Post Office Scheme: সাধারণত পোস্ট অফিসের যে কোনো স্কিম পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই হয়ে থাকে, তবে আজকে আমি আপনাদের মহিলাদের জন্য ভারতীয় ডাক বিভাগের একটি দুর্দান্ত রিটার্ন যুক্ত স্কিমের ব্যাপারে আপনাদের জানাবো। যেখানে মহিলাদের জন্য বিশেষ কিছু সুবিধা দেওয়া হয়েছে, আসুন তাহলে পোস্ট অফিসের এই স্কিমটি সম্পর্কে বিস্তারিত জানা যাক।
Post Office Scheme- এর মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট যোজনা কি ?
বর্তমানে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে মহিলাদের জন্য দারুন দারুন স্কিম নিয়ে আসা হয়েছে। যার মূল কারণ হলো মহিলাদের বিনিয়োগের ব্যাপারে উৎসাহিত করার সাথে সাথে নিজেদের আর্থিক দিক থেকে স্বনির্ভর করে তোলা। আমরা সকলেই জানি পোস্ট অফিসের যে কোনো স্কিমে বিনিয়োগ করলে সেখানে ঝুঁকির সম্ভবনা থাকে না, তাই মহিলাদের জন্য ভারতীয় ডাক বিভাগের এই বিশেষ পদক্ষেপ।
ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে শুরু করা মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট যোজনার অন্তর্গত মহিলারা সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১.৫ লাখ টাকা পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
আরও জানুন >> এবার আপনিও মিউচুয়াল ফান্ডে প্রতিমাসে ৫,০০০ টাকার SIP করে কোটিপতি হতে পারবেন, এর জন্য কত সময় লাগবে জানুন
মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট যোজনার বার্ষিক সুদের হার
মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট যোজনার সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এর সুদের হার। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে এই যোজনায় মহিলাদের বার্ষিক ৭.৫ শতাংশ সুদ দেবে। এই সুদের গণনা ত্রৈমাসিক অনুযায়ী হবে, যা হলো বিনিয়োগকারীকে নিয়মিত আয়ের লাভ দেবে।
মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট যোজনায় মহিলারা সর্বনিম্ন ২ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। এর সাথেই এই যোজনায় বিনিয়োগকারী মহিলা প্রথম বছরের শেষের দিকে প্রায় ৪০ শতাংশ টাকা তুলতে পারবেন। এছাড়া দ্বিতীয় বছর অর্থাৎ মেয়াদ শেষে বিনিয়োগের সব টাকা তুলতে পারবেন। এই স্কিমটি মহিলাদের আপদকালীন সময়ে সহায়তা করার জন্য চালু করা হয়েছে।
আরও জানুন >> Post Office SCSS: এবার পোস্ট অফিসের এই স্কিমে প্রবীণ নাগরিকরা মাত্র ৫ বছরে সুদ পাবেন ১২ লক্ষের বেশি, জানুন বিস্তারিত
মেয়াদ শেষে কত টাকা রিটার্ন পাবেন ?
আপনি যদি পোস্ট অফিসের এই স্কিমে ১.৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষ হবার সময় প্রায় ২৪,০৩৩ টাকা সুদ পাবেন অর্থাৎ মেয়াদ শেষে আপনার মোট টাকার পরিমান হয়ে দাঁড়াবে ১,৭৪,০৩৩ টাকা।
তাহলে দেখা যাচ্ছে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট যোজনার মাধ্যমে বিনিয়োগ করে দারুন একটা রিটার্ন পাওয়া সম্ভব। এই যোজনাটি মহিলাদের জন্য আর্থিক দিক থেকে দারুন ভাবে উপকৃত করবে। যেখানে কোনোরকম ঝুঁকি ছাড়াই ভালো একটা রিটার্ন যেমন পাওয়া যাচ্ছে তেমনি ভবিষ্যতে মহিলাদের নিজেদের হোক বা ছেলে মেয়েদের পড়াশোনার কাজে দারুন ভাবে উপকৃত করবে।