন্টি অফার করেছে।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment