LPG গ্যাস উপভোক্তাদের জন্য ৬ লক্ষ টাকার বীমার সুবিধা ঘোষণা কেন্দ্র সরকারের। কিভাবে আবেদন করবেন জেনে নিন

Subham

LPG Gas Cylinder Blast govt Insurance

LPG Gas Cylinder Blast govt Insurance: ভারত সরকার LPG গ্যাস উপভোক্তাদের জন্য বীমা যোজনার কথা ভেবেছে। সেই অনুযায়ী এখন থেকেই সকল গ্যাস উপভোক্তাদের বীমা যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যে কোনো ধরণের গ্যাস দুর্ঘটনার ক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফে ৬ লক্ষ টাকা পর্যন্ত বীমার ঘোষণা করা হয়েছে। কিভাবে এবং কত টাকা পাবেন সেই বিষয়ে সমস্ত কিছু নিচে বিস্তারিত ভাবে দেওয়া হলো।

google news

LPG গ্যাস দুর্ঘটনার বীমার পরিমান কত

  1. আসুন তাহলে দেখেনিন গ্যাস সংক্ৰান্ত যেসব দুর্ঘটনায় কত করে বীমার টাকা দেবে সরকার।
  2. LPG গ্যাস সংক্রান্ত দুর্ঘটনায় যদি কোনো ব্যাক্তি মারা যায় সেক্ষেত্রে ওই মৃত ব্যাক্তির পরিবার ৬ লক্ষ টাকা বীমার জন্য পাবে।
  3. গ্যাস দুর্ঘটনার কারণে যদি কোনো পরিবারের ক্ষতি হয় সেক্ষেত্রে ওই পরিবারের সকল ব্যাক্তি মাথা পিছু ২৫ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা ভোগ করতে পারবে। তবে এখানে উল্লেখযোগ্য পরিবারে যত বেশি সংখ্যক সদস্য থাকুক না কেন সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্তই বীমার সুবিধা পাবেন।
  4. প্রত্যেক দুর্ঘটনার জন্য ক্ষতিগ্রস্থ পরিবারের ব্যক্তিকে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা পাওয়ার সুবিধা দেওয়া হবে।

অবশ্যই দেখুন : SBI FD RETURNS: দুর্দান্ত রিটার্ন দিচ্ছে স্টেট ব্যাংক, ৫০ হাজার টাকা‌ ফিক্সড ডিপোজিটে মেয়াদ শেষে কত রিটার্ন পাবেন, দেখুন।

বীমার সুবিধা পাবেন কিভাবে ?

ভালোভাবে দেখে নিন বীমার সুবিধা পাবেন কিভাবে, আপনার বাড়িতেও যদি কোনদিন গ্যাস দুর্ঘটনা ঘটে এবং কোন ব্যক্তির কোন প্রকার ক্ষতি হলে কিভাবে এই বীমার জন্য আবেদন করবেন দেখে নিন। এক্ষেত্রে উপভোক্তাদের গ্যাস ডিস্টিবিউটরের কাছে লিখিত দরখাস্ত জমা করতে হবে। এরপর ডিস্টিবিউটর নিজস্ব এলাকার কার্যালয়ে এবং বীমা অধিকারীকে অভিযোগ করবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রন্থ উপভোক্তাদের সম্পূর্ণ ভাবে বীমা পেতে গ্যাসডিস্টিবিউটররা আপনার সহায়তা করবে।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment