T20 World Cup 2024 Prize Money ফাইনাল জেতার পর বিজয়ী দল এবং অন্যান্য দলগুলি কত টাকা করে প্রাইজ পাবে জানলে চমকে যাবেন

Subham

T20 World Cup 2024 Prize Money

T20 World Cup 2024 Prize Money: এই বছর অৰ্থাৎ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সারা বিশ্ব থেকে মোট ২০ টি দল খেলার জন্য অংশগ্রহণ করেছিল। কিন্তু ২০টি দলের মধ্যে ভারত এবং সাউথ আফ্রিকা ফাইনালে পৌঁছেছিল, এবং এই খেলাটি ২৯ শে জুন ২০২৪ শনিবার বার্বাডোস ময়দানে অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ভারত সাউথ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে নিজেদের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটি নিজেদের হাতে তুলে নিয়েছে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বিজয়ে দল মোটা অংকের টাকা পাবে এবং রানার্স দলটিও ভালোরকম মোটা অংকের টাকা পাবে এর সাথে অংশগ্রহণকারী ২০টি দলও ভালো পুরস্কার পাবে। আজকে আমি আপনাদের T20 বিশ্বকাপের প্রাইজ তালিকাটি আপনাদের সাথে শেয়ার করবো।

google news

অবশ্যই পড়ুন: জল শক্তি দপ্তরে ইন্টার্নশিপ করার সুযোগ! মাসে 15,000 টাকা স্টাইপেন্ড, এখনই আবেদন করুন

২০২৪ সালের T20 বিশ্বকাপের প্রাইজ তালিকা

T20 বিশ্বকাপ এই বছর মাসের ২ তারিখ থেকে শুরু হয়েছিল, যা অন্যান্য বছরের তুলনায় আরো বেশি জাঁকজমক করে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে দেরি না করে দেখেনিন এইবছর T20 বিশ্বকাপে কোন স্থান অধিকারী দল কত টাকা করে পাবে।

  1. এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে দল প্রথম স্থান অধিকার করবে অর্থাৎ ফাইনালে বিজয়ী হবে সেই দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২০.৩৬ কোটি টাকা।
  2. এরপর যে দল ফাইনালে পরাজিত হবে অর্থাৎ রানার্স আপ হবে সেই দল তবে ১.২৪ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০.৬৪ কোটি টাকা।
  3. এর পরবর্তী যে দুটি দল সেমিফাইনালে পৌঁছাবে সেই দুটি দলকেও মোটা টাকা দেওয়া হবে। সে দুটি দলকে ৭৮৭,৫০০ ডলার দেওয়া হবে অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬.৫৪ কোটি টাকা।
  4. এরপর দ্বিতীয় রাউন্ড থেকে আউট দলগুলিকে 3.17 কোটি টাকা দেওয়া হবে।
  5. ৯ স্থান অধিকার থেকে ১২ স্থান অধিকার পর্যন্ত যে দলগুলি রয়েছে সেই দলগুলিকে ২.০৫ কোটি টাকা দেওয়া হবে।
  6. এর পরবর্তী ১৩ তম স্থান থেকে ২০ তম স্থান পর্যন্ত যে দলগুলি রয়েছে সে দলগুলিকে ১.৮৭ কোটি টাকা দেওয়া হবে।
  7. প্রথম ও দ্বিতীয় রাউন্ডে বিজয়ী দলগুলিকে ২৫.৮৯ লক্ষ টাকা দেওয়া হবে।

অবশ্যই পড়ুন: পশ্চিমবঙ্গ বনদফতরে বিশাল নিয়োগ! জেনে নিন ফরেস্ট গার্ড পদে নিয়োগের নিয়মাবলী ও শূন্যপদের সংখ্যা

আশাকরি আপনারা আজকের এই প্রবন্ধটি থেকে ২০২৪ সালের T20 বিশ্বকাপের প্রাইজ তালিকা অনুযায়ী কোন দল কত টাকা করে পাবে জানতে পেরেছেন। T20 বিশ্বকাপে কোন দল কত টাকা করে পাবে এই তথ্যটি আপনারা আপনাদের বন্ধু অথবা পরিচিত মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে সকলে জানতে পারে ক্রিকেটে কত টাকা করে প্রাইজ মানি দেওয়া হয়।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment