UPI Auto Pay জালিয়াতির শিকার থেকে নিজেকে বাঁচান, নাহলে নিমেষে হবে অ্যাকাউন্ট খালি! বাঁচার উপায় জেনে নিন

Subham

UPI Auto Pay Scam

UPI Auto Pay Scam: এখনকার সময় অর্থাৎ ডিজিটাল যুগে কোথাও বেরোলে পকেটে মানিব্যাগ না থাকলেও কোনোরকম অসুবিধা হয় না, কারণ আমাদের পকেটেই আছে স্মার্টফোন আর সেখান থেকেই করা যাবে সব লেনদেন। বড়ো বড়ো শপিং মল থেকে শুরু করে গ্রামের ছোটো চায়ের দোকানেও UPI-এর মাধ্যমে অনলাইন পেমেন্ট করা সম্ভব। তবে এতে করে অনেক সুবিধা হলেও কিছুটা অসুবিধাও আছে যেমন, UPI প্রতারণার শিকার। বর্তমান সময়ে UPI Auto Pay জালিয়াতির খবর ব্যাপক হারে সামনে আসছে। প্রতারকদের এই পাতা ফাঁদে পা দিলেই হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি। কিভাবে হচ্ছে এই জালিয়াতি এবং কেমন করে বাঁচবেন এই জালিয়াতি থেকে, আসুন জেনে নিন।

google news

UPI Auto Pay জালিয়াতি আসলে কি?

আমরা অনেকেই আছি যেই মোবাইল নম্বর থেকে UPI লেনদেন পরিষেবা করি, সেই নম্বর আবার নানান জায়গায় ব্যাবহার করে, যেমন, বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে লগইন করতে। এরফলে প্রতারকরা অতি সহজেই আমাদের মোবাইল নম্বর এবং নম্বরের সাথে যুক্ত বিভিন্ন তথ্য পেয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে তারা ওই নম্বরে Auto Pay এর অনুরোধ পাঠাচ্ছে, চালাকি করে তারা এই অনুরোধ একম কিছু সংস্থার নামে পাঠাচ্ছে যেগুলিতে আমরা প্রায়ই পেমেন্ট করে থাকি। এরফলেই সাধারণ মানুষ এই প্রতারকদের কাছে শিকার হয়ে যাচ্ছে।

আরও পড়ুন >> CSL Recruitment 2024: রাজ্যের বেকার যুবকদের জন্য সোনালী সুযোগ! সপ্তম শ্রেণী পাশে উচ্চ বেতনে প্রচুর শুন্যপদে সরাসরি নিয়োগ, জানুন কিভাবে আবেদন করবেন

যেমন ধরুন আপনি কোনো OTT প্ল্যাটফর্মের মাসিক সাবস্ক্রিপশন এর পরিষেবা নিয়ে থাকেন, তাহলে আপনাকে ওই OTT সংস্থার নামে UPI অটো পে অনুরোধ পাঠাবে প্রতারকরা। যার ফলে আপনি আসল OTT সংস্থা ভেবে পিন দিয়ে পেমেন্ট করা মাত্রই জালিয়াতির শিকার হবেন।

এর থেক বাঁচার উপায় কি ?

ধরুন আপনার কাছে যদি এই ধরনের পরিষেবা প্রদানকারী সংস্থার নামে কোনো UPI Auto Pay-এর অনুরোধ এসে থাকে, তাহলে আপনি পিন দিয়ে পেমেন্ট করার আগে একবার যাচাই করে দেখুন। এই ধরনের জালিয়াতি থেকে বাঁচার জন্য সর্বদা UPI Auto Pay-এর অনুরোধে পেমেন্ট করার আগে সতর্ক থাকা আবশ্যক। আপনি যখন কোনো পণ্য বা পরিষেবা নেওয়ার জন্য UPI ব্যাবহার করবেন, শুধুমাত্র তখনি পেমেন্ট করুন, অন্য কোনো সময় পেমেন্টের অনুরোধ এলে সেটি এড়িয়ে যান।

আপনি যদি ভুল করে পেমেন্ট করে দেন, এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে UPI পরিষেবা প্রদানকারী সংস্থায় জানান। তাছাড়া আপনার অ্যাকাউন্ট যে ব্যাংকে রয়েছে সেখানেও অভিযোগ করুন। আপনি এই বিষয়ে সাইবার পুলিশ এর কাছেও অভিযোগ জানিয়ে দিন। এই সমস্ত কাজ আপনি যত তাড়াতাড়ি করবেন, আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভবনা ততটা বেশি থাকবে।

আরও পড়ুন >> Indian Bank Recruitment 2024: রাজ্যে ব্যাঙ্কিং সেক্টরে বিপুল পরিমানে কর্মী নিয়োগ! সুযোগ হাতছাড়া করবেন না, আবেদন করুন আজই

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment