রাজ্যে ফের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেল, কেন দাম বাড়লো এবং নতুন দাম কত ? বিস্তারিত জানুন

Subham

পেট্রোল ও ডিজেলের দাম

Petrol and Diesel Price Hike in Kolkata: এই বছর জুন মাসে শুরুতে গোটা বিশ্বে অনেক সস্তায় পাওয়া যাচ্ছিলো অপরিশোধিত তেল। ৭০ থেকে ৮০ ডলারের নিচে দাম কমেছিল ব্রেন্ট ক্রুডের ব্যারেল ও ডব্লিউটিআই ফেব্রুয়ারি মাসের শুরুতেই। যার কারণেই সারা দেশে পেট্রোল ডিজেলের দাম অনেকটাই কম হয়েছিল, এরপর নির্বাচনের আগে প্রতি লিটারে ২ টাকা দাম কম হয়েছিল পেট্রোল ডিজেলে। যদিও লিটার প্রতি ২ টাকা কমে যাওয়ায় মধ্যবিত্তের পকেটে তেমন কিছু পরিবর্তন আসেনি। কিন্তু লোকসভা ভোট পর্ব মিটে যাওয়ার পরই আবারো পশ্চিমবঙ্গ থেকে গোটা ভারতে পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। কেনো বাংলা থেকে সারা ভারতে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেলো এবং আবারও কি দাম বৃদ্ধি পেতে পারে সেই নিয়ে আমি আজকে আপনাদের জানাবো।

google news

ফের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি

আজকে হটাৎ করেই এ রাজ্যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে কলকাতার IOC এর পাম্পে ডিজেলের দাম প্রতি লিটারে ৯০.৯৬ টাকা থেকে বৃদ্ধি করে ৯১.৯৬ টাকা করা হয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে সরাসরি লিটার প্রতি ডিজেলের দাম ১ টাকা বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে প্রতি লিটার পেট্রোলের দাম যেখানে ১০৩.৯৮ টাকা ছিল তা বেড়ে ১০৪.৯৫ টাকা করা হয়েছে, এখানেও ডিজেলের মতো পেট্রোলের দাম ১.০১ টাকা বৃদ্ধি করা হয়েছে।

অবশ্যই পড়ুন: মাধ্যমিক পাশে MTS ও হাবিলদার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ! মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি জেনে নিন

পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির কারণ

এদেশের অন্য শহর গুলিতে পেট্রোল ও ডিজেলের দামে সেরকম পরিবর্তন হয়নি অথচ শহর কলকাতাতে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, যেই কারণে ওয়েস্টবেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেনকে সরাসরি জিজ্ঞাসা করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন লিটার প্রতি তেলের মূল্য বৃদ্ধির প্রধান কারণ হলো সরকারের তরফ থেকে আবারও ১ টাকা করে ভ্যাট বসানো হয়েছে।

অবশ্যই পড়ুন: T20 World Cup 2024 Prize Money ফাইনাল জেতার পর বিজয়ী দল এবং অন্যান্য দলগুলি কত টাকা করে প্রাইজ পাবে জানলে চমকে যাবেন

প্রশাসনিক সূত্র থেকে জানা গেছে এ রাজ্যে পেট্রোল ডিজেল বিক্রির উপর প্রতি লিটারে যে ১ টাকা করে ছাড় দেওয়া হতো সেই সুবিধা রবিবার থেকে বন্ধ হয়ে যাবে। যদি রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য এই অতিরিক্ত ১ টাকা ছাড়ের ব্যবস্থা করে তাহলে লিটার প্রতি দাম কমতে পারে।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment