এবার থেকে পিএম কিষানে ৬০০০ এর বদলে ৮০০০ টাকা দেবে কেন্দ্র সরকার,তার জন্য কী করতে হবে জানুন

Subham

এবার থেকে পিএম কিষানে ৬০০০ এর বদলে ৮০০০ টাকা দেবে কেন্দ্র সরকার,তার জন্য কী করতে হবে জানুন PM kisan

কিছুদিন আগেই এদেশে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে, এবং সেখানে আশানারূপ ফল না হওয়ায় কেন্দ্র সরকার দেশের কৃষকদের একটা বড়ো উপহার দেবে বলে ঘোষণা করেছে। এক্স প্লাটফর্ম অর্থাৎ (সাবেক টুইটার)-এর মাধ্যমে জানানো হয়েছে এই রাজ্যের সমস্ত কৃষককে এরপর থেকে ৮০০০ টাকা কিষান সম্মান নিধি পাবে। যদিও এর ফলে দেশের সরকারের উপর প্রায় ১৩০০ কোটি টাকার একটা বোঝা মাথায় নিতে হবে।

google news

তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় আরও 2 হাজার টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন। এই প্রকল্পের জন্য মোদী সরকার অর্থাৎ কেন্দ্র সরকার এতদিন পর্যন্ত কৃষকদের 6000 টাকা করে প্রতি বছর দিত। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 6000 টাকা পৌঁছে যেত।

আরো পড়ুন: কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের পৌরসভায় নিয়োগ, কি ভাবে আবেদন করবেন?

তবে কিন্তু প্রত্যেক মাসে নয়, ৪ মাস অন্তর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকা করে তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হত। বর্তমান সরকার এই টাকা আরো ২০০০ টাকা বাড়িয়ে দিয়েছে। যার কারণে রাজ্যের কৃষকরা এখন ৮০০০ টাকা পাবেন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে নির্দিষ্ট কিছু কৃষকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন, কোন কোন কৃষকরা এই অতিরিক্ত সুবিধা নিতে পারবেন জানতে পোস্টটি ভালোভাবে পড়ুন।

অতিরিক্ত পিএম কিষানের টাকা করা পাবে জানতে কি করতে হবে

যদি আপনি তালিকায় নাম আছে কিনা জানতে চান, তাহলে নিচে দেওয়া পদক্ষেপ গুলি অনুসরণ করুন।

  1. প্রথমে PM Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইটে pmkisan.gov.in-এ যেতে হবে।
  2. এরপর হোম পেজে সুবিধাভোগী স্ট্যাটাস অপশনটি ক্লিক করতে হবে।
  3. এর পরে উপভোগকারীর আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর দিতে হবে।
  4. আরও জানার জন্য আপনাকে, Get Data এ ক্লিক করতে হবে।
  5. এখন জিডি আপনার নাম সুবিধাভোগী তালিকায় থাকে তাহলে থাকলে, আপনি আপনার নাম তালিকায় দেখতে পাবেন।
  6. আরো জানতে কৃষাণ সম্মান নিধি যোজনা হেল্পলাইন নম্বর নিয়ে রাখুন।

আরো পড়ুন: আবহাওয়ার খবর: দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতরের নতুন পূর্বাভাসে রাজ্যবাসীর স্বস্তি

আপনি যদি পিএম কিষানের সুবিধাভোগী হন এবং যে কোনও ধরণের সাহায্য দরকার বলে মনে হয়, তাহলে আপনি পিএম কিষাণ হেল্পলাইন নম্বর ১৫৫৬২৬১ এবং ১৮০০১১৫৫২৬ বা ০১১-২৩৩৮১০৯২ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও, এখন আপনি যদি মনে করেন, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ইমেল ঠিকানা- pmkisan[email protected]এও মেইল করতে পারেন।

আপনাদের খেয়াল রাখতে হবে, কেন্দ্রের ৬০০০ টাকার কিষান নিধি যোজনার উপর আরও ২০০০ টাকা বাড়িয়ে ৪০০০ টাকা করেছে শুধু মাত্র রাজস্থান সরকার। এখনো পর্যন্ত রাজস্থানের কৃষকরাই এই বৃদ্ধি হওয়া টাকার পরিমাণ পাবেন।

এই ধরণে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটি ভিসিট করতে ভুলবেন না। আমাদের সংস্থা প্রতিদিন বিভিন্ন দেশ বিদেশের নতুন খবর নিয়ে আপনাদের সামনে প্রস্তুত করে। যাতে করে সবার আগে নিজেকে আপডেট রাখতে পারেন, ধন্যবাদ।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment