West Bengal SET 2024 :- রাজ্যের যে সকল চাকরিপ্রার্থী স্টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ SET পরীক্ষায় বসবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য বিশেষ সুখবর নিয়ে এল রাজ্যের কলেজ সার্ভিস কমিশন। কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে খুব সিগ্রি শূন্যপদে স্টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ SET পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। আপনি যদি এই নিয়োগ পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
আরও জানুন :- WB Group D & C Recruitment 2024: সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রচুর শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত
West Bengal SET 2024 সংক্রান্ত বিস্তারিত তথ্য
কলেজ সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত পরীক্ষায় বসার জন্য আপনি এই দেশের, এই রাজ্যের যেকোনো জেলার স্থায়ীবাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়ায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের তালিকাটি ভালো করে দেখুন।
বিষয় | বিবরণ |
---|---|
নোটিশ নং | 26/SET |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। |
শিক্ষাগত যোগ্যতা | এই পরীক্ষায় বসার জন্য আপনাকে অবশ্যই মাস্টার্ড ডিগ্রি পাশ করতে হবে। আপনি যদি জেনারেল বা ই ডব্লু এস প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার মাস্টার্ড ডিগ্রিতে 55% মাস্ক থাকতে হবে। এছাড়াও, আপনি যদি তফসিল জাতি বা উপজাতি ভুক্ত প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার মাস্টার্ড ডিগ্রিতে 50% মাস্ক থাকতে হবে। |
আবেদন শুরুর তারিখ | 01/08/2024 |
আবেদনের শেষ তারিখ | 31/08/2024 |
পরীক্ষার তারিখ | 15/12/2024 |
আবেদন পদ্ধতি (West Bengal SET 2024)
এই পরীক্ষার বসার জন্য আবেদন করতে হলে আপনাকে আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সবার প্রথম আপনাকে আপনার ওয়েবব্রাউজারে https://www.wbcsconline.in/ লিখে সার্চ করতে হবে। তারপর, ‘Apply Now’ অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে দিন তারপর ‘Submit’ অফশনটি ক্লিক করুন।তারপর, আপনাকে আবেদন ফি জমা করতে হবে। এরপর, আপনাকে আপনার ‘Acknowledgement Slip’ টি ডাউনলোড করে নিতে হবে, যা আপনার ‘Admit Card’ ডাউনলোড করার সময় কাজে লাগবে।
আরও জানুন :- WB Food Department Recruitment 2024: কম্পিউটার জানা থাকলেই পাবেন চাকরি, জানুন কিভাবে আবেদন করবেন
আবেদন ফি (West Bengal SET 2024)
এই পরীক্ষায় বসতে হলে আপনি যদি জেনারেল বা ই ডব্লু এস প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন ফি বাবদ 1300 টাকা জমা করতে হবে এবং আপনি যদি ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থী হন তাহলে আপনাকে 650 টাকা জমা করতে হবে। এছাড়া আপনি যদি তফসিল জাতি বা উপজাতি ভুক্ত প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন ফি বাবদ 350 টাকা জমা করতে হবে।
পরীক্ষার সিলেবাস (West Bengal SET 2024)
কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে এই পরীক্ষা পদ্ধতিটি সম্পন্ন করা হবে তা নিচের তালিকায় দেওয়া হল। আপনি যদি এই পরীক্ষায় বসার কথা ভাবেন তাহলে নিচের তালিকাটি অবশ্যই ভালো করে দেখুন।
বিষয় কোড | বিষয় |
---|---|
01 | ENGLISH |
02 | BENGALI |
03 | SANSKRIT |
04 | HINDI |
05 | URDU |
06 | COMMERCE |
07 | ECONOMICS |
08 | HISTORY |
09 | PHILOSOPHY |
10 | POLITICAL SCIENCE |
11 | EDUCATION |
12 | CHEMICAL SCIENCES |
13 | GEOGRAPHY |
14 | LIFE SCIENCES |
15 | MATHEMATICAL SCIENCES |
16 | PHYSICAL SCIENCES |
17 | SOCIOLOGY |
18 | PSYCHOLOGY |
19 | LIBRARY & INFORMATION SCIENCE |
20 | PHYSICAL EDUCATION |
21 | ELECTRONIC SCIENCE |
22 | COMPUTER SCIENCE |
23 | HOME SCIENCE |
24 | SANTALI |
25 | MASS COMMUNICATION & JOURNALISM |
26 | ANTHROPOLOGY |
27 | EARTH SCIENCES |
28 | MUSIC |
29 | LAW |
30 | NEPALI |
31 | MANAGEMENT |
32 | ARABIC |
33 | ENVIRONMENTAL SCIENCES |
আরও জানুন :- Department of Financial Services Recruitment 2024: প্রচুর শূন্যপদে নিয়োগ, সম্পূর্ণ তথ্য জানুন একটি ক্লিকে
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল নোটিশ : Download
অফিসিয়াল ওয়েবসাইট : Click Here
অনলাইনে আবেদন : Apply Now
What’s App Channel :- Join Now