এতো বাইক নয় যেন একটা হাতি, সবাইকে ধুলো চাঁটাতে আসছে Pulsar NS400 দেখুন একনজরে

Subham

Updated on:

Bajaj Pulsar NS400

Bajaj Pulsar NS400: ভারতীয় বাজারে বাজাজ তাদের বাজেট সেগমেন্ট এবং পারফরম্যান্স বাইকের জন্য খুবই জনপ্রিয়। তবে নতুন বছরে বাজাজ তাদের Pulsar সিরিজের সব থেকে শক্তিশালী মডেল নিয়ে আসবে বলে আগের বছরই বলেছিল। সেখান থেকেই জানা গিয়েছিল বাজাজ তাদের নতুন বাইকটির নাম রাখবে Pulsar NS400. ইতিমধ্যে ইন্টারনেটের মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে যে আগামী মার্চ মাসের মধ্যেই ভারতীয় বাজারে বাইকটি লঞ্চ হবে।

google news

এই খবরের সাথেই পালসার লাভারদের কাছে খুশির জোয়ার উঠেছে, একটি বিশিষ্ট অটো সাইট থেকে জানা গেছে বাজাজ তাদের ডিলারদের Pulsar NS400 শোরুমে রাখার জন্য জায়গা করতে বলেছে। তাহলে আসুন দেরি না করে আসন্ন বাইকটি সম্পর্কে জানা যাক।

Bajaj Pulsar NS400 pic

Bajaj Pulsar NS400 Engine

নতুন প্রজন্মের কথা ভেবে বাজাজ সবসময় তাদের পালসার সিরিজের বাইকগুলিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের ব্যবহার করা থাকে। তবে আসন্ন Pulsar NS400 মডেলটিতে অফার করা হয়েছে 400 cc যুক্ত লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার BS6 ইঞ্জিন। বর্তমানে ভারতীয় বাজারে উপস্থিত KTM 390 Duke ও Triumph Speed 400 বাইকগুলোতেও একই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তবে পালসার এর ক্ষেত্রে ইঞ্জিনটিতে একটু আলাদা করে টিউনিং করা হতে পারে।

নতুন আপডেটের পর বিরাট চমক নিয়ে হাজির Bajaj Pulsar N160, দেখুন দাম ও ফিচার্স

Bajaj Pulsar NS400 Design

এক কথায় বলতে গেলে বাজাজ সব সময় টিভিএস এর বাইক গুলোর লুকিং এবং ফিচারস নিয়ে টক্কর করে থাকে, কিছুদিন আগেই TVS তাদের Apache 310R নেকেড মডেলটি বাজারে এনেছে। তবে পালসার NS400 বাইকটিতে দুর্দান্ত এলইডি হেডলাইট মাসকিউলার ফুয়েল ট্যাঙ্ক এবং ফুল ডিজিটাল ইন্সটুমেন্ট ক্লাস্টারের সাথে বাজারে পা রাখবে তবে। লুকিং এর দিক থেকে বাইকটি স্ট্রিট ফাইটার টাইপের বানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি এখনো পর্যন্ত সংস্থার তরফ থেকে বাইকটির সম্বন্ধে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Bajaj Pulsar NS400 Price

মনে করা হচ্ছে মার্চ মাসে বাইকটি লঞ্চের পর থেকেই বাজাজ অনুমোদিত শোরুম গুলিতে বাইকটি দেখতে পাওয়া যাবে। যদিও বাজাজ এখনো পর্যন্ত আসন্ন এই বাইকটির সম্পর্কে দাম তথ্য প্রকাশ করেনি। কিন্তু বিভিন্ন অটো মোবাইল সাইট থেকে জানা গেছে Pulsar NS400-এর দাম 2 লাখ টাকা (এক্স শোরুম) হতে পারে।

হিরোর নতুন চমক Hero Xoom 160 ADV ফিচার্স জানলে আপনিও চমকে উঠবেন, জানুন বিস্তারিত

বাজারের নতুন এই বাইকটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমরা কয়েক দিনের মধ্যেই আপনাদের সামনে নিয়ে আসবো। আপনি যদি একজন বাইক প্রেমিক হন তাহলে আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করতে ভুলবেন না, যেখানে আমরা আপনাদের নিত্যনতুন বাইক এবং গাড়ির সব থেকে প্রথম আপডেট দিয়ে দেব।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment