WB Food Department Recruitment 2024 :- রাজ্যের যে সকল চাকরিপ্রার্থী সরকারি চাকরি করবার জন্য বহুদিন থেকে বসে আছেন তাদের জন্য সুখবর। রাজ্যের খাদ্য দফতরের তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু শূন্যপদে নিয়োগ করতে চলেছে খাদ্য দফতর। আপনি যদি এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান, মোট শূন্যপদ কতগুলি, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
আরও জানুন :- Department of Financial Services Recruitment 2024: প্রচুর শূন্যপদে নিয়োগ, সম্পূর্ণ তথ্য জানুন একটি ক্লিকে
WB Food Department Recruitment 2024 সংক্রান্ত বিস্তারিত তথ্য
রাজ্যের খাদ্য দফতর কর্তৃক আয়োজিত নিয়োগ প্রক্রিয়ায় আপনি এই দেশের, এই রাজ্যের যেকোনো জেলার স্থায়ীবাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়ায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের তালিকাটি ভালো করে দেখুন।
বিষয় | বিবরণ |
---|---|
নোটিশ নং | 3099 |
পদের নাম | প্রজেক্ট ম্যানেজার, ডেটা অ্যানালিস্ট, ডেভেলপার ও আইটি সাপোর্ট। |
মোট শূন্যপদ | 06 টি। |
শিক্ষাগত যোগ্যতা | ওপরের পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যলয় থেকে B.Tech, M.Tech, Computer Science, MCA, MBA অথবা এইগুলির সমতুল্য যে কোনো বিষয়ে ফার্স্ট ক্লাস ডিগ্রী অর্জন করে থাকতে হবে। |
বয়সসীমা | এই পদে আবেদন করতে হলে আবেদনকারীর যে বয়স প্রয়োজন সেই সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে দেওয়া নেই। তবে আপনাদের জানিয়ে রাখি, আপনার ব্যস যদি 21 বৎসরের উর্দ্ধে হয় তাহলেই আপনি এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। |
মাসিক বেতন | এই পদগুলিতে আপনি যদি চাকরি করার জন্য নির্বাচিত হন তাহলে আপনাকে Project Manager এবং Data Analyst পদের জন্য মাসিক বেতন 2,25,000 দেওয়া হবে। Developer পদের জন্য মাসিক বেতন 70,000 টাকা দেওয়া হবে। এছাড়াও, IT Support পদের জন্য মাসিক বেতন 40,000 টাকা দেওয়া হবে। |
আবেদনের শেষ তারিখ | 17/08/2024 |
আরও জানুন :- August Ration List 2024: জুলাই মাসে আপনার কার্ডে কত পরিমান রেশন দেওয়া হবে?
নিয়োগ পদ্ধতি (WB Food Department Recruitment 2024)
এই পদগুলিতে নিয়োগ শুধুমাত্র ধাপে সম্পন্ন করা হবে। সবার প্রথম আপনার কাডেমিক স্কোরের ওপর ভিত্তি করে প্রার্থীদের শর্টলিস্টেড করা হবে। তারপর শর্টলিস্টেড প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে আপনার কোডিং টেস্ট নেওয়া হবে। এই কোডিং টেস্টে পাশ করলে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউতে পাশ করলেই আপনাকে যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত করা হবে।
আবেদন পদ্ধতি (WB Food Department Recruitment 2024)
রাজ্যের খাদ্য দফতরে এই সকল পদে আবেদন করার জন্য আপনাকে আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে। সবার প্রথম আপনাকে আপনার ওয়েবব্রাউজারে https://food.wb.gov.in/ লিখে সার্চ করতে হবে। এরপর, আপনার সামনে যে প্রোটালটি খুলবে সেখানে রিক্রুটমেন্ট অপশন থেকে নির্দিষ্ট বিকল্প বেছে নিয়ে ‘Apply Now’ অপশনে ক্লিক করতে হবে।
তারপর, আপনার সামনে একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। এরপর, সমস্ত প্রয়জনীয় ডকুমেন্ট আপলোড করে দিয়ে ‘Submit’ এর ওপর ক্লিক করতে হবে। এরপর, আপনাকে আপনার ‘Acknowledgement Slip’ টি ডাউনলোড করে নিতে হবে, যা আপনার ‘Admit Card’ ডাউনলোড করার সময় কাজে লাগবে।
আরও জানুন :- District Court Recruitment 2024: ন্যূনতম অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে বিপুল পরিমানে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল নোটিশ : Download
অফিসিয়াল ওয়েবসাইট : Click Here
অনলাইনে আবেদন : Apply Now
What’s App Channel :- Join Now