POST OFFICE SCSS: পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম থেকে প্রত্যেক ৩ মাসে ১৫,৩৭৫ টাকা, কিছু টাকা জমা করেই পেয়ে যাবেন

Subham

Post Office SCSS

Post Office Senior Citizens Savings Scheme (SCSS): ভারতীয় ডাক বিভাগের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প স্কীমগুলির মধ্যে সবথেকে চমৎকার এবং জনপ্রিয় স্কিম হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। ইন্ডিয়ান পোস্ট অফিসের বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় স্কিম রয়েছে তার মধ্যে এই প্রকল্পটিতে সবথেকে বেশি সুদ দেওয়া হয়, যার কারণেই এই প্রকল্পটি এত জনপ্রিয়। এখন আপনি যদি এই স্কিমের সুবিধা অর্থাৎ প্রতি ৩ মাসে ১৫,৩৭৫ টাকা পেতে চান সেক্ষেত্রে আপনাকে যে বিষয় গুলি অবলম্বন করতে হবে তারই বিস্তারিত তথ্য আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব, আসুন তাহলে ভালোভাবে বিষয়টি বুঝে নিন।

google news

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Post Office SCSS)

আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন ভারতীয় ডাক বিভাগের দুর্দান্ত জনপ্রিয় স্কিমগুলির মধ্যে একটি হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Post Office SCSS) স্কিমটি জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ হলো প্রবীণ নাগরিকদের প্রতি মাসে বা, প্রতি ৩ মাসে বা, প্রতি বছরে ভালো পরিমানে টাকা আয়ের সুযোগ থাকে। সহজ ভাবে বলতে গেলে কজন প্রবীণ নাগরিক এই স্কিমটিতে যে পরিমান টাকা বিনিয়োগ করবেন তার ওপর প্রাপ্ত সুদ মাসিক, ত্রৈমাসিক, বা বাৎসরিক ভিত্তিতে একেবারে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আয়ের মতো পেয়ে যাবেন।

শুধুমাত্র মাসিক বা বাৎসরিক নয়, আপনার জমা করা টাকা মেয়াদ পূর্ণ হওয়ার পর আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। যার ফলে বয়সকালে আর্থিক দিক থেকে অনেকটা সুবিধা পাওয়া যায়।

অবশ্যই পড়ুন: POST OFFICE NSC SCHEME: পোস্ট অফিসের NSC স্কিমে ১০,০০০ টাকা বিনিয়োগ করে পাওয়া যাচ্ছে দুর্দান্ত রিটার্ন

পোস্ট অফিসের এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মেয়াদ হলো ৫ বছর। এছাড়া মেয়াদ পূর্ণ হবার পরেও চাইলে ৩ বছর পর্যন্ত মেয়াদ বাড়াতে পারেন, এটা আপনার ব্যাক্তিগত ব্যপার।

প্রতি ৩ মাসে ১৫,৩৭৫ টাকা পেতে কি করণীয় ?

পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে একজন ব্যাক্তি ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩০,০০,০০০ টাকা বিনিয়োগ করতে পারবেন। এছাড়া অন্য একটি উপায় আছে যেখানে যৌথ অর্থাৎ দুজন মিলে অ্যাকাউন্ট খুলে ৬০,০০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে বিনিয়োগের পরিমান যেন ১,০০০ এর গুণিতক হয়, অর্থাৎ আপনি ১,৫০০ টাকা, ২,৫০০ টাকা বিনিয়োগ করতে পারবেন না, আপনাকে ২,০০০ টাকা, ৩,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। আবার আসি আসল কথায়, আপনি যদি এই স্কিম থেকে প্রতি ৩ মাসে ১৫,৩৭৫ টাকা পেতে চান, তাহলে আপনাকে স্কিমটিতে ৩০,০০,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। তারপরই কিন্তু প্রতি ৩ মাসে ১৫,৩৭৫ টাকা পাবেন।

ডাক বিভাগের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৩০,০০,০০০ টাকা বিনিয়োগ করলে প্রতি বছর সুদ পাবেন ৬১,৫০০ টাকা। যা প্রত্যেক ৩ মাস অন্তর ১৫,৩৭৫ টাকা হবে। এখানে আপনি মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত, অর্থাৎ ৫ বছরে মোট ২,৪৬,০০০ টাকা সুদ পাবেন। এবং স্কিমটির মেয়াদ পূর্ণ হওয়ার পর আপনার বিনিয়োগ করা টাকা ফেরত পেয়ে যাবেন।

অবশ্যই পড়ুন: ইন্ডিয়ান আর্মির SSC টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ, শূন্যপদ ছাড়াও সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি সম্পর্কে জেনে নিন

কিভাবে এবং কোন ব্যাক্তিরা এই স্কিমে বিনিয়োগ করতে পারবে ?

এদেশের অর্থাৎ ভারতের সকল অবসর প্রাপ্ত ব্যাক্তিরা অর্থাৎ ৬০ বছরের বেশি বয়সী ব্যাক্তিরা নিজেদের কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খুলে সেখানে বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও যে সকল ব্যক্তিরা ৫৫ বছর বা তার বেশি কিন্তু ৬০ বছরের আগে অবসর গ্রহণ করেন, তারা অবসর নেওয়ার ১ মাসের মধ্যে স্কিমটিতে সহজেই বিনিয়োগ করতে পারবেন। অন্যদিকে ৫০ বছর থেকে ৬০ বছরের আগে অবসর নেওয়া ভারতীয় সৈনিকরা এতে অবসর নেওয়ার ১ মাসের মধ্যে বিনিয়োগ করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি এই স্কিমে বিনিয়োগ করার আগে অবশ্যই পোস্ট অফিসের কর্মীর কাছ থেকে এই স্কিম সম্পর্কে ভালোভাবে জেনে নিতে ভুলবেন না।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment