দুর্দান্ত ডিজাইন, বড় স্ক্রিন এবং শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে পা রাখলো Lenovo Tab K11 দেখুন বিস্তারিত

Subham

Updated on:

Lenovo Tab K11

কোনোরকম আগাম খবর না দিয়েই চোখের আড়ালে Lenovo জাপানের বাজারে একটি নতুন ট্যাবলেট আজ লঞ্চ করেছে। ট্যাবলেট টির নাম রাখা হয়েছে Lenovo Tab K11 ট্যাবলেটটিতে বড় সাইজের একটি উচ্চ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। সাথেই মিডিয়াটেক হিলিও জি সিরিজ প্রসেসর এবং একটি দারুন শক্তিশালী ব্যাটারি অফার করা হয়েছে। মিউজিক শোনার অভিজ্ঞতা বাড়ানোর জন্য যোগ করা হয়েছে ডলবি অ্যাটমস সাপোর্টের কোয়াড স্পিকার।

google news

Lenovo K11 ট্যাবলেটটি দেখতে খুবই পাতলা, থিকনেস রাখা হয়েছে 7.2 মিমি, ব্যবহারের উপযোগী করার জন্য খুবই হালকা ওজনের বানানো হয়েছে ট্যাবলেটটিকে। তাহলে আসুন Lenovo Tab K11 সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাক।

গেমিং অনুভূতি বদলাতে ড্রাগন এডিসন নিয়ে হাজির Red Magic 9 Pro, রয়েছে চমকানোর মতো ফিচার্স

উল্লেখযোগ্য বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে CES 2024 টেক ইভেন্ট আয়োজন করা হয়েছিল সেখানে এই ট্যাবলেটটি আত্মপ্রকাশ করে। তবে ট্যাবলেটটি Lenovo Tab M11 মডেলের রিব্র্যান্ড সংস্করণ বলে মনে করা হচ্ছে।

Lenovo Tab K11

Lenovo Tab K11 Specification

লেনোভোর এই নতুন ট্যাবলেট টিতে 4 GB র‍্যাম এবং 64 GB স্টোরেজ দেওয়া হয়েছে, যেখানে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ট্যাবলেটটির স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো যাবে। অপারেটিং সিস্টেমের জন্য Android v13 ব্যবহার করা হয়েছে। Lenovo Tab K11 ট্যাবলেটটি ফ্রি স্টাইল ফিচার সাপোর্ট করতে সক্ষম, এর মাধ্যমে ট্যাবলেটটিকে সেকেন্ডারি স্ক্রিন বা রাইটিং হিসেবে ব্যবহার করা সম্ভব। এছাড়াও এই ফিচার্সের মাধ্যমে ট্যাবলেট এবং পিসির মধ্যে কোনরকম অসুবিধা ছাড়াই ফাইল ট্রান্সফার করার সুবিধা রয়েছে। মিউজিকের যদি কথা বলা হয় এখানে ডলবি অ্যাটমস-টিউনড কোয়াড স্পিকার ব্যবহার করা হয়েছে।

Lenovo Tab K11 Display

যেহেতু এটি একটি ট্যাবলেট যার কারণেই এখানে 10.95 ইঞ্চির বড় সাইজের এইচডি+ IPS LCD ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। ডিসপ্লেটির রেজুলেশন রাখা হয়েছে 1920×1200 পিক্সেলের, এছাড়াও ট্যাবলেটটি সফট টাচ সাপোর্ট করে।

Samsung Galaxy F55 5G ও Samsung Galaxy M55 5G এই দুটি স্মার্টফোন খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে

Lenovo Tab K11 Camera

সাধারণত যেকোনো ট্যাবলেটেই বেশি মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয় না, এক্ষেত্রে লেনোভোর নতুন ট্যাবলেটটি তে ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, সামনের দিকে সেলফি তোলার সুবিধার জন্য 8 মেগাপিক্সেলের ক্যামেরা অফার করা হয়েছে।

Lenovo Tab K11 Processor

চমৎকার এই ট্যাবলেটটিতে পারফরম্যান্স ভালো করতে ব্যবহার করা হয়েছে MediaTek G88 প্রসেসর এবং এই প্রসেসরটি 2.2 গিগাহার্টজ ক্লিক রেটে চলে। যদিও মনে করা হচ্ছে ট্যাবলেটের জন্য এই প্রসেসরটি ভালো চয়েস।

Lenovo Tab K11 Battery & Charger

Lenovo তাদের নতুন লঞ্চ করা ট্যাবলেট টিতে পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহার করেছে শক্তিশালী 7040 mAh এর ব্যাটারি। এই ব্যাটারিটি চার্জ করার জন্য অফার করা হয়েছে 15 ওয়াটের USB Type-C চার্জার। ব্যাটারির ক্যাপাসিটি অনুযায়ী একবার চার্জ করার পর ট্যাবলেটটি প্রায় সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত কোন রকম সমস্যা ছাড়াই চলবে।

Lenovo Tab K11 Price

Lenovo Tab K11 লুনার গ্রে কালারের সাথে লঞ্চ করা হয়েছে এবং পিছনের দিকে ডুয়েল টোন ব্যাক প্যানেল দেওয়া হয়েছে। তবে ট্যাবলেটটি জাপানের বাজারে ওয়াই-ফাই (Wi-Fi) এবং এলটিই (LTE) কানেক্টিভিটি ভেরিয়েন্টের সাথে মিলবে। তবে এখনো পর্যন্ত ট্যাবলেটটির দাম সম্পর্কে সেই রকম ভাবে কোনো তথ্য প্রকাশে আসেনি।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment