SBI গ্রাহকরা অবশ্যই এই ৪ টি স্পেশাল স্কিমগুলি সম্পর্কে জেনে রাখুন, এতেই ধনী হতে পারবেন

Subham

SBI Special FD Scheme

SBI Special FD Scheme: ভারতের সরকারি ব্যাঙ্কের মর্যাদা প্ৰাপ্ত ব্যাঙ্ক হলো SBI, বেশিরভাগ সাধারণ মানুষের খাতা এই ব্যাঙ্কেই আছে। যার কারণেই State Bank of India তাদের গ্রাহকদের কথা ভেবে দারুন দারুন FD স্কিম দিয়ে থাকে, এবং এই স্পেশাল স্কিম গুলিতে ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেকটা বেশি সুদ পাওয়া যায়। স্টেট ব্যাঙ্ক সম্প্রতি ‘অমৃত বৃষ্টি’ নামে একটি দুর্দান্ত ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে হাজির হয়েছে, এবং এই স্কিমের মেয়াদ মাত্র ৪৪৪ দিন। এখন আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে ২ বছরেরও কম সময়েই নিজেকে ধনী রূপে দেখতে পাবেন, আজকে আমি আপনাদের সাথে স্টেট ব্যাংকের সেরা ৪ টি স্কিম সম্পর্কে বিস্তারিত জানাবো যেখানে আপনারা খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি সুদের মজা নিতে পারবেন।

google news

SBI-এর তরফ থেকে ৪ টি স্পেশাল FD স্কিম

আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন স্টেট ব্যাংক তাদের সাধারণ এফডির তুলনায় স্পেশাল FD স্কিমে অনেকটা বেশি পরিমানে সুদ দিয়ে থাকে। অল্প সময়ের মধ্যে বেশি পরিমানে সুদ পেতে হলে আপনাকে এই ৪ টি স্কিমেতে বিনিয়োগের কথা ভাবতে হবে। এর আগে স্টেট ব্যাঙ্কে সর্বোত্তম,অমৃত কলস এবং উইকেয়ার নামক তিনটি স্পেশাল FD স্কিম ছিল, তবে এখন ১৫ জুলাই থেকে ‘অমৃত বৃষ্টি’ নামে আরো একটি নতুন স্কিম নিয়ে হাজির হয়েছে SBI. তাহলে চলুন স্টেট ব্যাঙ্কের স্পেশাল এই ৪ টি স্কিম সম্পর্কে ভালোভাবে আপনাদের জানিয়ে দিই।

আরো পড়ুন: GP Birla Scholarship 2024-2025: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করলেই পাবেন ৫০,০০০ টাকা

SBI অমৃত কলস FD (Amrit Kalash)

স্টেট ব্যাঙ্কের এই স্পেশাল ‘অমৃত কলস‘ ফিক্সড ডিপোজিট স্কিমটির মেয়াদ কেবলমাত্র ৪০০ দিন। SBI এই স্পেশাল স্কিমটিতে ৭.১০ শতাংশ হারে সুদ প্রদান করে থাকে। State Bank-এর কথা অনুযায়ী এই স্কিমে বিনিয়োগকারী গ্রাহকেরা মাসিক, ত্রৈমাসিক এবং অর্ধবার্ষিক সুদের পেমেন্ট তুলতে পারবেন। অল্প সময়ের মধ্যে ঝুঁকি ছাড়া চমৎকার রিটার্ন পাওয়ার জন্য এতে বিনিয়োগ করতে পারেন। একবার বিনিয়োগের পর মেয়াদ পূর্ণ হওয়ার আগে টাকা তুলে নিলে কিন্তু ০.৫০ শতাংশ থেকে ১ শতাংশ কম সুদ পাবেন। অমৃত কলস FD-তে বিনিয়োগ করতে হলে আপনাকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪-এর মধ্যে করতে হবে।

SBI সর্বোত্তম FD স্কিম

SBI সর্বোত্তম FD স্কিমটি দারুন জনপ্রিয় একটি স্কিম, এর কারণ হলো PPF, NSC এবং পোস্ট অফিসের স্কিমগুলির থেকেও বেশি পরিমানে সুদ দিয়ে থাকে। SBI সর্বোত্তম FD-র মেয়াদ কাল ১ বছর এবং ২ বছর, আপনি যদি এতে বিনিয়োগ করেন তাহলে ২ বছর পরেই দুর্দান্ত রিটার্ন পেয়ে যাবেন। সাধারণ মানুষেরা ২ বছরের জন্য বিনিয়োগ করলে ৭.৪০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৯০ শতাংশ হারে সুদ পাবেন। এছাড়াও ১ বছরের জন্য Fixed Deposit করা হয় তাহলে সাধারণ গ্রাহকেরা ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৬০ শতাংশ সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা এতে ১৫ লক্ষ থেকে ২ কোটি টাকার FD-তে ১ বছরে ৭.৮৩ শতাংশ এবং ২ বছরে ৮.১৪ শতাংশ সুদ পাবেন। অন্যদিকে ২ কোটি থেকে ৫ কোটি টাকার বাল্ক ডিপোজিটে প্রবীণ নাগরিকদের ১ বছরে ৭.৭৭ শতাংশ এবং ২ বছরে ৭.৬১ শতাংশ হারে সুদ দিচ্ছে স্টেট ব্যাংক।

SBI উইকেয়ার ফিক্সড ডিপোজিট

স্টেট ব্যাঙ্কের WeCare FD-তে বিনিয়োগ করে সবথেকে বেশি লাভজনক হবেন প্রবীণ নাগরিকরা। সাধারণ FD স্কিমে স্টেট ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ০.৫০ শতাংশ সুদ দিয়ে থাকে, কিন্তু এই স্কিমে প্রবীণ নাগরিকরা ১ শতাংশ বেশি সুদ পেয়ে যাবেন। তবে এই স্কিমের মেয়াদ হলো ৫ বছর থেকে ১০ বছর, এখানে প্রবীণ নাগরিকরা ৭.৫০ শতাংশ সুদ পাচ্ছেন, যা নতুন এবং পুনর্নবীকরণযোগ্য এফডিতেও পাওয়া যাবে।.

আরো পড়ুন: Aadhar Loan Yojana 2024 একদন অল্প সুদে আধার কার্ডের মাধ্যমে ২০ লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে সরকার, এখনই আবেদন করুন

SBI অমৃত বৃষ্টি FD (Amrit Bristi)

কিছুদিন আগেই স্টেট ব্যাঙ্ক একটি স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে যা SBI অমৃত বৃষ্টি FD নাম পরিচিত, এই স্কিমটি ১৫ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হয়েছে। এই স্কিমের মেয়াদ রাখা হয়েছে মাত্র ৪৪৪ দিন অর্থাৎ ২ বছরের কম সময়। অমৃত বৃষ্টি FD -তে সাধারণ গ্রাহকেরা ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। SBI-এর অমৃত বৃষ্টি FD-তে সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এতে বিনিয়োগ করার জন্য নিকটবর্তী স্টেট ব্যাংকের শাখায়, SBI-এর নেট ব্যাঙ্কিং পরিষেবা এবং YONO SBI অ্যাপের মাধ্যমে করতে পারবেন।

এখন আপনি যদি মনে করেন FD-তে বিনিয়োগ করে বেশি সুদ পাবেন, এক্ষেত্রে আপনাকে সাধারণ ফিক্সড ডিপোজিটের বদলে স্পেশাল FD-তে বিনিয়োগ করতে হবে। SBI ব্যাঙ্ক তাদের গ্রাহকদের প্রয়োজন মেটাতে ৪টি স্পেশাল FD স্কিম নিয়ে এসেছে, এখন থেকে পছন্দ মতো স্কিম বেছে নিয়ে বিনিয়োগ করলে সাধারণ এফডির তুলনায় বেশি সুদ পাবেন। তাছাড়া, স্কিমগুলির মেয়াদকালীন সময় অনেক কম। SBI-এর এই স্পেশাল FD স্কিম গুলি সম্পর্কে আপনাদের বিস্তারিত ভাবে জানানো হয়েছে, আরো ভালোভাবে জানতে নিকটবর্তী SBI ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment