Post Office Senior Citizens Savings Scheme (SCSS): সাধারণ ভাবে প্রবীণ নাগরিকরা অবসর নেওয়ার পর একপ্রকার বেকারদের মতো জীবন যাপন করে থাকেন। কিন্তু অবসরের পরে পাওয়া টাকাগুলির কিছু পরিমাণ খরচ করেন এবং বাকি টাকাগুলি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে থাকেন। তবে আজকে আমি আপনাদের একটা দারুন বিকল্প নিয়ে হাজির হয়েছি যেখানে আপনার অবসরের টাকা বিনিয়োগ করে কিছু সময় পরে অনেকগুলি টাকা পেতে পারেন। চলুন তাহলে দেখেনিন কোথায় ঝুঁকি ছাড়া বিনিয়োগ করতে পারবেন।
Post Office Senior Citizens Savings Scheme (SCSS)
প্রবীণ নাগরিকদের জন্য ভারতীয় পোস্ট অফিস দারুন দারুন স্কিম নিয়ে আসে, সবথেকে বড়ো বিষয় হলো এখানে বিনিয়োগ করলে যেমন সুদ বেশি পাওয়া যায় তেমনি ঝুঁকির কোনো সম্ভবনা থাকে না। আজকের এই স্কিমে প্রবীণ নাগরিকরা বার্ষিক ৮.২ শতাংশ সুদ পাবেন এবং এই স্কিমের মেয়াদ মাত্র ৫ বছর। অন্যান্য স্কিমের তুলনায় এই স্কিমে সুদের পরিমান অনেকটাই বেশি এছাড়া আপনি যদি চান ৫ বছরের পরও মেয়াদ বাড়াবেন তাহলে আপনাকে মেয়াদ পূর্ণ হওয়ার ১ বছর আগে জানাতে হবে।
এখনই দেখুন: SBI গ্রাহকরা অবশ্যই এই ৪ টি স্পেশাল স্কিমগুলি সম্পর্কে জেনে রাখুন, এতেই ধনী হতে পারবেন
Post Office Senior Citizens Savings Scheme (SCSS) স্কিমটিতে বিনিয়োগ করতে হলে আপনাকে প্রবীণ নাগরিক হতে হবে অর্থাৎ ৬০ বয়স হতে হবে। তবে বিশেষ কিছু কারণে বয়সের ছাড় দিয়ে থাকে স্কিমগুলিতে। যেমন বেসামরিক খাতের সরকারি কর্মচারীদের VRS নেওয়া এবং প্রতিরক্ষা থেকে অবসর নেওয়া ব্যক্তিদের কিছু শর্তে বয়স ছাড় দেওয়া হয়। এখন আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করতে চান তাহলে কেওয়াইসি সম্পর্কিত সমস্ত নথিপত্র নিয়ে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
কিভাবে পাবেন ১২ লক্ষের বেশি সুদ ৫ বছরে
এখন আপনি যদি মনে করেন Post Office Senior Citizens Savings Scheme (SCSS) স্কিম থেকে ৫ বছরে ১২ লক্ষের বেশি সুদ পাবেন তাহলে আপনাকে কিছু শর্ত মানতে হবে, যেখানে প্রথমে আপনাকে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে এবং এই পরিমান টাকা বিনিয়োগ করার পর প্রতি ত্রৈমাসিকে ৬১,৫০০ টাকা জমা হবে। যা চক্রবৃদ্ধির সুদের ফলে ৫ বছর পরে ১২,৩০,০০০ টাকাতে পরিণত হবে। অর্থাৎ আপনি ম্যাচুরিটির পর সর্ব মোট ৪২,৩০,০০০ টাকা পাবেন।
তবে আপনি যদি মনে করেন ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করবেন তাহলে সুদের পরিমান খানিকটা কমে যাবে। এখানে আপনি প্রতি ত্রৈমাসিকে ৩০,৭৫০ টাকা সুদ আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে, এবং ৫ বছর পর টাকার পরিমান হবে ৬,১৫,০০০ টাকা। অর্থাৎ এক্ষেত্রে আপনি ম্যাচুরিটির পর মোট ২১,১৫,০০০ টাকা পেয়ে যাবেন।
আশাকরি আপনারা পোস্ট অফিসের এই স্কিমটি সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন, এছাড়াও যদি আপনাদের আরও বিস্তারিত ভাবে জানার থাকে তাহলে অনুরোধ করবো অবশ্যই নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে জানতে পারেন। এই ধরণের বিনিয়োগ সংক্রান্ত খবর পেতে আমাদের ওয়েবসাইটে ভিসিট করতে ভুলবেন না।