আড়ং টক দই দাম কত || Aarong Tok Doi Price 2024

আমরা সকলেই কমবেশি দই খেতে ভালবাসি, তবে বেশিরভাগ মানুষই মিষ্টি দই খেতে পছন্দ করেন। আজকে আমি আপনাদের আড়ং টক দই দাম কত সেই বিষয়ে জানাবো। গরমের সময় যদি একটু টক দই পাওয়া যায় তাহলে দারুন লাগে। টক দই এর মধ্যে প্রচুর পরিমাণে গুণাবলী দেখতে পাওয়া যায় তবে সেই টক দই যদি আড়ং টক দই হয় তাহলে তো কথাই হয় না।

google news

বাংলাদেশের জনপ্রিয় দই নির্মাতা কোম্পানিগুলির মধ্যে আড়ং দারুণ জনপ্রিয় এবং অনেকেই এই দই বাড়িতে ভাত দিয়ে খাবার জন্য বা লস্যি বানানোর জন্য ব্যবহার করে থাকেন। কিন্তু অনেক মানুষ আছেন যারা আড়ং টক দই দাম কত জানেন না তাদের জন্যই আমি আজকে আড়ং টক দই দাম কত চলছে বাংলাদেশে তা জানাবো। আসুন তাহলে দেখে নিন আড়ং দই দাম কত চলছে।

আড়ং টক দই দাম কত

বাজারে মূলত দু ধরনের দই দেখতে পাওয়া যায়, একটি মিষ্টি দই এবং অন্যটি টক দই। মানুষের রুচি অনুযায়ী টক এবং মিষ্টি দুই ধরনের দই খেয়ে থাকে। বর্তমানে বাংলাদেশের বাজারে আড়ং টক দই দাম প্রতি কেজিতে ২১০ টাকা থেকে ২৪০ টাকা পর্যন্ত পাওয়া যায়। আড়ং মিষ্টি দই দাম ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়। প্রতি গ্রাম, কেজি দইয়ের দাম নিচে তালিকার আকারে বিস্তারিত দেওয়া হয়েছে দেখে নিন।

আড়ং টক দই দাম কত

তবে বিভিন্ন সময় দইয়ের উপকরণের দাম বৃদ্ধি পেলে দই এর দাম একটু বৃদ্ধি পেয়ে থাকে। বাংলাদেশের বাজারে আড়ং দই খুবই জনপ্রিয় একটি দই নির্মাতা কোম্পানি, যদিও এই কোম্পানিটি দই ছাড়াও দুধ এবং ঘি বিক্রয় করে থাকে।

আরো দেখুন: 22 ক্যারেট স্বর্ণের দাম কত today | 22 ক্যারেট স্বর্ণের দাম today বাংলাদেশ

আড়ং টক দই এর দাম কত চলছে

টক দই এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে যা আমাদের মানব শরীরে দারুন ভাবে উপকারে লাগে। টক দইয়ের মধ্যে ক্যালসিয়াম অনেক পরিমাণে দেখতে পাওয়া যায়। কিন্তু ছোট বাচ্চারা সাধারণত টক দই খেতে পছন্দ করে না।

টক দই100 gm500 gm1 kg
আড়ং টক দই দাম20 টাকা75 টাকা150 টাকা

আড়ং মিষ্টি দই দাম কত

মিষ্টি দই কমবেশি সকলে খেতে পছন্দ করেন, কিন্তু উপকারের দিক থেকে মিষ্টি দইয়ের থেকে টক দইয়ে অনেক উপকারিতা রয়েছে। মিষ্টি দই তৈরি করার জন্য অনেক পরিমাণে চিনির ব্যবহার করা হয়, যা সুগার রোগীর জন্য অনেক অসুবিধার সৃষ্টি করে।

মিষ্টি দই100 gm500 gm1 kg
আড়ং মিষ্টি দই দাম25 টাকা100 টাকা200 টাকা

Aarong Sour Curd & Sweet Curd Price

Curd100 gm500 gm1 kg
Aarong Sour Curd20 BDT75 BDT150 BDT
Aarong Sweet Curd25 BDT100 BDT200 BDT

টক দই এর উপকারিতা

  • টক দই বহু বছর ধরে মানুষ খাদ্য উপাদানের তালিকার মধ্যে ব্যবহার করে আসছে। টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এবং টক দই মানব শরীরে ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে সাহায্য করে।
  • টক দইয়ের মধ্যে ফ্যাট থাকে না যা ওজন এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে প্রচুর পরিমাণে সাহায্য করে।
  • খাবার পর টক দই খেলে শরীরে হজমের ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। টক দইয়ের মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে যা সরাসরি শরীরে হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে।
  • তবে আপনাদের খেয়াল রাখতে হবে টক দই শুধুমাত্র দিনের বেলা খাওয়া প্রয়োজন সন্ধ্যার পর বা রাত্রির দিকে টক দই খাওয়া শরীরে অনেক ক্ষতি করে।
  • এছাড়া আড়ং টক দই শরীরে শ্বেত রক্ত কণিকার সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে যা মানবদেহে বিভিন্ন জীবাণু এবং ব্যাকটেরিয়া থেকে প্রতিরক্ষা করতে সাহায্য করে।

আরো দেখুন: বাজুস আজকের সোনার দাম | আজকে বাজুস সোনার দাম 2024

বন্ধুরা আশা করি আপনারা আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে আড়ং টক দই দাম কত চলছে বাংলাদেশ এবং টক দই এর উপকারিতা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আপনারা যদি এই ধরনের নিয়মিত ব্যবহারযোগ্য পণ্যের দাম জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে ভুলবেন না এবং আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার কাছে গুরুত্বপূর্ণ একটি তথ্য মনে হলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।

আমাদের এই ওয়েবসাইটটি মূলত সোনার দাম এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ে আর্টিকেল লিখে থাকে। আপনারা যদি সোনার দাম কত জানতে চান তাহলে আমাদের সোনার দামের ক্যাটাগরিতে গিয়ে দেখতে পারেন। এখানে আমরা বিভিন্ন দেশ সহ বাংলাদেশের সোনার দাম কত চলছে সেই বিষয়ে প্রত্যেকদিন আপডেট দিয়ে থাকি।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment