কাটারিভোগ চালের দাম কত ২০২৪ ।। কাটারিভোগ চালের দাম কত বাংলাদেশে

Subham

কাটারিভোগ চালের দাম কত

আগত সকলকে স্বাগত জানাই আজকে আপনারা জানতে পারবেন কাটারিভোগ চালের দাম কত এবং কাটারিভোগ চালের উপকারিতা সম্বন্ধে। আমরা প্রত্যেকেই কমবেশি পরিমাণে কাটারিভোগ চাল বাড়ির জন্য কিনে থাকি, যার কারণেই ধীরে ধীরে বাজারে কাটারিভোগ চালের দাম এবং চাহিদা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে চলেছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কাটারিভোগ চালের দাম কত জানেন না আর এখানেই জানতে পারবেন কাটারিভোগ চালের সঠিক দাম।

google news

কাটারিভোগ চাল খুবই সুস্বাদু সুগন্ধযুক্ত ও পুষ্টিকর একটি চাল এবং এই চালটি যেমন দেখতে সুন্দর তেমনি এর অনেক উপকারিতা রয়েছে। যার কারণেই ছোট থেকে বড় সকলেই এই চাল দিয়ে তৈরি খাবার খেতে পছন্দ করেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কাটারিভোগ চালের দাম কত।

কাটারিভোগ চালের দাম কত

গত কয়েক বছর ধরেই বাংলাদেশে কাটারিভোগ চালের জনপ্রিয়তা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে, যার কারণেই অনেকেই ইন্টারনেটে কাটারিভোগ চালের দাম কত তা জানতে চায়। তবে বর্তমানে বাংলাদেশে কাটারিভোগ চালের দাম আগের তুলনায় প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। এই টাকা বৃদ্ধি পাওয়ার পর কাটারিভোগ চালের দাম বর্তমানে প্রতি কেজিতে 60 টাকা থেকে 65 টাকা দামে পাওয়া যাচ্ছে।

তবে দাম বৃদ্ধির আগে এই কাটারিভোগ চাল বাজারে 50 থেকে 55 টাকা কেজি ধরে পাওয়া যেত এবং এই কাটারিভোগ চালের বস্তা অর্থাৎ 25 কেজি চালের দাম 1500 টাকা থেকে 1600 টাকা। তবে আপনি যদি এই কাটারিভোগ চাল 50 কেজি বস্তায় নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে 3000 থেকে 3500 টাকা। যেহেতু আমরা বেশিরভাগ মানুষই অল্প পরিমাণে কাটারিভোগ চাল কিনে থাকি তার কারণে দামটি একটু বেশি পরে তবে একসাথে অনেক পরিমান চাল কিংবা পাইকারি দামে কিনতে চাইলে একটু কম হবে।

কাটারিভোগ চালের দাম 1 কেজি 60-65 টাকা
কাটারিভোগ চালের দাম 25 কেজি 1500-1600 টাকা
কাটারিভোগ চালের দাম 50 কেজি 3000-3500 টাকা

তীর কাটারিভোগ চালের দাম

কাটারিভোগ চাল দুটি কোয়ালিটিতে পাওয়া যায় একটি সাধারণ কাটারই ভোগ চাল এবং অন্যটি তীর কাটারিভোগ চাল। তবে সাধারণ মানুষ কাটারিভোগ চাল টাই বেশি ব্যবহার করে থাকে এবং বাংলাদেশে কয়েকটি কোম্পানি আছে যারা এই কাটারিভোগ চাল প্যাকেটজাতো করে বাজারে বিক্রি করে। অনেকেই আছেন যারা কাটারিভোগ চালের উৎকৃষ্ট মানের তীর কাটারিভোগ চাল ব্যবহার করেন।

তীর কাটারিভোগ চালের দাম কত

আসুন তাহলে জেনে নেওয়া যাক বর্তমান তীর কাটারিভোগ চালের দাম কত বাংলাদেশে। যেহেতু তীর কাটারিভোগ চাল একটু উৎকৃষ্ট মানের সেক্ষেত্রে সাধারণ কাটারিভোগ চালের থেকে বাজারে এর দাম খানিকটা বেশি। বর্তমানে তীর কাটারিভোগ চালের দাম প্রতি কেজিতে ১০০ টাকা থেকে ১২০ টাকা যদিও এর আগে এই চালের দাম খানিকটা কম ছিল।

হেলিকপ্টার দাম কত বাংলাদেশ 2024 | Helicopter Price in Bangladesh

তীর কাটারিভোগ চালের দাম 1 কেজি100-120 টাকা
তীর কাটারিভোগ চালের দাম 10 কেজি1000-1200 টাকা
তীর কাটারিভোগ চালের দাম 25 কেজি2500-3000 টাকা
তীর কাটারিভোগ চালের দাম 50 কেজি5000-6000 টাকা

কাটারিভোগ চাল কোথায় উৎপাদিত হয়

বর্তমান সময়ে বাংলাদেশের অনেক জায়গাতেই কাটারিভোগ চালের উৎপাদন দেখতে পাওয়া যায়। যেহেতু এই চালটি বাংলাদেশে অনেক জনপ্রিয় তার কারণেই অনেক চাষী এই চালটি উৎপাদন করতে চায়। তবে কাটারিভোগ চাল সবচেয়ে বেশি এবং বিখ্যাত জায়গাগুলি আমি আপনাদের জানিয়ে দেবো।

কাটারিভোগ চালের নাম শুনলেই প্রথমেই আমাদের মাথায় একটি সুগন্ধি এবং সুস্বাদু চালের কথা মাথায় আসে। এই চাল মূলত দিনাজপুর এলাকায় সব থেকে বেশি পরিমাণে উৎপাদন হতে দেখা যায়। তার কারণ হলো ভৌগোলিক অবস্থান এবং আবহাওয়ার কারণে এখানে সব থেকে বেশি উৎপাদন হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাটারিভোগ চালের চাষ হয়ে থাকলেও সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে দিনাজপুর জেলায়।

কাটারিভোগ চালটি দেখতে খানিকটা সরু এবং লম্বাটে চালটির সামনের দিকটি ছুড়ির মতো ছোচালো। এই চাল চাষ করার জন্য বেলে দোআঁশ মাটি সবদিকে বেশি উপযোগী মনে করা হয়। আর এই মাটি সব থেকে বেশি এবং ভালো মানের দেখতে পাওয়া যায় দিনাজপুর জেলায়।

ওমান গোল্ড রেট 2024 | 22 ক্যারেট ওমান গোল্ড রেট

তবে বর্তমানে বাংলাদেশের বড় বাউল, খানপুর, ভিয়াইল, চিরিরবন্দর উপজেলায় কাউগাঁ,পশ্চিম বাউল, দুর্গাডাঙ্গা, মুকুন্দপুর, তালপুর, বিষ্ণুপুর, ফাসিলা হাট এছাড়াও আরো কয়েকটি জেলায় এই চালের চাষ দেখতে পাওয়া যায়।

কাটারিভোগ চালের উপকারিতা

বাংলাদেশের বেশিরভাগ মানুষই এখন কম বেশি কাটারিভোগ চাল বাজার থেকে ক্রয় করেন, তবে এই চাল ছোট বাচ্চাদের খুবই প্রিয় চাল। এই চালের বিরিয়ানি এবং পোলাও খুব সুন্দর হয়। যেহেতু এই চালটি সুস্বাদুর সাথে পুষ্টিকর তাই এর মধ্যে অনেকগুলি উপকারিতা রয়েছে যেগুলি আমি আপনাদের জানাবো।

এই কাটারিভোগ চালের মধ্যে ভিটামিন, ফাইবার, জিংক, মিনারেল সহ আরো অন্যান্য উপাদান দেখতে পাওয়া যায় যা শরীরের অনেক উপকারী। এই চালের ধান থেকে সুন্দর সাদা ধবধবে চিরা তৈরি হয় যা অনেক সুস্বাদু এবং সুগন্ধিযুক্ত।

কাটারিভোগ চালের একটি ছোট্ট ইতিহাস রয়েছে উইকিপিডিয়া ঘাটলে আমরা দেখতে পাবো সেখানে লেখা আছে মোগল সম্রাট ঔরঙ্গজেব একবার দুর্নীতির অভিযোগে দিনাজপুরে রাজা প্রাণনাথ কে তার দরবারে ডেকে পাঠান। তখন প্রাণনাথ মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে খুশি করার জন্য উপহার হিসেবে বহুমূল্য রত্ন এবং কাটারিভোগ চাল উপহার করেন কিন্তু, এই রত্নের সাথে দেওয়া কাটারিভোগ চাল ঔরঙ্গজেবের খুব পছন্দ হয় যার কারণে খুশি হয়ে ঔরঙ্গজে প্রাণনাথ কে ‘মহারাজ ‘উপাধি দিয়ে ভূষিত করেন।

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদের কাটারিভোগ চালের দাম কত বাংলাদেশে এবং কাটারিভোগ চালের উপকারিতা ও ইতিহাস সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি আমাদের দেওয়া তথ্যগুলি আপনাদের নিত্য জীবনে অনেক কাজে লাগবে। আজকের এই পোষ্টটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment